শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র লেখার নিয়ম

স্কুল কলেজ এবং মাদ্রাসার প্রত্যয়ন পত্র লেখার নিয়ম এবং নমুনা কপি নিচে তুলে ধরা হয়েছে। নিম্ন বর্ণিত, শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র লেখার নিয়ম অনুসরণ করে খুব সহজেই আপনি যেকোনো ধরনের প্রত্যয়ন পত্র লিখতে পারবেন। যাই হোক চলুন দেখে নেয়া যাক, বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়ন পত্র।

শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র লেখার নিয়ম

শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র লেখার নির্দিষ্ট নিয়ম রয়েছে। আপনি যদি প্রত্যয়ন ইস্যু করতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সঠিক নিয়মে প্রত্যয়ন পত্র লিখতে হবে। প্রত্যয়ন পত্রে অবশ্যই প্রত্যয়ন প্রত্যাশী ব্যক্তির সম্পূর্ণ ঠিকানা থাকতে হবে।

প্রত্যয়ন প্রত্যাশী ব্যক্তি সম্পর্কে প্রত্যায়নকারী ব্যক্তির ইতিবাচক মূল্যায়ন থাকতে হবে। এবং সবশেষে প্রত্যয়নকারীর নাম এবং পদবী উল্লেখ করতে হবে। নিচে শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র লেখার নিয়ম যথাযথভাবে অনুসরণ করে একটি নমুনা প্রত্যয়ন পত্র তুলে ধরা হয়েছে, সেটি অনুসরণ করে সঠিক নিয়মে প্রত্যয়ন পত্র লিখতে পারেন।

প্রত্যয়ন পত্র

এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে, ………………., পিতা: ………………. মাতা: ………………., গ্রাম/মহল্লা: ………………., ডাকঘর: ………………., থানা: ………………., উপজেলা: ………………., জেলা: ………………., অত্র বিদ্যালয়ের ………………., শ্রেণীর একজন ছাত্র/ছাত্রী। সে ………………. সালে অত্র প্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে এবং সফলতার সাথে কৃতকার্য হয়। সে বিদ্যালয়ে অধ্যায়নরত থাকাকালীন সময়ে বিদ্যালয়ের সব ধরনের নিয়মকানুন সর্বাত্মকভাবে পালন করেছে। এবং কোন ধরনের কোন নিয়ম কানুনের ব্যথায় ঘটায় নি। আমার জানামতে, তার স্বভাব ও চরিত্র অনেক ভালো। ভর্তি ফরমের তথ্য অনুসারে তার জন্ম তারিখ ………………. ।

বিদ্যালয়ে অধ্যায়নরত অবস্থায় যেহেতু সে কোন ধরনের অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত হয়নি তাই আমি তার উজ্জ্বল ভবিষ্যৎ এবং সার্বিক সফলতা কামনা করছি।

তারিখ: …………………..

স্বাক্ষর

মো: …………………..

প্রধান শিক্ষক …………………..

(সিল)

শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়ন পত্র

বিভিন্ন প্রয়োজনে শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়ন পত্র প্রয়োজন হয়। নিচে শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়ন পত্র তুলে ধরা হলো। নিম্ন বর্ণিত, প্রথম পত্রটি অনুসরণ করে খুব সহজেই আপনি যেকোন শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়ন পত্র হিসেবে ব্যবহার করতে পারবেন।

প্রত্যয়ন পত্র

এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে, ………………., পিতা: ………………. মাতা: ………………., গ্রাম/মহল্লা: ………………., ডাকঘর: ………………., থানা: ………………., উপজেলা: ………………., জেলা: ………………., অত্র বিদ্যালয়ের ………………., শ্রেণীর একজন ছাত্র/ছাত্রী। সে ………………. সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে এবং সফলতার সাথে উত্তীর্ণ হয়। সে বিদ্যালয়ে অধ্যায়নকালীন সময়ে বিদ্যালয়ের সব ধরনের নিয়ম কানুন সর্বদা মেনে চলেছে। আমার জানামতে, তার স্বভাব ও চরিত্র ভালো। ভর্তি ফরমের তথ্য বর্ণনা অনুযায়ী তার জন্ম তারিখ ………………. ।

বিদ্যালয়ে অধ্যায়নরত অবস্থায় সে কোন ধরনের দৃষ্টি কটু কাজে জড়িত ছিল না। আমি তার উজ্জ্বল ভবিষ্যৎ এবং সর্বাঙ্গীণ সফলতা কামনা করছি।

তারিখ: …………………..

স্বাক্ষর

মো: আজিজুল ইসলাম,

প্রধান শিক্ষক, কাশিপুরউচ্চবিদ্যালয়, পাঁচবাড়ী, দিনাজপুর।

(সিল)

শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়ন পত্র pdf

আপনি যদি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রত্যয়ন পত্র pdf আকারে ডাউনলোড করে নিতে চান, তাহলে নিম্ন বর্ণিত শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়ন পত্র pdf ফাইলটি ডাউনলোড করে নিতে পারেন। পিডিএফ ফাইলটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়ন পত্রের জন্য আবেদন

শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়ন পত্র প্রাপ্তির জন্য আবেদন করতে হয়। সঠিকভাবে যদি আপনি প্রত্যয়ন পত্রের জন্য আবেদন করেন, তাহলে প্রতিষ্ঠান প্রধান বিষয়টি বিবেচনা করবেন এবং আপনি খুব সহজেই প্রত্যয়ন পত্র পেয়ে যাবেন। নিচে শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়ন পত্রের জন্য আবেদন করার নমুনা কপি তুলে ধরা হলো।

তারিখ: ২৯/ ১১/ ২০২৪

বরাবর,

প্রধান শিক্ষক

বরাইপুর উচ্চবিদ্যালয়

সদর, দিনাজপুর।

বিষয়: প্রত্যয়ন পত্রের জন্য আবেদন।

জনাব,

সবিনয়ে বিনীত নিবেদন এই যে, আমি আপনার প্রতিষ্ঠানে দীর্ঘ পাঁচ বছর অধ্যায়ন করেছি। এবং গত ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছি। এখন আমি কলেজে ভর্তি হতে চাচ্ছি, তাই আমার প্রত্যয়ন পত্রের প্রয়োজন।

অতএব, আশা করি আপনি আমাকে একটি প্রত্যয়ন পত্র প্রদান করবেন। উক্ত প্রত্যয়ন পত্র দানে জনাবের মর্জি হয়।

বিনীত নিবেদক,

মো: শরিফুল ইসলাম

শ্রেণী: প্রাক্তন শিক্ষার্থী

রোল নাম্বার:

খানপুর উচ্চবিদ্যালয়, খানপুর, সদর, দিনাজপুর।

শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়ন পত্র কলেজ

ইতোমধ্যেই উপরে স্কুলের প্রত্যয়ন পত্র লেখার নিয়ম তুলে ধরা হয়েছে। আর্টিকেলটির এই অংশে কলেজের প্রত্যয়ন পত্র লেখার নিয়ম তুলে ধরা হয়েছে। নিম্ন বর্ণিত প্রত্যয়ন পত্রটি সামান্য পরিবর্তন করে যে কোন কলেজের প্রত্যয়ন পত্র হিসেবে ব্যবহার করতে পারবেন।

প্রত্যয়ন পত্র

এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে, ………………., পিতা: ………………. মাতা: ………………., গ্রাম/মহল্লা: ………………., ডাকঘর: ………………., থানা: ………………., উপজেলা: ………………., জেলা: ………………., অত্র কলেজের ………………., শ্রেণীর একজন ছাত্র/ছাত্রী। সে ………………. সালে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে এবং জিপিএ ফাইভ লাভ করে। সে বিদ্যালয়ে অধ্যায়নকালীন সময়ে কলেজের সকল নিয়ম কানুন সঠিকভাবে পালন করেছে। আমার জানামতে, তার স্বভাব ও চরিত্র খুবই ভালো। ভর্তি ফরমের তথ্য বর্ণনা অনুযায়ী তার জন্ম তারিখ ………………. ।

বিদ্যালয়ে অধ্যায়নরত অবস্থায় সে কোন ধরনের অসামাজিক এবং অপরাধমূলক কাজে জড়িত ছিল না। আমি তার উজ্জ্বল ভবিষ্যৎ এবং সর্বাঙ্গীণ সফলতা কামনা করছি।

তারিখ: …………………..

স্বাক্ষর

মো: আরাফাত রহমান,

প্রিন্সিপাল, কাশিপুর কলেজ, পাঁচবাড়ী, দিনাজপুর।

(সিল)

শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়ন পত্র ইংরেজি

আপনি যদি ইংরেজিতে শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়ন পত্র ইস্যু করতে চান সেক্ষেত্রে নিম্ন বর্ণিত ইংরেজি প্রত্যয়ন পত্রটি অনুসরণ করতে পারেন। নিচে সম্পূর্ণ ইংরেজিতে শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়ন পত্র তুলে ধরা হয়েছে।

This is to certify that ………………., son of ………………., daughter of ………………., residing at Village/Area: ………………., Post Office: ………………., Police Station: ………………., Sub-district: ………………., District: ………………., is a student of Class ………………. at this school. He/She participated in the SSC examination in the year ………………. and successfully passed. During his/her time at the school, he/she consistently followed all school rules and regulations. To the best of my knowledge, his/her conduct and character are good. According to the information provided in the admission form, his/her date of birth is ………………. .

While enrolled in the school, he/she was not involved in any inappropriate activities. I wish him/her a bright future and all-round success.

Date: ……………….

Signature
Md. Azizul Islam
Head Teacher
Kashipur High School, Panchbari, Dinajpur.
(Seal)

মাদ্রাসার প্রত্যয়ন পত্র লেখার নিয়ম

উপরে স্কুলের প্রত্যয়ন পত্র লেখার নিয়ম তুলে ধরা হয়েছে। আর্টিকেলটির এই অংশে মাদ্রাসার প্রত্যয়ন পত্র লেখার নিয়ম তুলে ধরা হবে। আপনি যদি মাদ্রাসা থেকে প্রত্যয়ন পত্র ইস্যু করতে চান সেক্ষেত্রে নিম্ন বর্ণিতা প্রত্যয়ন পত্রটি অনুসরণ করতে পারেন।

প্রত্যয়ন পত্র

এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে, ………………., পিতা: ………………. মাতা: ………………., গ্রাম/মহল্লা: ………………., ডাকঘর: ………………., থানা: ………………., উপজেলা: ………………., জেলা: ………………., অত্র মাদ্রাসার ………………., শ্রেণীর একজন ছাত্র/ছাত্রী। সে ………………. সালে দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করে এবং জিপিএ ৪.৫০ লাভ করে। সে মাদ্রাসায় অধ্যায়নরত অবস্থায় প্রতিষ্ঠানের সকল নিয়ম কানুন সঠিকভাবে পালন করবে। আমার জানামতে, তার স্বভাব ও চরিত্র ভালো। ভর্তি ফরমের তথ্য বর্ণনা অনুযায়ী তার জন্ম তারিখ ………………. ।

মাদ্রাসায় অধ্যায়ন করার সময় সে কোন ধরনের অনৈতিক এবং অপরাধমূলক কাজের সাথে জড়িত হয়নি। আমি তার উজ্জ্বল ভবিষ্যৎ এবং সর্বাঙ্গীণ সফলতা কামনা করছি।

তারিখ: …………………..

স্বাক্ষর

মো: আরিফুল ইসলাম,

সুপারিনটেনডেন্ট, কাশিপুর মাদ্রাসা, পাঁচবাড়ী, দিনাজপুর।

(সিল)

Leave a Comment