স্কুল, কলেজ ও মাদ্রাসার বেতন কমানোর জন্য আবেদন পত্র লেখার নিয়ম

Photo of author

By Nur Islam

বেতন কমানোর জন্য আবেদন সঠিকভাবে করতে পারলে অবশ্যই কর্তৃপক্ষ আপনার বেতন কমানোর ব্যাপারে বিবেচনা করবে। পক্ষান্তরে যদি আপনি সঠিকভাবে বেতন কমানোর জন্য আবেদন করতে না পারেন তাহলে কিন্তু আপনার আবেদন গ্রহণযোগ্য হবে না।

বেতন কমানোর জন্য আবেদন পত্র লেখার নিয়ম

নিচে উল্লেখিত বেতন কমানোর জন্য আবেদন পত্র লেখার নিয়ম অনুসরণ করে খুব সহজেই আপনি প্রতিষ্ঠানের বেতন কমানোর আবেদন পত্র লিখতে পারবেন। আবেদনপত্র লেখার ক্ষেত্রে যে সকল বিষয় অন্তর্ভুক্ত করতে হয় সেগুলো নিচের আবেদনপত্রে উল্লেখ করা হয়েছে।

তারিখ: ৮/১০/২০২৪

বরাবর,

অধ্যক্ষ

(আপনার প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা)

বিষয়: বেতন কমানোর জন্য আবেদন

মাননীয় স্যার/ম্যাডাম,

সবিনয় নিবেদন এই যে, আমি আপনার প্রতিষ্ঠানের এর একজন নিয়মিত ছাত্র/ছাত্রী। আমার পিতা সম্প্রতি [কারণ উল্লেখ করুন, যেমন: অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হয়েছেন, চাকরি হারিয়েছেন, চিকিৎসার খরচ ইত্যাদি]। এই কারণে আমাদের পরিবারের আর্থিক অবস্থা বর্তমানে খুবই নাজুক। এমতাবস্থায়, আমার পক্ষে বর্তমান বেতন পরিশোধ করা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। আমি আপনার প্রতিষ্ঠানে অধ্যয়ন চালিয়ে যেতে চাই এটাই আমার ইচ্ছা।

অতএব, আপনার নিকট বিনীত অনুরোধ, আপনি যদি আমার বেতন কিছুটা কমানোর ব্যবস্থা করেন, তাহলে আমি এবং আমার পরিবার খুব উপকৃত হবো। আশা করি বিষয়টি বিবেচনা করে আমাকে পড়ালেখা করার সুযোগ দান করবেন। 

নিবেদক,

আপনার অনুগত ছাত্র/ছাত্রী,

(আপনার নাম)

(শ্রেণি)

(রোল নম্বর)

(বিভাগ)

বেতন কমানোর জন্য আবেদন 

নিচে উল্লেখিত বেতন কমানোর জন্য আবেদন পত্রটি সামান্য পরিবর্তন করে আপনি যে কোন প্রতিষ্ঠানে আবেদন করতে পারবেন। তবে নিচে উল্লেখিত বেতন কমানোর জন্য আবেদন পত্রটি হুবহু কপি করবেন না। হুবহু কপি করে ব্যবহার করা গুড প্র্যাকটিস নয়। আপনি এটি অনুসরণ করে নিজের মতো করে কাস্টমাইজ করে নিয়ে এরপরে ব্যবহার করবেন। 

তারিখ: ৮/১০/২০২৪

বরাবর,

অধ্যক্ষ

(আপনার প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা)

বিষয়: বেতন কমানোর জন্য আবেদন।

মহোদয়,

আমি আপনার প্রতিষ্ঠানের নবম শ্রেণীর একজন নিয়মিত শিক্ষার্থী। অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষায় আমি শতকরা ৮০ নম্বর পেয়েছি। আমি আপনার প্রতিষ্ঠানে অধ্যায়ন করে আরো ভালো করতে চাই। তবে আমার লেখাপড়া করার খরচ বহন করা বেশ কঠিন হয়ে পড়েছে। আমার বাবা পেশায় একজন দিনমজুর তাই তিনি আমার প্রতিষ্ঠানের বেতন দিতে হিমশিম খাচ্ছেন। 

অতএব, জনাবের নিকট সবিনয় নিবেদন এই যে, এমতাবস্থায় আমার দরিদ্র অবস্থা বিবেচনা করে প্রতিষ্ঠানের বেতন কমানোর মাধ্যমে আমাকে পড়ালেখার সুযোগ দানে বাধিত করবেন। 

নিবেদক

আপনার একান্ত অনুগত ছাত্র

নাম: (আপনার নাম ও ঠিকানা)

শ্রেণি: (আপনার শ্রেণী)

বিভাগ: (আপনার বিভাগ)

রোল: (আপনার রোল)

কলেজের বেতন কমানোর জন্য আবেদন

আপনি যদি কলেজের শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে নিম্ন বর্ণিত, কলেজের বেতন কমানোর জন্য আবেদন পত্রটি আপনার জন্য গুরুত্বপূর্ণ। আপনি যদি আপনার প্রতিষ্ঠানে বেতন কমানোর জন্য আবেদন করতে চান, তাহলে নিম্ন বর্ণিত কলেজের বেতন কমানোর জন্য আবেদন পত্রটি যথাযথভাবে অনুসরণ করুন। 

তারিখ: ৮/১০/২০২৪

বরাবর,

অধ্যক্ষ

(আপনার প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা)

বিষয়: কলেজের মাসিক বেতন কমানোর জন্য আবেদন

মাননীয় স্যার/ম্যাডাম,

সবিনয় নিবেদন এই যে, আমি আপনার কলেজের একজন নিয়মিত ছাত্র/ছাত্রী। গতবার্ষিক পরীক্ষায় শতকরা ৭৫ নাম্বার পেয়ে পাস করেছি। তবে, আমার পরিবারের সাম্প্রতিক আর্থিক সমস্যার কারণে আমার বর্তমান বেতন পরিশোধ করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। হঠাৎ করে গত মাসে আমার বাবার চাকুরী চলে যায় তাই আর্থিক সমস্যার কারণে আপনার প্রতিষ্ঠানের সম্পূর্ণ বেতন পরিশোধ করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না।  

অতএব, জনাবের নিকট আমার সবিনয় নিবেদন এই যে, আমার পরিবারের আর্থিক অবস্থার কথা বিবেচনা করে আংশিক বেতন করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আশা করি, আংশিক বেতন মওকুফ করে আমার পড়ালেখার পথ সুগম করবেন। 

নিবেদক

আপনার একান্ত অনুগত ছাত্র

নাম: (আপনার নাম)

শ্রেণি: (আপনার শ্রেণী)

বিভাগ: (আপনার বিভাগ)

রোল: (আপনার রোল)

স্কুলের বেতন কমানোর জন্য আবেদন

আর্টিকেলটির এই অংশে স্কুলের বেতন কমানোর জন্য আবেদন পত্র লেখার নিয়ম উল্লেখ করা হবে।নিম্ন বর্ণিত আবেদন পত্রটি অনুসরণ করে আপনি যে কোন স্কুলের বেতন কমানোর জন্য আবেদন করতে পারবেন। 

তারিখ: ৮/১০/২০২৪

বরাবর,

অধ্যক্ষ

(আপনার প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা)

বিষয়: স্কুলের মাসিক বেতন কমানোর জন্য আবেদন

মাননীয় স্যার/ম্যাডাম,

সবিনয় নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের (আপনার শ্রেণী) শ্রেণির একজন নিয়মিত শিক্ষার্থী। সম্প্রতি আমার বাবার ব্যবসায়ে লোকেশন হওয়ার কারণে আমাদের পরিবার আর্থিক সমস্যার সম্মুখীন হয়েছে। এই পরিস্থিতিতে, আমার পক্ষে বর্তমানে বিদ্যালয়ের পূর্ণ বেতন পরিশোধ করা কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে।

অতএব, আপনি যদি আমার বেতন কিছুটা কমানোর সদয় ব্যবস্থা গ্রহণ করেন, তাহলে আমি অত্যন্ত উপকৃত হবো এবং আমার পড়াশোনা অব্যাহত রাখতে পারব। আমার বেতন কমিয়ে পড়ালেখার সুযোগ দানে বাধিত করবেন। 

নিবেদক

আপনার একান্ত অনুগত ছাত্র

নাম: (আপনার নাম)

শ্রেণি: (আপনার শ্রেণী)

বিভাগ: (আপনার বিভাগ)

রোল: (আপনার রোল)

মাদ্রাসার বেতন কমানোর জন্য আবেদন

আপনি যদি একজন মাদ্রাসার শিক্ষার্থী হয়ে থাকেন এবং আপনার প্রতিষ্ঠানের বেতন কমানোর জন্য দরখাস্ত লিখতে চান সেক্ষেত্রে নিম্ন বর্ণিত, মাদ্রাসার বেতন কমানোর জন্য আবেদন পত্র অনুসরণ করে আবেদন করতে পারেন। 

তারিখ: ৮/১০/২০২৪

বরাবর,

মুহতামিম

(মাদ্রাসার নাম ও ঠিকানা)

বিষয়: মাদ্রাসার মাসিক বেতন কমানোর জন্য আবেদন

মাননীয় মুহতামিম সাহেব,

সবিনয় নিবেদন এই যে, আমি আপনার মাদ্রাসার একজন নিয়মিত তালিবে ইলম। আমার পরিবার বর্তমানে আর্থিক সমস্যার সম্মুখীন হয়েছে। হঠাৎ আমার পিতা অসুস্থ হয়ে পড়ায় আমরা ব্যাপক আর্থিক সমস্যায় দিনাতিপাত করছি। এই কারণে আমাদের পরিবারের আয় কমে গেছে, যার ফলে মাদ্রাসার বেতন পরিশোধ করা আমার জন্য অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে।

অতএব, এমতাবস্থায়, আপনার নিকট বিনীত অনুরোধ, আপনি যদি মাদ্রাসার বেতন কিছুটা কমানোর ব্যবস্থা করেন, তাহলে আমার পড়াশোনা চালিয়ে যেতে সুবিধা হবে। মাদ্রাসার বেতন কমাতে জনাবের মর্জি হয়।

নিবেদক

আপনার একান্ত অনুগত ছাত্র

নাম: (আপনার নাম)

শ্রেণি: (আপনার শ্রেণী)

বিভাগ: (আপনার বিভাগ)

রোল: (আপনার রোল)

Leave a Comment