ssc পাশে তুলা উন্নয়ন বোর্ড নিয়োগ 2023| apply cdb job circular 2023

Photo of author

By Nur Islam

তুলা উন্নয়ন বোর্ড (সিডিবি)'র নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩।

তুলা উন্নয়ন বোর্ড (সিডিবি)’র অধীনে সরকারি আদেশ অনুযায়ী প্রচলিত বেতন স্কেল ও ভাতাদিতে রাজস্বখাতভুক্ত স্থায়ী নিম্নবর্ণিত পদসমূহে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগ ও প্যানেল সংরক্ষণের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের (রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি পার্বত্য জেলা ব্যতিত) নিকট হতে অনলাইনে (http://cdb.teletalk.com.bd) ওয়েবসাইটে নিম্নোক্ত শর্ত সাপেক্ষে আবেদন আহবান করা যাচ্ছে। অনলাইন ব্যতিত সরাসরি বা ডাকযোগে কোন আবেদন গ্রহণযোগ্য নয়। তুলা উন্নয়ন বোর্ড (সিডিবি)’র নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩।

ssc পাশে তুলা উন্নয়ন বোর্ড নিয়োগ 2023
ক্রমিক নং পদের নাম, বেতন স্কেল ও গ্রেড পদসংখ্যা শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না
১.উচ্চমান সহকারী, ১০২০০ -২৪৬০০/- ( গ্রেড-১৪) ৪টি(ক) স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনূন্য দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ তে স্নাতক বা সম্মানের ডিগ্রী। (খ) কম্পিউটার ব্যবহারের দক্ষতা (গ) কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হইবে। (ঘ) কম্পিউটারের মুদ্রাক্ষরের গতি ইংরেজিতে প্রতি মিনিটে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ হইতে হবে।রাজবাড়ী,শেরপুর,পঞ্চগড় , নড়াইল, সাতক্ষীরা, ঝালকাঠি ও পিরোজপুর জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন নাহ । তবে সকল জেলার শারীরিক প্রতিবন্ধী ও এতিম প্রার্থীগণ আবেদন করতে পারবেন। (রাঙ্গামাটি বান্দরবান ও খাগড়াছড়ি পার্বত্য জেলা ব্যতীত)
২. সাঁট মুদ্রাক্ষরিক, কম্পিউটার অপারেটর ১০২০০-২৪৬৮০/- (গ্রেড-১৪)২ (দুই) টি(ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি; (খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা; (গ) কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকিতে হইবে; (ঘ) সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ শব্দ এবং বাংলায় ৪৫ শব্দ; এবং (ঙ) কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ ও বংলায় ২৫ শব্দ।রাজবাড়ী,শেরপুর,পঞ্চগড় , নড়াইল, সাতক্ষীরা, ঝালকাঠি ও পিরোজপুর জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন নাহ । তবে সকল জেলার শারীরিক প্রতিবন্ধী ও এতিম প্রার্থীগণ আবেদন করতে পারবেন। (রাঙ্গামাটি বান্দরবান ও খাগড়াছড়ি পার্বত্য জেলা ব্যতীত)
৩.অডিও ভিজ্যুয়াল সহকারী ৯৭০০-২৩৪৯০/- (গ্রেড-১৫)১ (এক) টিকোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ সরকার কর্তৃক স্বীকৃত কোনো কারিগরি প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোর্স উত্তীর্ণ।রাজবাড়ী,শেরপুর,পঞ্চগড় , নড়াইল, সাতক্ষীরা, ঝালকাঠি ও পিরোজপুর জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন নাহ । তবে সকল জেলার শারীরিক প্রতিবন্ধী ও এতিম প্রার্থীগণ আবেদন করতে পারবেন। (রাঙ্গামাটি বান্দরবান ও খাগড়াছড়ি পার্বত্য জেলা ব্যতীত)
৪. ট্রাক চালক, ৯৭০০-২৩৪৯০/- (গ্রেড-১৫)৩ (তিন) টি(ক) কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; (খ) ড্রাইভিং লাইসেন্স: ভারী গাড়ি চালনায় বৈধ ভারী। ড্রাইভিং লাইসেন্স; এবং (গ) অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাইবেন।
৫. ট্রাক/ট্রাক্টর চালক ৯৭০০-২৩৪৯০/- (গ্রেড-১৫)৩ (তিন) টি(ক) কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; (খ) ড্রাইভিং লাইসেন্স: ভারী গাড়ি চালনায় বৈধ ভারী ড্রাইভিং লাইসেন্স; এবং (গ) অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাইবেন।
৬. গাড়ি চালক, ৯৩০০-২২৪৯০/- | (গ্রেড-১৬)৪ (চার) টি(ক) কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; (খ) ড্রাইভিং লাইসেন্স: হালকা গাড়ি চালনায় বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স; এবং (গ) অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাইবেন।
৭. অফিস সহকারী কাম- কম্পিউটার মুদ্রাক্ষরিক ৯৩০০-২২৪৯০/- ৭ (সাত) টি(ক) কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা | সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;
(তুলা উন্নয়ন বোর্ড ) সিডিবি চাকরির জন্য আবেদন পত্র ২০২৩।

CDB Job Circular Latest Job News 2023

ক্রমিক নং পদের নাম, বেতন স্কেল ও গ্রেড পদসংখ্যা শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না
(গ্রেড-১৬)(খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা; (গ) কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকিতে হইবে; এবং (ঘ) কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ ও বংলায় ২০ শব্দ।x
৮. হিসাব সহকারী ,৯৩০০-২২৪৯০/-,
(গ্রেড-১৬)
২ (দুই) টি(ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি |
(খ) কম্পিউটার চালনায় দক্ষতা থাকিতে হইবে; এবং (গ) কম্পিউটারে Word Processing সহ কম্পিউটার চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকিতে হইবে |
x

৯.
ক্যাশিয়ার, ৯৩০০-২২৪৯০/-,
(গ্রেড-১৬)
৩ (তিন) টি(ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি;
(খ) কম্পিউটার চালনায় দক্ষতা থাকিতে হইবে; এবং (গ) কম্পিউটারে Word Processing সহ কম্পিউটার চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকিতে হইবে।
x
১০. জিন মেকানিক/অপারেটর ৯৩০০-২২৪৯০/- (গ্রেড-১৬) ৩ (তিন) টিকোনো স্বীকৃত বোর্ড হইতে অন্যূন মাধ্যমিক সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ স্বীকৃত কোনো কারিগরি প্রতিষ্ঠান হইতে যান্ত্রিক বা বৈদ্যুতিক ট্রেড কোর্স উত্তীর্ণ।x
১১. স্টোর কিপার-কাম-ক্যাশিয়ার | ৯৩০০-২২৪৯০/- (গ্রেড-১৬) ৪ (চার) টি(ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে | স্নাতক ডিগ্রি;
(খ) কম্পিউটার চালনায় দক্ষতা থাকিতে হইবে; এবং
(গ) কম্পিউটারে Word Processing সহ কম্পিউটার চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকিতে হইবে।
x
১২. জীপ/পিকআপ চালক | ৯৩০০-২২৪৯০/- | (গ্রেড-১৬)৫ (পাঁচ) টি(ক) কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; (খ) ড্রাইভিং লাইসেন্স: হালকা গাড়ি চালনায় বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স; এবং (গ) অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাইবেন।x
১৩. অফিস সহায়ক | ৮২৫০-২০০১০/- (গ্রেড-২০)২৩ (তেইশ) টিকোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। নামাদারীপুর, জামালপুর, সিরাজগঞ্জ, ঠাকুরগাঁও, ঝিনাইদহ, মাগুরা, বাগেরহাট, সাতক্ষীরা ও বরগুনা। তবে সকল জেলার শারীরিক প্রতিবন্ধী ও এতিম প্রার্থীগণ আবেদন করতে পারবেন (রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি পার্বত্য জেলা ব্যতিত)।

তুলা উন্নয়ন বোর্ড (সিডিবি)’র নিয়োগের শর্তাবলীঃ

  • ১. আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
  • ২. তুলা উন্নয়ন বোর্ড (সিডিবি)’র প্রার্থীর বয়সসীমা ০১-০৮-২০২৩ তারিখে ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স ১৮-৩২ বছর হতে হবে। উচ্চমান সহকারী, সাঁট মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর ও অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের ক্ষেত্রে বিভাগীয় (তুলা উন্নয়ন বোর্ডে কর্মরত) প্রার্থীদের বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিড গ্রহণযোগ্য নয়। Government Latest Job News 2023.
  • ৩. সরকারী, আধা সরকারী ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে চাকুরিরত প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে আবেদন করতে হবে। Today Job news and update 2023.

৪। প্রার্থীদের প্রাথমিকভাবে কোন কাগজপত্র প্রেরণ করতে হবে না। শুধুমাত্র লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় সকল সনদ/অনাপত্তিপত্র/ Applicant’s Copy/কাগজপত্রাদির মূল কপি প্রদর্শনপূর্বক প্রতিটির সত্যায়িত ফটোকপি ০১ (এক) সেট দাখিল করতে হবে। দাখিল/উপস্থাপনযোগ্য কাগজপত্রের তালিকা নিম্নরূপ :

  • ক) সকল শিক্ষাগত যোগ্যতার মূল/সাময়িক সনদপত্র।
  • খ) সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র।
  • গ) জাতীয় পরিচয়পত্র।
  • ঘ) ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র।
  • ঙ) লিখিত পরীক্ষার প্রবেশপত্রের কপি।
  • চ) চাকুরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্র।
  • ছ) সরকার নির্ধারিত বিশেষ কোটার চাকুরী প্রার্থীকে ঐ কোটায় চাকুরীর যোগ্যতা সংক্রান্ত সরকারের সর্বশেষ নির্দেশনা মোতাবেক উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদের মূল কপি
  • জ) বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা/পুত্র-কন্যার পুত্র/কন্যা হিসেবে চাকরি প্রার্থীকে নিম্নবর্ণিত ছক পূরণ করে মৌখিক পরীক্ষার সময় দাখিল করতে হবে
  • ঝ) বীর মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা/শহিদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার পুত্র/কন্যা হলে আবেদনকারী যে বীর মুক্তিযোদ্ধা/শহিদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার পুত্র/কন্যা এই মর্মে সম্পর্ক উল্লেখপূর্বক সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা পৌরসভার মেয়র/কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদপত্র/প্রত্যয়নপত্র।
  • (ঞ) ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসকের নিকট হতে প্রাপ্ত সনদ থাকতে হবে। জেলা প্রশাসন ব্যতিত অন্য কোন কর্মকর্তা কর্তৃক প্রদত্ত সনদ গ্রহণ করা হবে না।
  • (ট) প্রতিবন্ধী প্রার্থীদের সমাজসেবা অধিদপ্তরের অধীন জেলা পর্যায়ের অফিসের উপ-পরিচালক/সমমার্যাদা সম্পন্ন/দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্মকর্তা কর্তৃক স্বাক্ষরিত প্রতিবন্ধী সনদপত্র।
  • (ঠ) এতিম প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র।
  • (ড) আনসার ও গ্রাম প্রতিরক্ষার বাহিনীর সদস্যদের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র। এ কোটা নির্ধারণের ক্ষেত্রে ২১ দিনের প্রশিক্ষণ সনদ যা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সার্বিক কর্মকান্ড সম্পর্কে সম্যক ধারণা দেয় সেটিকে মৌলিক প্রশিক্ষণ হিসেবে কোটা প্রাপ্তির জন্য বিবেচনা করা হবে।

৫। লিখিত, ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন টিএ/ডিএ প্রদান করা হবে না।

৬। তুলা উন্নয়ন বোর্ড কোনো কারণ দর্শানো ব্যতিরেকে এ নিয়োগ বিজ্ঞপ্তি বা সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া সংশোধন/বাতিলের ক্ষমতা সংরক্ষণ করে। সিডিবি চাকরির জন্য প্রস্তুতি ২০২৩.

৭। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী:

ক. CDB latest job circular পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি http://cdb.teletalk.com.bd এই ওয়েব সাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরুপ:

  • i) Online এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষায় ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ২৮-০৮-২০২৩ খ্রি. সকাল ১০.০০ টা।
    ii) Online এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ২৭-০৯-২০২৩ খ্রি. বিকাল ৫.০০ টা। উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণকে online এ আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে Teletalk pre- paid mobile এ SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে।

খ. Online এ আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৮০ pixel) ও রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ 300 pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন।
গ. Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।

Leave a Comment