ইঞ্জিনের বিভিন্ন অংশের নাম, অবস্থান ও কাজ সমূহ বর্ণনা কর

Photo of author

By Nur Islam

 ইঞ্জিনের বিভিন্ন অংশের অবস্থান ও কাজ সমূহ হল:

নামঅবস্থানকাজ
কার্বুরেটরইহা পেট্রোল ইঞ্জিনের ইনটেক পোর্টের পূর্বে থাকে।পেট্রোল ইঞ্জিনে কার্বুরেটরে এয়ার ও ফুয়েলের মিশ্রণ ঘটায়।
ইনজেক্টর ইহা ডিজেল ইঞ্জিনে সিলিন্ডার হেডে সংযুক্ত থাকে।ডিজেল ইঞ্জিনে ইনজেক্টরের সাহায্যে কম্প্রেসড বাতাসে ফুয়েল স্প্রে করা হয়।
স্পার্ক প্লাগইহা পেট্রোল ইঞ্জিনে সিলিন্ডার হেডে সংযুক্ত থাকে ।পেট্রোল ইঞ্জিনে স্পার্ক প্লাগের সাহায্যে এয়ার ফুয়েল মিক্সারে ইগনিশন ঘটানো হয় ।
ক্যামশ্যাফটইহা ইঞ্জিনের নীচের দিকে ক্র্যাংকশ্যাফটের সাথে সংযুক্ত থাকে । ক্যামশ্যাফটের সাহায্যে ইনটেক ও এগজস্ট ভালভের খোলা বন্ধ নিয়ন্ত্রণ করা হয়।
ক্র্যাংকশ্যাফটইহা ইঞ্জিনের নীচের দিকে ক্র্যাংককেসে অবস্থান করে।ক্র্যাংকশ্যাফট পিস্টনের রেসিপ্রোকেটিং গতিকে ফ্লাইহুইলে প্রেরণ করে।
ফ্লাইহুইলইহা ক্র্যাংকশ্যাফট ও ট্রান্সমিশন গিয়ার বক্সের মাঝে অবস্থান করে।ফ্লাইহুইল পাওয়ার স্ট্রোকে শক্তি সংগ্রহ করে বাকি অলস স্ট্রোক অবস্থান করে।
ইঞ্জিনের প্রধান কয়েকটি যন্ত্রাংশের নাম

গাড়ির বিভিন্ন অংশের নাম / গাড়ির ইঞ্জিনের বিভিন্ন অংশের নাম বাংলায়

  • কার্বুরেটর
  • ইনজেক্টর
  • স্পার্ক প্লাগ
  • ক্যামশ্যাফট
  • ক্র্যাংকশ্যাফট
  • ফ্লাইহুইল

গাড়ির বিভিন্ন যন্ত্রাংশের নাম ও ছবি

ক্র্যাংকশ্যাফট এর ছবি

স্পার্ক (Spark- Plug) প্লাগের ছবি

ইঞ্জিনের বিভিন্ন অংশের নাম ও কাজ pdf

আরো পড়ুন: TiG ও Mig ওয়েল্ডিং কী? Tig ও Mig এর মধ্যে পার্থক্য

Leave a Comment