Auto Electricity & Electronic (67171) Exam Super Suggestion 2023

Photo of author

By Nur Islam

সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা! কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। হ্যাঁ ,আমরা জানি যে আগামী ৬/৮/২০২৩ তারিখ তোমাদের পাওয়ার টেকনোলজির সপ্তম পর্বের “অটো ইলেকট্রিসিটি এন্ড ইলেকট্রনিক্স” নামক বিষয়টির পরীক্ষা চলবে । তো শিক্ষার্থীরা, তোমাদের উদ্দেশ্যে আমাদের শিক্ষকগণ কিছু সাজেশন তৈরি করার প্রস্তুতি নিয়েছে । আশা করছি , এ সাজেশন থেকে তোমরা ৮০% প্লাস কমন পাবে ।

“অটো ইলেকট্রিসিটি এন্ড ইলেকট্রনিক্স বিষয়ের” এই সুপার সাজেশন টি তৈরি করেছি, যাতে তোমাদের এই বিষয়টি পরীক্ষা দিতে আরো অনেকটা সহজ হয় । অবশ্যই তোমরা প্রত্যেকটি বিষয়ে ভালোভাবে পয়েন্ট আউট করবে এবং বুঝার চেষ্টা করবে । আমরা আমাদের দীর্ঘ শিক্ষকতার অভিজ্ঞতা থেকে এই প্রশ্নগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ মনে করেছি বিদায়, এ প্রশ্নগুলো তোমাদের সাথে শেয়ার করার প্রয়োজন বোধ করছি। তো চলো সাজেশনটি শুরু করা যাক…

সাজেশন তৈরি করেছেন: ড: ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম।
প্রাক্তন অধ্যক্ষ (বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট)
প্রাক্তন ইন্সট্রাক্টর (পাওয়ার)
প্রদান পরীক্ষক নিয়ন্ত্রক (বাকাশিবো )
প্রশ্ন প্রণেতা নিয়ন্ত্রক সহকারী (বাকাশিবো )

গুরুত্বপূর্ণ কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

  • ব্যাটারির এম্পিয়ার পাওয়ার রেটিং কি? = ব্যাটারি ডিসচার্জ এর ঘন্টার সংখ্যা x এম্পিয়ার হিসেবে x রেট অফ ডিসচার্জ।
  • ইলেকট্রোলাইট কাকে বলে? = সালফিউরিক এসিড এবং পতিত পানির মিশ্রণ কে ইলেকট্রোলাইট বলে।
  • Cell বা কোষ কাকে বলে? = যে পাত্রের ভিতর রাসায়নিক দ্রব্য সঞ্চয় থাকার ফলে ভিতরে এক প্রকার ইলেক্টোমোটিভ ফোর্সের সৃষ্টি হয় তাকে কোষ বলে। সেল একটি একক ইউনিট যার রাসায়নিক শক্তিকে ডিসি বিদ্যুৎ-শক্তিকে রূপান্তরিত করে।
  • হাইড্রোমিটার কাকে বলে? = ব্যাটারি ইলেকট্রোলাইটের আপেক্ষিক গুরুত্ব পরিমাপক যন্ত্র কে হাইড্রোমিটার বলে।  হাইড্রোমিটারের সাহায্যে ব্যাটারির প্রতিষ্ঠানের আপেক্ষিক গুরুত্ব পরিমাপ করার প্রক্রিয়াকে হাইড্রোমিটার টেস্ট বলা হয়।
  • ইগনিশন সিস্টেম কাকে বলে ?= যে পদ্ধতিতে কম্বাশন চেম্বারে সংকুচিত বাতাস ও জ্বালানির মিশ্রণ ইলেকট্রিক স্পার্ক ঘটিয়ে প্রজ্জ্বলন করা হয় তাকে ইগনিশন সিস্টেম বলে। *ডিস্ট্রিবিউশন এবং ইগনিশন পদ্ধতির সকল উপাংশ সঠিকভাবে এডজাস্ট করে যথাসময়ে সিলিন্ডারে স্পার্ক ঘটনাকে ইগনিশন টাইমিং বলে
  • Waste Spark কাকে বলে? = ডিস্ট্রিবিউটর বিহীন ইগনিশন পদ্ধতিতে একসঙ্গে দুটি সিলিন্ডারে স্পার্ক ঘটায় এদের একটিতে কম্প্রেশন স্ট্রোক শেষে এবং অপরটিতে একজাস্ট স্ট্রোক শেষে পিস্টন TDC -তে ওঠে।  একজন স্টক বিশিষ্ট সিলিন্ডারে স্পার্ক কোন কাজে লাগে না বলে একে waste spark বলে।
  • তাপ অপসারণ অনুযায়ী স্পার্ক প্লাগ কত প্রকার ? = তাপ অপসারণ অনুযায়ী স্পার্ক প্লাগ সাধারণত দুই প্রকার: ১) হট স্পার্ক প্লাগ২) কোল্ড স্পার্ক প্লাগ 
  • স্টাডিং মোটরের কাজ কি? = স্টার্টিং মোটর এর মূল কাজ হল ইঞ্জিনের ফ্লাই হুইল তথা ক্র্যাংকশ্যাফটকে স্বয়ংক্রিয়ভাবে ঘুড়িয়ে ইঞ্জিন চালু করা।
  • সলিনয়েড সুইচ এর কাজ কি? = সলিনয়েড সুইচ বিশেষ ধরনের ম্যাগনেটিক সুইচ যা স্টাডিং মোটরের চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম এটি যান্ত্রিক ও বৈদ্যুতিক উপায়ে শিফট লিডার এবং আর্মেচার সংযুক্ত ড্রাইভ পিনিয়ন কে পরিচালনা করে।
  • অ্যাকচুয়েটর কি? = অ্যাকচুয়েটর এমন একটি মেকানিক্যাল ডিভাইস যা বাতাস, ইলেক্ট্রিসিটি, বা লিকুইড থেকে শক্তি গ্রহণ করে গতিতে রূপান্তরিত করে।  অ্যাকচুয়েটরের মাধ্যমে রৈখিক, রোটারি বা স্পন্দমান গতি পাওয়া যায়।
  • কাট আউট রিলে বলে? = ভোল্টেজ এবং কারেন্ট রেগুলেটর একত্র ইউনিটের “কাট আউট রিলে” বলে.
  • রেগুলেটর কাকে বলে? =  রেগুলেটর মূলত একটি ইলেক্ট্রোম্যাগনেটিক সুইচ যা অল্টারনেটরের আউটপুট ভোল্টেজ ও কারেন্ট নিয়ন্ত্রণ করে।
  • হিটসিঙ্ক কাকে বলে?= হিটসিঙ্ক অল্টারনেটরের বডি ছিদ্র করে প্রেস ফিট  এর মাধ্যমে সংযুক্ত করা হয়। সেমিকন্ডাক্টর ডায়োড গুলো সহ অর্ডার নেটওয়ার্ক ঠান্ডা রাখার জন্য হিটসিঙ্ক ব্যবহৃত হয়।
  • Cable কালার কোড কাকে বলে?= যানবাহনে ব্যবহৃত বিভিন্ন সার্কিটে কেবল চিহ্নিত করার জন্য, কেবল ইন্সুলেশন এর উপর যে রং করা হয় তাকে কেবল কালার কোড বলে.
  • ফিউজ কাকে বলে? =  ফিউজ একটি বিদ্যুৎ পরিবাহী উপাদান যার ভিতর দিয়ে অতিরিক্ত কারন প্রবাহিত হলে নিজে পুড়ে সার্কিট এবং বৈদ্যুতিক লোড রক্ষা করে। ফ্ল্যাশার: ফ্ল্যাশার এক ধরনের অটোমেটিক সুইচ যার সাহায্যে সিগন্যাল লাইট অনবরত অন অফ  হয় .
  • ফ্ল্যাশার কাকে বলে?= ফ্ল্যাশার এক ধরনের অটোমেটিক সুইচ যার সাহায্যে সিগন্যাল লাইট অনবরত অন অফ  হয়।
  • Horn circuit রিলের কাজ কি? = Horn circuit রিলের কাজ হল ব্যাটারি এবং হর্নের মধ্যে সরাসরি সংযোগ রক্ষা করা এবং প্রয়োজনীয় কারেন্ট হর্ন -এ  সরবরাহ করা।
  • ইন্টারভেল টাইমার কি? = ইন্টারভেল টাইমার একটি টাইমার ডিভাইস যার নির্দিষ্ট সময় পরপর থেমে থেমে মোটরযান waiper কে চালনা করতে থাকে। 
  • (DLI )ডিএলআই ইগনিশন উপাদানগুলো গুলো কি কি ? = (DLI) ডিএলআই ইগনিশন উপাদানগুলো গুলো হল: যথা—(ক) ক্যামশ্যাফট সেন্সর (Camshaft sensor)। (খ) ক্র্যাংকশ্যাফট সেন্সর (Crankshaft sensor)। (গ) ইগনিশন মডিউল (Ignition module)। (ঘ) কন্ট্রোল লজিক (Control logic)। (ঙ) ইগনিশন কয়েল প্যাক (Ignition coil pack)। (চ) ট্রানজিস্টর (Transistor)। (ছ) স্পার্ক প্লাগ (Spark plug)।

সংক্ষিপ্ত প্রশ্ন ও রচনা মূলক প্রশ্ন নিয়ে দ্বিতীয় পর্ব খুব শীঘ্রই আসছে

Leave a Comment