খতিয়ান অনুসন্ধান | eporcha gov bd khatian (e khatian)

Photo of author

By Nur Islam

eporcha.gov.bd. এই ওয়েবসাইটে প্রবেশ করে বিভাগ, জেলা, উপজেলা, খতিয়ানের ধরণ এবং মৌজা সিলেক্ট করে খতিয়ান নং প্রদান করার মাধ্যমে খুব সহজেই খতিয়ান অনুসন্ধান করতে পারবেন।  এবং ১০০ টাকা ফি প্রদান করে কিউ আর কোড সম্বলিত অনলাইন/তাৎক্ষনিক কপি অথবা খতিয়ানের সার্টিফাইড কপির জন্য আবেদন করতে পারবেন।

খতিয়ান অনুসন্ধান | eporcha gov bd khatian

বর্তমানে ঘরে বসে অনলাইনের মাধ্যমে খতিয়ান অনুসন্ধান করা যায়। তাই কোন ধরনের ঝামেলা ছাড়াই আপনার হাতে থাকা স্মার্টফোন কিংবা ল্যাপটপের সাহায্যে যেকোনো সময় যেকোনো জায়গা থেকে খতিয়ান অনুসন্ধান করতে পারবেন। 

অনলাইনের মাধ্যমে খতিয়ান অনুসন্ধান করতে চাইলে নিম্ন বর্ণিত ধাপগুলো যথাযথ অনুসরণ করতে হবে। নিচে খতিয়ান অনুসন্ধান করার সঠিক প্রক্রিয়া বিস্তারিত ভাবে উল্লেখ করা হয়েছে। 

অনলাইনে খতিয়ান অনুসন্ধান করার জন্য সর্বপ্রথম আপনাকে এই ওয়েবসাইট ভিজিট করতে হবে eporcha.gov.bd. এই ওয়েবসাইটে প্রবেশ করলে নিচের চিত্রের মত একটি ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে।

উপরের চিত্রে দেখতে পাচ্ছেন যে, সেখানে স্বয়ংক্রিয়ভাবে “সার্ভে খতিয়ান” সিলেক্ট করা রয়েছে। আপনি যদি সার্ভে খতিয়ান অনুসন্ধান করতে চান, তাহলে সেটাই রেখে দেবেন। আর যদি “নামজারি খতিয়ান” অনুসন্ধান করতে চান, সেক্ষেত্রে ডান পাশে থাকা “নামজারি খতিয়ান” বাটনটিতে ক্লিক করতে হবে। নিচে সার্ভে খতিয়ান খতিয়ান এবং নামজারি খতিয়ান অনুসন্ধান করার প্রক্রিয়া আলাদা আলাদা ভাবে তুলে ধরা হলো। 

সার্ভে খতিয়ান খতিয়ান অনুসন্ধান

প্রথমে এই লিংকে eporcha.gov.bd.  ক্লিক করুন। নিচের চিত্রের মত একটি ইন্টারফেস দেখতে পাবেন। বাই ডিফল্ট সেখানে “সার্ভে খতিয়ান” থাকবে। 

আপনি দেখতে পাচ্ছেন যে প্রথমেই, সবগুলো বিভাগের নাম উল্লেখ করা রয়েছে। সেখান থেকে আপনি যে বিভাগের খতিয়ান অনুসন্ধান করতে চাচ্ছেন, সেই বিভাগের নামের উপরে ক্লিক করতে হবে। বিভাগের নামের উপরে ক্লিক করলে সবগুলো জেলার নাম শো করবে। সেখান থেকে আপনাকে নিজ জেলা সিলেক্ট করুন। 

জেলার নামের উপরে ক্লিক করলে, সেই জেলার আওতাধীন যতগুলো উপজেলা রয়েছে সবগুলো উপজেলার নাম চলে আসবে। সেখান থেকে আপনি যেই উপজেলার খতিয়ান অনুসন্ধান করতে চাচ্ছেন সেই উপজেলার উপরে ক্লিক করুন। 

উপজেলা সিলেক্ট করলে তার পাশে খতিয়ানের ধরণ দেয়া থাকবে। সেখান থেকে আপনি যেই খতিয়ান অনুসন্ধান করতে যাচ্ছেন তার ওপরে ক্লিক করুন।

বি আর এস খতিয়ান অনুসন্ধান

আপনি যদি “বি আর এস” খতিয়ান অনুসন্ধান করতে চান, সেক্ষেত্রে আপনাকে, “বি আর এস” অপশনটির উপরে ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করলে সবগুলো মৌজার নাম চলে আসবে। সেখান থেকে আপনি আপনার মৌজার নাম খুঁজে নিতে পারেন। 

তবে এতে অনেক সময় লাগতে পারে। তাই মৌজার নিচে “অনুসন্ধান” নামে যে সার্চ বাটনটি রয়েছে সেখানে আপনার মৌজার নাম লিখে এবং “খতিয়ান নং” অপশনে খতিয়ান নাম্বার লিখে সার্চ করলেই আপনার খতিয়ান চলে আসবে। সেখান থেকে আপনি তা দেখে নিতে পারবেন। 

চাইলে আপনি, ১০০ টাকা ফি প্রদান করে কিউ আর কোড সম্বলিত অনলাইন কপি ডাউনলোড করে নিতে পারেন, অথবা ডাকযোগে সার্টিফাইড কপি নিতে পারেন। 

সি এস খতিয়ান অনুসন্ধান

উপরে উল্লেখিত খতিয়ান অনুসন্ধান করার নিয়ম অনুসরণ করেই আপনি সি এস খতিয়ান অনুসন্ধান

করতে পারবেন। শুধু খতিয়ান সিলেক্ট করার সময় “সি এস” সিলেক্ট করতে হবে। এবং পূর্বের মতোই মৌজার নিচে ” অনুসন্ধান” নামে যে সার্চ বাটনটি রয়েছে সেখানে আপনার মৌজার নাম লিখতে হবে এবং “খতিয়ান নং” অপশনে খতিয়ান নাম্বার লিখে সার্চ দিতে হবে। 

আপনার তথ্য সঠিক থাকলে আপনি আপনার মৌজা এবং খতিয়ান দেখতে পাবেন। এরপর আপনার খতিয়ানের উপরে ডাবল ক্লিক করলেই সেখান থেকে আপনি খতিয়ানের যাবতীয় তথ্য দেখতে পাবেন।মালিকের নাম, দাগ নাম্বার সহ সব ধরনের তথ্য সেখানে পেয়ে যাবেন। চাইলে আপনি, সেখান থেকে আপনার খতিয়ান ডাউনলোড করে নিতে পারবেন, অথবা সার্টিফাইড কপির জন্য আবেদন করতে পারবেন। সে ক্ষেত্রে আপনাকে একশত টাকা ফি প্রদান করতে হবে। 

আর এস খতিয়ান অনুসন্ধান

বি আর এস এবং সি এস খতিয়ান অনুসন্ধান করার নিয়ম অনুসরণ করেই আপনি আর এস খতিয়ান অনুসন্ধান করতে পারবেন। শুধু খতিয়ান সিলেক্ট করার সময় “আর এস” খতিয়ান সিলেক্ট করতে হবে। এরপরে মৌজার নিচে ” অনুসন্ধান” নামে যে সার্চ বাটনটি রয়েছে সেখানে আপনার মৌজার নাম লিখতে হবে এবং “খতিয়ান নং” অপশনে খতিয়ান নাম্বার দিয়ে সার্চ করতে হবে। 

সার্চ করা হয়ে গেলে আপনি অনেকগুলো রেজাল্ট দেখতে পাবেন এর মধ্যে থেকে আপনি আপনার “আর এস খতিয়ান” খুঁজে নিন। সার্চ রেজাল্টে অনেকগুলো খতিয়ান শো করতে পারে। সেখান থেকে স্পেসিফিক ভাবে যদি আপনি আপনার খতিয়ানটি দেখে নিতে চান তাহলে ” অধিকতর অনুসন্ধান” অপশনটিতে ক্লিক করে মালিকের নাম এবং দাগ নং বসিয়ে দিন তাহলে স্পেসিফিক ভাবে আপনার খতিয়ানটি চলে আসবে। 

এস এ খতিয়ান অনুসন্ধান

উপরে উল্লেখিত খতিয়ান অনুসন্ধান করার নিয়ম অনুসরণ করেই আপনি এস এ খতিয়ান অনুসন্ধান করতে পারবেন। কেননা খতিয়ান অনুসন্ধান করার নিয়ম একই শুধু শেষ পর্যায়ে গিয়ে খতিয়ান সিলেক্ট করার সময় আপনি যেই খতিয়ানের তথ্য বের করতে চাচ্ছেন সেটি সিলেক্ট করতে হবে। যাইহোক নিচে, এস এ খতিয়ান অনুসন্ধান করার নিয়ম তুলে ধরা হলো। 

“খতিয়ানের ধরণ” অপশন থেকে “এস এ ” অপশনটি সিলেক্ট করুন। এরপর মৌজার নিচে ” অনুসন্ধান” নামে যে সার্চ বাটনটি রয়েছে সেখানে আপনার মৌজার নাম লিখে এবং “খতিয়ান নং” অপশনে খতিয়ান নাম্বার লিখে সার্চ করুন। আপনার সামনে অনেকগুলো খতিয়ানের তালিকা চলে আসবে, সেখান থেকে স্পেসিফিক ভাবে আপনার খতিয়ানটি চেক করতে চাইলে “অধিকতর অনুসন্ধান” অপশন থেকে মালিকের নাম এবং দাগ নং বসিয়ে সার্চ করুন, তাহলে আপনার খতিয়ান দেখতে পাবেন।

নামজারি খতিয়ান অনুসন্ধান

প্রথমে এই লিংকে eporcha.gov.bd.  ক্লিক করুন। নিচের চিত্রের মত একটি ইন্টারফেস আপনার সামনে ওপেন হয়ে যাবে। সেখানে স্বয়ংক্রিয়ভাবে “সার্ভে খতিয়ান” থাকবে। সেটির পরিবর্তন করতে আপনাকে “নামজারি খতিয়ান” বাটনটিতে ক্লিক করতে হবে সেখানে ক্লিক করলেই আপনি নামজারি খতিয়ান অনুসন্ধান করতে পারবেন। 

পূর্বের মতো বিভাগ, জেলা, উপজেলা এবং মৌজা সিলেক্ট করতে হবে এরপর খতিয়ান নাম্বার বসাতে হবে। সবকিছুই ঠিকঠাক থাকলে আপনি আপনার নামজারি খতিয়ানের তথ্য পেয়ে যাবেন। যেহেতু সেখানে অনেক তথ্য রয়েছে তাই সেখান থেকে এক্সাক্টলি আপনার খতিয়ান অনুসন্ধান করতে “অধিকতর অনুসন্ধান” অপশনে ক্লিক করে মালিকের নাম এবং দাগ নং বসিয়ে স্পেসিফিকভাবে আপনার নামজারি খতিয়ান টি অনুসন্ধান করতে পারেন। 

আপনার নাম চলে আসলে সেখানে ডাবল ক্লিক করলেই আপনি আপনার নামজারি খতিয়ানের বিস্তারিত তথ্য দেখতে পাবেন। এবং চাইলে আপনি সেখান থেকে ” খতিয়ান আবেদন” অপশনে ক্লিক করে অনলাইন থেকে কিউ আর কোড সম্বলিত কপি ডাউনলোড করে নিতে পারেন অথবা সার্টিফাইড কপির জন্য আবেদন করতে পারেন। সে ক্ষেত্রে আপনাকে ১০০ টাকা ফি দিতে হবে। 

Leave a Comment