ডিপ্লোমা পাশ করে বিদেশে উচ্চ শিক্ষা Foreign scholarship for BSc

Photo of author

By Nur Islam

সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, solvebin-এর নতুন একটি আর্টিকেলে আপনাদের welcome করছি। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শেষ করার পর বিদেশী উচ্চ শিক্ষার সুযোগ সুবিধাগুলো নিয়ে।

যারা ইতিমধ্যে বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট থেকে পাশ করেছেন তাদের জন্য বিদেশে বিএসসি করার কি কি সুযোগ রয়েছে, বিদেশে উচ্চশিক্ষার জন্য কখন আবেদন করবেন ? আবেদনের জন্য কী কী কাগজ পত্রের প্রয়োজন হবে? বাহিরে উচ্চশিক্ষার জন্য কোন কোন দেশে আবেদন করতে পারবেন এবং বিদেশে ভর্তির জন্য কোন দেশটি সবথেকে ভালো হবে ? বিদেশে বিএসসি ইঞ্জিনিয়ারিং পড়তে কত খরচ হয়?ইত্যাদি সকল বিষয় আজ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো।

প্রতি বছর কয়েক হাজার শিক্ষার্থী দেশের বিভিন্ন পলিটেকনিক থেকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শেষ করার পর, চাকরির বাজারে আসছে। পাশকৃতদের মধ্যে কয়েকহাজার ডুয়েট এডমিশন প্রস্তুতি নিচ্ছে , কেউ কেউ দেশের বিভিন্ন বেসরকারি ইউনিভার্সিটি গুলোতে পছন্দের প্রোগ্রামের উপর বিএসসি (BSc) তে ভর্তি হচ্ছে। অনেকেই আছে উচ্চ শিক্ষার জন্য দেশের বাহিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। আজকের আর্টিকেলটি সম্পূর্ণ তাদের উদ্দেশ্যেই লেখা যারা উচ্চ শিক্ষার জন্য বিদেশ যেতে চাচ্ছেন….

কোন কোন দেশে বিএসসি (BSc) ইঞ্জিনিয়ারিং করার সুযোগ রয়েছে

যারা দেশের বাহিরে বিএসসি (BSc) ইঞ্জিনিয়ারিং পড়তে চান! তাদের মধ্যে একটা জিনিস নিয়ে কনফিউশন থাকে যে, কোন দেশ BSc ইঞ্জিনিয়ারিং এর জন্য ভালো হবে এবং কোন কোন দেশ বিএসসি (BSc) ইঞ্জিনিয়ারিং এর সুযোগ দিয়ে থাকে। বিদেশে অনেক ইউনিভার্সিটি দেই আপনি বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি সম্পন্ন করতে পারবেন।

কিন্তু, তার মধ্যে ভারত (India), জাপান (Japan), চীন (China), জার্মানি (Germany), সুইডেন (Sweden), সিঙ্গাপুর (Singapore), মালয়েশিয়া (Malaysia), কানাডা (Canada), অস্ট্রেলিয়া (Australia), আমেরিকা (USA) ইত্যাদি সবথেকে বেশি জনপ্রিয়। অনেক অনেক ভার্সিটি ৪০ থেকে ১০০% পর্যন্ত যোগ্যতার ভিত্তিতে স্কলারশিপ দিয়ে থাকে। আপনাদের উচিত হবে এ সুযোগগুলো কাজে লাগানো।

30-40 % স্কলারশিপের সুযোগ দিয়ে থাকে কোন কোন দেশ ?

যখন আমি বাহিরে বিএসসি করার জন্য ইউনিভার্সিটি নিয়ে কথা বলছি, তখন কানাডা (Canada), আমেরিকা (America), অস্ট্রেলিয়া (Australia) এই বড় বড় দেশের ইউনিভার্সিটি গুলোর পাশে আপনারা মালয়েশিয়া/ ভারত (India) এবং কি চীনের(China) ইউনিভার্সিটি নাম উল্লেখ করেছি। তা নিশ্চয়ই আপনাদের অবাক করেছে!

আচ্ছা, ব্যাপারটা একটু খুলে বলি। একটা বিষয় লক্ষ্য করে দেখবেন, আপনাদের আশেপাশের বা পরিচিত যে সকল মানুষজন বিদেশে বিএসসি, এমএসসি (BSc &MSc) করতে গিয়েছে তাদের অধিকাংশই চীন, ভারত, মালয়েশিয়া ও জাপান ইত্যাদি দেশগুলোতে গিয়েছে। তার কারণ হচ্ছে উক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে উন্নত মানের শিক্ষা ব্যবস্থার পাশাপাশি রয়েছে ভালো পার্সেন্টেজের স্কলারশিপ। উপরের এই দেশগুলোতে বিদেশি( Foreign) শিক্ষার্থীদের জন্য সর্বনিম্ন ৪০ থেকে ১০০ পার্সেন্ট পর্যন্ত স্কলারশিপ দেয়া হয়। পাশাপাশি পার্ট টাইম চাকরি (Job) করার ও সুযোগ রয়েছে।

আর অন্যদিকে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া ইত্যাদি দেশগুলোতে বিএসসি প্রোগ্রাম করতে বাহিরের শিক্ষার্থীদের জন্য ১০ থেকে ১৫ পার্সেন্টেজের একটা স্কলারশিপ দেয়া হয়। আর এই দেশগুলোতে যে ইউনিভার্সিটি গুলো রয়েছে সেগুলো ওয়ার্ল্ডের Top 10 ইউনিভার্সিটি গুলোর মধ্যে অন্যতম। তাই এগুলোতে কম্পিটিশনে বেশি হয়। এজন্য বেশি পরিমাণ Scholarship এর সুযোগ কোনভাবেই দেয়া সম্ভব হয় না!

বিদেশে BSc ইঞ্জিনিয়ারিং করতে কত খরচ হয়

আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, লন্ডন এবং জার্মানি ইত্যাদি দেশগুলো থেকে যদি ১০ থেকে ৩০ পার্সেন্ট পর্যন্ত স্কলারশিপের সুযোগ পেয়ে থাকেন তাহলে আপনার প্রত্যেক বছর থাকা-খাওয়া ইনস্টিটিউশন ফি বাবদ ৯ থেকে ১১ লক্ষ টাকা পর্যন্ত খরচ হবে। এখানে বলা যেতে পারে আপনার বা চার বছরে বিএসসি ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম এর সম্পূর্ণ করতে ৩৬ থেকে ৪২ লক্ষ টাকার মত খরচ হবে।

আর যদি এশিয়ার দেশগুলো থেকে যেমন ভারত, চীন, জাপান, সিঙ্গাপুর, মালয়েশিয়া ইত্যাদি দেশগুলো থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম সম্পন্ন করতে চান তাহলে বাৎসরিক ৪ থেকে ৬ লক্ষ টাকা খরচ হবে। যা, ৪ বছরে সর্বমোট ১৮ লক্ষ থেকে ২২ লক্ষ টাকার মত হয়।

এশিয়ার দেশগুলোতে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কেমন হবে?

অনেকের মনে একটা ভুল ধারণা আছে যে, এশিয়ার দেশগুলো যেমন: ইন্ডিয়া, চীন, মালয়েশিয়া, জাপান ইত্যাদি দেশগুলো যেহেতু বিদেশি শিক্ষার্থীদের জন্য বিশাল পরিমাণ স্কলারশিপ এর সুযোগ দিয়ে থাকে তার মানে কী! এই সকল বিশ্ববিদ্যালয়ের মান অত্যন্ত কম ?

সরি আপনি ভুল! যেখানে কিনা বাংলাদেশী বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটি গুলোতে বিএসসি ইঞ্জিনিয়ারিং করতে প্রত্যেক বছর ইনস্টিটিউশন ফি বাবদ ৪ লক্ষ টাকার অধিক খরচ হয়। এবং বাংলাদেশী এসব প্রাইভেট ইউনিভার্সিটিগুলো ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি রেঙ্কিং (edu rank) এ ১০০০ এর বাহিরে তাদের অবস্থান।

অন্যদিকে চীন জাপান ভারতের অনেক ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি রয়েছে যেগুলো Edu Rank তথ্য মতে (২০০-৫০০) এই রেঙ্কিংয়ের ভিতরে ঘোরাফেরা করছে। তাহলে একটা জিনিস বিবেচনা করে দেখুন! যদি, ওই সকল ইউনিভার্সিটি এবং পড়ালেখার মান অত্যন্ত খারাপই হতো তাহলে কখনোই তারা এই Rank টা অর্জন এবং ধরে রাখতে পারতো না। তাই আপনারা কখনোই চীন , জাপান, ভারতের ইউনিভার্সিটির গুলো মান নিয়ে সংশয় করবেন না।

বিদেশের বিভিন্ন ইউনিভার্সিটির স্কলারশিপের খবর কোথায় পাবেন

আপনাদের সবাইকে প্রথমে সতর্ক করতে চাই কারো মাধ্যমে অথবা কারো সুপারিশে বিদেশে পড়ার সুযোগ করে দিবে তাদের সঙ্গ এড়িয়ে চলুন। একটা কথা মনে রাখবেন চীন, জাপান, মালোশিয়ার মত দেশগুলো কখনোই আপনাকে কারো সুপারিশে পড়ার সুযোগ দিবে না! একমাত্র যোগ্য ব্যক্তিরাই তাদের এই scholarship প্রোগ্রামের সুযোগ পেয়ে থাকে।

আপনারা অনলাইনে ইউনিভার্সিটির ভেরিফাইড ওয়েবসাইট থেকে সকল তথ্য যেমন: স্কলার্শিপের আপডেট, ভর্তির আবেদনপত্র, ভর্তির আবেদনের নিয়মাবলী , প্রয়োজনীয় কাগজপত্র বা ডকুমেন্ট, ইনস্টিটিউশন ফি, কোর্স ডিউরেশন ইত্যাদি সকল বিষয় সম্পর্কে জানতে পারবেন।

বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য বিদেশের ইউনিভার্সিটি গুলো কেমন সুযোগ সুবিধা দেয়

ফরেইন স্টুডেন্টদের জন্য বিদেশী ইউনিভার্সিটি গুলো অনেক সুযোগ সুবিধা দিয়ে থাকে। তার মধ্যে সবচেয়ে বড় সুবিধাটি হলো ১০০% পর্যন্ত ফ্রি স্কলারশিপ এর সুযোগ। মানে শুধুমাত্র আপনারা আপনার থাকা খাওযার খরচ ছাড়া ৪ বছরের বিএসসি ডিগ্রিতে ভার্সিটিতে কোন অর্থ প্রদান করা লাগছে নাহ।

চীন ও ভারতের বেশিরভাগ ইউনিভার্সিটি গুলোতে আপনি ফ্রি হোস্টেল সুবিধা পাচ্ছেন। এক্ষেত্রে শুধু বাকী রইলো আপনার পকেট খরচ। যদি কিনা, আপনি বিভিন্ন পরীক্ষায় ভালো মেধা তালিকায় উত্তীর্ণ হন আপনার জন্য ভার্সিটি কর্তৃক একটা বিশেষ অনারিয়ামের (সম্মানীভাতা বা পুরস্কার) ব্যবস্থা থাকে। তাছাড়াও বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রী সম্পন্ন করার পর রয়েছে ওই সকল দেশের বিভিন্ন সেক্টরে চাকরির সুযোগ তো থাকছেই। কিছু কিছু ইউনিভার্সিটির পড়ালেখার পাশাপাশি পার্ট টাইম চাকরি করার সুযোগ দিয়ে থাকে। বাহিরের অনেক স্টুডেন্ট আছে যারা নিজস্ব পড়ালেখার খরচ চালিয়েও কিছু অর্থ দেশে পাঠাতে পারে।

Leave a Comment