সকল ফসল ও উদ্ভিদের বৈজ্ঞানিক নাম সমূহ

Photo of author

By Nur Islam

সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা উদ্ভিদবিজ্ঞান নিয়ে পড়ালেখা করছেন এবং নবম দশম শ্রেণি ছাড়াও বিভিন্ন বৈজ্ঞানিক প্রতিযোগিতা, ভর্তি পরীক্ষা এবং চাকরির পরীক্ষার জন্য কিছু কিছু ফসল ও উদ্ভিদের বৈজ্ঞানিক নাম জেনে রাখা প্রয়োজন।

সবথেকে কমন এবং গুরুত্বপূর্ণ 35 টি ফসল বা উদ্ভিদের বৈজ্ঞানিক নাম আমি আপনাদের উদ্দ্যেশে নোট করেছি, তা আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো। আশা করছি, এই বৈজ্ঞানিক নাম গুলো আপনাদের অনেকটা উপকারে আসবে। নিচে ৩৫ টি ফসলের বৈজ্ঞানিক নাম দেয়া হলো:

বাংলা অর্থসহ সকল উদ্ভিদের বৈজ্ঞানিক নাম।

১। ধান- Oryza sativa (অরাইজা স্যাটিভা)
২। গম – Triticum oestrum (ট্রিটিকাম এসটিভাম)
৩। ভূট্টা -Zea mays (জিয়া মে’স)
৪। আম – Mangifera indica (ম্যাঙ্গিফেরা ইন্ডিকা)
৫। কাঁঠাল – Artocarpus integritfalia (আরটোকারপাস ইন্টিগ্রিফোলিয়া )
৬। চা -Camellia thea (ক্যামিলিয়া থিয়া)
৭। কলা – Mana zapientum (মুসা স্যাপিয়েন্টাম)
৮। আপেল- Pyrur molar (পাইরাস ম্যালাস)
৯। আনারস – Anne salis (অ্যানানাস স্যাটাইভা)
১০। আতা- Anonna squamona ( অ্যানোনা স্কোয়ামোজা )
১১। কমলা- Citrus chantian (সাইট্রাস আরানশিয়াম)
১২। বেল- Aegle marmelos (এ্যাগাল মারমেলস)
১৩। নারিকেল-Cocos nucifera (ককোস নিউসিফেরা)
১৪। গোল আলু – Solanumber (সোলানাম টিউবারোসাম)
১৫। পাট (সাদা)–Corchorus capsulariz (করকোরাস ক্যাপসুলারিস)
১৬। আখ – Saccharum officinarum (সেকারাম অফিসিনেরাম)
১৭। তামাক Nicoriana Tabacum (নিকোটিনা টেবাকাম)
১৭। ধুতৱা Datura metal (ডাটুরা মেটাল)
১৯। রসুন-Allium sativum (এলিয়াম স্যাটিভাম)
২০। সরিষা – Brassica Napus (ব্রাজিকা ন্যাপাস)
২১। পিঁয়াজ Allium cepa (অ্যালিয়াম সেপা)
২২। লেবু- Citreus medica (সাইট্রাস মেডিকা)
২৩। খেসারী ডাল– Lashyrus sativus (লেথাইরাস সেটিভাস)
২৪। শাপলা ফুল – Nymphaea nouchali (নিমফিয়া নওচালি )
২৫। সেগুন – Tectona grandis (টেকটোনা গ্রান্ডিস)
২৬। কড়ই গাছ – Albizia procera (অ্যালবিজিয়া প্রসেরা)
২৭। জবা ফুল – Hibiscus rosa sinensis (হিবিসকাস রোজা সাইনেনসিস)
২৮। মটকিলা – Glycosis Arborea (গ্লাইকোসমিস আরবোরিয়া)
৩০। নয়নতারা – Vinca rosea (ভিনকা রোজিয়া)
৩১। রক্ত দ্রোণ Leonurus sibircus লিউনোয়াস সিবিরকাস)
৩২। আদা- Zingiber officinale (জিংজিবার অফিসিন্যাল)
৩৩। গোলাপ- Rasa centifolia (রোজা সেন্টিফোলিয়া)
৩৪। অপরাজিতা- Clitoria ternatia (ক্লাইটোরিয়া টারনেটিয়া)
৩৫। ধনিয়া- Coriandrum sativum (করিয়েনড্রাম সেটাইভাম)

উপরে মাত্র ৩৫ টি ফসলের বৈজ্ঞানিক নাম দেয়া হয়েছে যেগুলো আমি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হবে বলে মনে করছি। কিন্তু আপনাদের সন্ধানে যদি গুরুত্বপূর্ণ কোন তথ্য থেকে থাকে তা আমাদেরকে জানান। আমরা পরবর্তী আপডেটে তা সংযোজন করে নিব। পাঠক বন্ধুদের কাছে একটা অনুরোধ, যদি এখানে কোন অসংতি ও বানানগত কো ভূল ক্রুটি পেয়ে থাকেন; তা ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান রইল। ধন্যবাদ আমাদের সাথেই থাকুন।

Leave a Comment