ইসলামিক সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর ১০০+
বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা বিশেষ করে মাদ্রাসার কিংবা ইসলামী প্রতিষ্ঠানগুলোর চাকরির পরীক্ষায় ইসলামিক সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন করা হয়ে থাকে। এছাড়াও সাধারণ চাকরির পরীক্ষাতেও ইসলামিক বিষয় সম্পর্কে প্রশ্ন করা হয়। নিচে ১০০+ ইসলামিক সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর তুলে ধরা হবে। তো চলুন দেখে নেয়া যাক, ইসলামিক সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর সমূহ।
ইসলামিক সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর (১-২৫)
ইসলামিক সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর এর প্রথম পর্বে গুরুত্বপূর্ণ ২৫ টি ইসলামিক সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর তুলে ধরা হবে। এবং পর্যায়ক্রমে নিচে মোট ১০০+ ইসলামিক সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর তুলে ধরা হবে। আশা করি নিম্ন বর্ণিত, ইসলামিক সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর সমূহ জেনে রাখলে, যে কোন সময় ইসলামিক বিষয় সংক্রান্ত সাধারণ জ্ঞান রিলেটেড কোশ্চেন এর আনসার করতে পারবেন।
প্রশ্ন: আল্লাহর পথে একদিন সীমান্ত পাহারা দেয়া অন্যত্র কত দিন পাহারা দেয়া অপেক্ষা উত্তম?
উত্তর: এক হাজার দিন।
প্রশ্ন: দাজ্জালের কপালে কি লেখা থাকবে?
উত্তর: কা-ফা-রা।
প্রশ্ন: মুসুলমানদের ছিয়ামের সাথে ইহুদী-খ্রিষ্টানদের পার্থক্য কী?
উত্তর: সাহারী করা।
প্রশ্ন: যে ব্যক্তি আল্লাহর উপর একবার দরূদ পাঠ করেন, আল্লাহ তার উপর কতটি রহমত অবতীর্ণ করেন?
উত্তর: দশটি।
প্রশ্ন: কুরআনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সূরা কোনটি?
উত্তর: সূরা ফাতিহা।
প্রশ্ন: পৃথিবী ও তার মধ্যে যা কিছু আছে সবার চেয়ে উত্তম কোনটি?
উত্তর: ফজরের দু’রাকা‘আত সুন্নাত।
প্রশ্ন: কিয়ামতের দিন আল্লাহ কোন ব্যক্তির চেহারাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন?
উত্তর: যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের সম্ভ্রম রক্ষা করবে।
প্রশ্ন: রাস্তার হক কী?
উত্তর: (ক) দৃষ্টি সংযত রাখা, (খ) সালামের উত্তর দেওয়া, (গ) সুন্দর কথাবার্তা বলা।
প্রশ্ন: কিয়ামতের দিন কোন প্রকার লোকের প্রতিবাদী স্বয়ং আল্লাহ নিজেই হবেন?
উত্তর: (ক) যে আল্লাহর নামে অঙ্গীকারাবদ্ধ হয়ে তা ভঙ্গ করে।
প্রশ্ন: কুরআনের কোন সূরার প্রথম ১০টি আয়াত মুখস্ত করলে দাজ্জালের ফিৎনা থেকে মুক্তি পাওয়া যাবে?
উত্তর: সূরা কাহাফের।
প্রশ্ন: আরাফার ছিয়ামের ফযীলত কী?
উত্তর: পূর্বের ও পরের এক বছরের গুনাহ মাফ।
প্রশ্ন: কোন ব্যক্তিকে রাসূল (ছাঃ) ঈর্ষার পাত্র বলেছেন?
উত্তর: (ক) যে ধনসম্পদ পেয়ে সৎপথে ব্যয় করে, (খ) যে জ্ঞান পেয়ে বিচার করে ও শিক্ষা দেয়।
প্রশ্ন: কোন চক্ষুকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না?
উত্তর: যে চক্ষু আল্লাহর ভয়ে ক্রন্দন করে।
প্রশ্ন: রাসূল (ছাঃ)-এর উপর প্রথম অহি কোন দিনে নাযিল হয়েছিল?
উত্তর: সোমবার।
প্রশ্ন: রমযানের ছিয়ামের পর সর্বোত্তম ছিয়াম কোনটি?
উত্তর: আশুরার ছিয়াম।
প্রশ্ন: কোন আমল সারা বছর ছিয়াম রাখার সমান?
উত্তর: প্রতি মাসে তিনটি করে ছিয়াম।
প্রশ্ন: কোন সূরা তেলাওয়াতের কারণে জনৈক ব্যক্তির মাথার উপর মেঘ ঢেকে নিয়েছিল?
উত্তর: সূরা কাহাফ।
প্রশ্ন: আদম (আঃ)-কে কোনদিন জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছিল?
উত্তর: শুক্রবার।
প্রশ্ন: যে আল্লাহর যিকির করে এবং যে করে না, উভয়ের উদাহরণ কীসের মতো?
উত্তর: মৃত ও জীবিত মানুষের মতো।
প্রশ্ন: কোন দো‘আ পাঠ করলে জান্নাতের ৮টি দরজা খুলে দেয়া হয়?
উত্তর: ওযূর দো‘আ।
প্রশ্ন : আল্লাহ কোন দিন সবচেয়ে বেশী জাহান্নামীকে ক্ষমা করেন?
উত্তর : আরাফার দিন।
প্রশ্ন : কুরআনের সবচেয়ে মহত্বপূর্ণ সূরা কোনটি?
উত্তর : সূরা ফাতিহা।
প্রশ্ন : আল্লাহ কোন ব্যক্তির রক্ষণাবেক্ষণের দায়ভার গ্রহণ করেন?
উত্তর : যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদে বের হয়।
প্রশ্ন : রাসূল (ছাঃ) কোন মাসে সবচেয়ে বেশী নফল ছিয়াম রাখতেন?
উত্তর : শা‘বান মাসে।
প্রশ্ন : যে ব্যক্তি আল্লাহর উপর একবার দরূদ পাঠ করেন আল্লাহ্ তার উপর কতটি রহমত (করুণা) অবতীর্ণ করেন?
উত্তর : দশটি।
ইসলামিক সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর (২৫-৫০)
প্রশ্ন : কোন চক্ষুকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না?
উত্তর : যে চক্ষু আল্লাহর ভয়ে ক্রন্দন করে ও আল্লাহর পথে প্রহরায় রত থাকে।
প্রশ্ন : রাসূল (ছাঃ) তিনটি কাজের অছিয়ত করেছেন। তন্মধ্যে ১টি হ’ল-
উত্তর : নিদ্রার পূর্বে বিতর ছালাত।
প্রশ্ন : রাসূল (ছাঃ)-এর উপর প্রথম অহি নাযিল হয়েছিল কোন দিন?
উত্তর : সোমবার।
প্রশ্ন : রামাযানের ছিয়ামের পর সর্বোত্তম ছিয়াম কোনটি?
উত্তর : আশুরার ছিয়াম।
প্রশ্ন : কোন সূরা তেলাওয়াতের কারণে জনৈক ব্যক্তির মাথার উপর মেঘ ঢেকে নিয়েছিল?
উত্তর : সূরা কাহাফ।
প্রশ্ন : প্রশ্ন : কোন দু’টি সূরা তাদের তেলাওয়াতকারীদের স্বপক্ষে প্রভুর সাথে বাদানুবাদে লিপ্ত হবে?
উত্তর : সূরা বাক্বারাহ ও আলে ইমরান।
প্রশ্ন : কিয়ামতের দিন কোন প্রকার লোকের প্রতিবাদী স্বয়ং আল্লাহ নিজেই হবেন?
উত্তর : (ক) যে আল্লাহর নামে অঙ্গীকারাবদ্ধ হ’ল, পরে তা ভঙ্গ করল।
(খ) যে স্বাধীন মানুষকে (প্রতারণা দিয়ে) বিক্রি করে তার মূল্য ভক্ষণ করল।
(গ) যে কোন মজুরকে খাটিয়ে তার নিকট থেকে পুরাপুরি কাজ নিল, কিন্তু তার মজুরী দিল না।
প্রশ্ন : যে রাত্রে নবী (ছাঃ)-কে মিরাজ ভ্রমণে নিয়ে যাওয়া হয়েছিল সে রাত্রে তাঁর নিকটে কিসের পাত্র আনা হয়েছিল?
উত্তর : মদ ও দুধের পাত্র।
প্রশ্ন : কুরআনের কোন সূরার প্রথম ১০টি আয়াত মুখস্ত করলে দাজ্জালের ফিৎনা থেকে মুক্তি পাওয়া যাবে?
উত্তর : সূরা কাহাফের।
প্রশ্ন : রাসূল (ছাঃ) বলেছেন, পূর্ববর্তী জাতির মধ্যে অনেক মুহাদ্দাছ (যাদের মনে আল্লাহর পক্ষ থেকে ইলহাম প্রক্ষেপ করা হয়) লোক ছিল, যদি আমার উম্মতের মধ্যে কোন মুহাদ্দাছ থাকে সে হ’ল-
উত্তর : উমর (রাঃ)।
প্রশ্ন : কোন বিচারক জোর চেষ্টা সত্ত্বেও ভুল রায় দিলে কি হয়?
উত্তর : একটি সাওয়াব।
প্রশ্ন : আল্লাহর রাস্তায় কোন ব্যক্তির জিহাদ উপলক্ষ্যে অবস্থান করা নিজ ঘরে কত বছর ছালাত পড়া অপেক্ষা উত্তম?
উত্তর : সত্তর হাযার বছর।
প্রশ্ন : কোন দো‘আ পাঠ করলে জান্নাতের ৮টি দরজা খুলে দেয়া হয়?
উত্তর : ওযূর দো‘আ।
প্রশ্ন : রাস্তার হক্ব কী?
উত্তর : (ক) দৃষ্টি সংযত রাখা।
(খ) সালামের উত্তর দেয়া।
(গ) সুন্দর কথাবার্তা বলা।
প্রশ্ন : আল্লাহ কোন সূরায় বলেছেন, পাপ ও সীমালংঘনের কাজে তোমরা একে অন্যের সাহায্য করো না?
উত্তর : সূরা মায়েদাহ।
প্রশ্নঃ হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কত বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হন?
উত্তরঃ ৪০ বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হন।
প্রশ্নঃ হজ্জ কাকে বলে?
উত্তরঃ নির্দিষ্ট নিয়মে, নির্দিষ্ট সময়ে, কিছু কার্যাবলীর মাধ্যমে কা'বা শরীফ ও অন্যান্য নির্দিষ্ট স্থান প্রদক্ষিণ করাকে হজ্জ বলে।
প্রশ্নঃ কোরআন কত দিনে অবতীর্ণ হয়?
উত্তরঃ ২২ বছর ৫ মাস ১৪ দিনে।
প্রশ্নঃ হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর নাম 'মোহাম্মাদ' রাখেন কে?
উত্তরঃ দাদা আব্দুল মুত্তালিব।
প্রশ্নঃ একমাত্র কার সন্তুষ্টি অর্জন করতে হবে?
উত্তরঃ একমাত্র 'আল্লাহ তায়ালার' সন্তুষ্টি অর্জন করতে হবে।
প্রশ্নঃ বিদায় হজ্জের ভাষণ মহানবী (সাঃ) কোথায় দিয়েছিলেন?
উত্তরঃ আরাফার ময়দানে।
প্রশ্নঃ কোরআনের পান্ডুলিপি কে তৈরী করেন?
উত্তরঃ হযরত আবু বকর (রাঃ)।
প্রশ্নঃ হজ্জের মূল সময় কখন?
উত্তরঃ জিলহজ্জ মাসের ৮ থেকে ১২ তারিখ পর্যন্ত।
প্রশ্নঃ কোরআনের প্রধান বৈশিষ্ট কি?
উত্তরঃ এটি প্রথম থেকে এখনও অবিকৃত রয়েছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে।
প্রশ্নঃ শয়তানকে কংকর নিক্ষেপের স্থান কোথায়?
উত্তরঃ মীনা প্রান্তরে।
ইসলামিক সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর (৫০-৭৫)
প্রশ্নঃ নবী রাসুলগণ মানুষকে কোনদিকে দাওয়াত দিয়েছেন?
উত্তরঃ তাওহীদের দিকে।
প্রশ্নঃ কোরআন সর্বপ্রথম কোথায় অবতীর্ণ হয়?
উত্তরঃ হেরা পর্বত গুহায়।
প্রশ্নঃ হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর উপাধি কি?
উত্তরঃ আল-আমীন।
প্রশ্নঃ হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর প্রথমা স্ত্রী হওয়ার সৌভাগ্য অর্জন করেন কে?
উত্তরঃ হযরত খাদিজা (রাঃ)।
প্রশ্নঃ হেদায়েত চাইতে হবে কার কাছে?
উত্তরঃ 'আল্লাহ তায়ালার' কাছে।
প্রশ্নঃ উমরার জন্য নির্দিষ্ট কোন তারিখ আছে কি না?
উত্তরঃ না, উমরার জন্য নির্দিষ্ট কোন তারিখ নেই।
প্রশ্নঃ হজ্জের ওয়াজিব কয়টি ও কি কি?
উত্তরঃ ৭টি। যথাঃ মীকাত থেকে ইহরাম বাঁধা, আরাফার ময়দানে অবস্থান, মুজদালিফায় রাত যাপন, তিন জামরায় পাথর নিক্ষেপ, বিদায়ী তাওয়াফ।
প্রশ্নঃ তাওহীদ অর্থ কি?
উত্তরঃ আল্লাহ তায়ালার একত্ববাদ।
প্রশ্নঃ সকল শক্তির আসল উৎস ও কেন্দ্র কে?
উত্তরঃ আল্লাহ তায়ালা।
প্রশ্নঃ আরাফার ময়দান কোথায় অবস্থিত?
উত্তরঃ মক্কা শরীফ থেকে ৮/৯ মাইল দূরে।
প্রশ্নঃ কোরআনের প্রথম সূরা কোনটি?
উত্তরঃ সূরা ফাতিহা।
প্রশ্নঃ ইসলাম ধর্মে প্রথম শহীদ কে?
উত্তরঃ সুমাইয়া (রাঃ)।
প্রশ্নঃ কোরআনে মোট কতটি সূরা আছে?
উত্তরঃ ১১৪টি।
প্রশ্নঃ কোরআনের সর্বশেষ সূরা কোনটি?
উত্তরঃ সূরা নাস।
প্রশ্নঃ মদিনায় হিজরতের সময় হযরত মুহাম্মাদ (সাঃ)-এর সঙ্গী ছিলেন কে?
উত্তরঃ হযরত আবু বকর (রাঃ)।
প্রশ্নঃ ইসলামের প্রথম কিবলা কোনটি?
উত্তরঃ বায়তুল মুকাদ্দাস।
প্রশ্নঃ ইসলামের প্রধান উৎস কী?
উত্তরঃ কোরআন এবং সুন্নাহ।
প্রশ্নঃ কোরআনের সবচেয়ে বড় সূরা কোনটি?
উত্তরঃ সূরা বাকারা।
প্রশ্নঃ কোরআনের সবচেয়ে ছোট সূরা কোনটি?
উত্তরঃ সূরা কাওসার।
প্রশ্নঃ আল্লাহ তায়ালার ৯৯টি নামের একত্রে নাম কী?
উত্তরঃ আসমাউল হুসনা।
প্রশ্নঃ হযরত মুহাম্মাদ (সাঃ) এর পিতা-মাতার নাম কী?
উত্তরঃ পিতাঃ আবদুল্লাহ, মাতাঃ আমিনা।
প্রশ্নঃ ইসলামের পাঁচ স্তম্ভ কী কী?
উত্তরঃ তাওহীদ, সালাত, সাওম, যাকাত, হজ্জ।
প্রশ্নঃ কোরআনের সর্বপ্রথম নাজিল হওয়া শব্দ কী?
উত্তরঃ "ইকরা"।
প্রশ্নঃ ইসলামের তৃতীয় খলিফা কে?
উত্তরঃ হযরত উসমান (রাঃ)।
ইসলামিক সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর (৭৫-১০০)
প্রশ্নঃ তাওবা শব্দের অর্থ কী?
উত্তরঃ ফিরে আসা বা পাপ থেকে আল্লাহর দিকে ফিরে আসা।
প্রশ্নঃ সর্বপ্রথম আদম (আঃ)-কে কোথায় রাখা হয়েছিল?
উত্তরঃ জান্নাতে।
প্রশ্নঃ শবে বরাত কোন মাসে হয়?
উত্তরঃ শাবান মাসে।
প্রশ্নঃ জান্নাতের প্রধান খাদ্য কী?
উত্তরঃ ফলমূল।
প্রশ্নঃ জান্নাতের প্রধান নদীর নাম কী?
উত্তরঃ কাউসার।
প্রশ্নঃ কোরআনের অন্তিম বাক্য কী?
উত্তরঃ "মিনাল জিন্নাতি ওয়ান্নাস।"
প্রশ্নঃ ইসলামের প্রথম যুদ্ধ কোনটি?
উত্তরঃ বদর যুদ্ধ।
প্রশ্নঃ সর্বপ্রথম আজান দেন কে?
উত্তরঃ হযরত বিলাল (রাঃ)।
প্রশ্নঃ কোরআন সর্বপ্রথম কোন ভাষায় নাজিল হয়েছিল?
উত্তরঃ আরবি।
প্রশ্নঃ রমজানের রোজা রাখা ফরজ হয়েছে কত হিজরি সালে?
উত্তরঃ ২য় হিজরি সালে।
প্রশ্নঃ ইসলামের প্রথম শহীদ নারী কে?
উত্তরঃ সুমাইয়া (রাঃ)।
প্রশ্নঃ নবীজির প্রথম স্ত্রী কে?
উত্তরঃ খাদিজা (রাঃ)।
প্রশ্নঃ ইসলামে মোট কতজন রাসূল পাঠানো হয়েছিল?
উত্তরঃ ৩১৩ জন।
প্রশ্নঃ কোরআনের কোন সূরাকে “কোরআনের হৃদয়” বলা হয়?
উত্তরঃ সূরা ইয়াসিন।
প্রশ্নঃ কোরআনে সর্বপ্রথম নাজিলকৃত সূরা কোনটি?
উত্তরঃ সূরা আলাক।
প্রশ্নঃ কোরআনে কোন রঙের কথা সবচেয়ে বেশি উল্লেখ করা হয়েছে?
উত্তরঃ সবুজ।
প্রশ্নঃ ইসলামে সবচেয়ে পবিত্র দিন কোনটি?
উত্তরঃ জুমার দিন।
প্রশ্নঃ নবীজির মিরাজে গমনের সময় কোন প্রাণী তাকে বহন করেছিল?
উত্তরঃ বোরাক।
প্রশ্নঃ কোরবানির জন্য উল্লেখিত পশুগুলোর নাম কী?
উত্তরঃ উট, গরু, ছাগল, ভেড়া।
প্রশ্নঃ কোন নবীকে আল্লাহ তায়ালা “খলিলুল্লাহ” উপাধি দিয়েছেন?
উত্তরঃ হযরত ইব্রাহিম (আঃ)।
প্রশ্নঃ কোরআনে মোট কতটি রুকু আছে?
উত্তরঃ ৫৪০টি।
প্রশ্নঃ ইসলামের দ্বিতীয় খলিফা কে?
উত্তরঃ হযরত উমর (রাঃ)।
প্রশ্নঃ মুসলমানদের জন্য কোন মাসটি সবচেয়ে পবিত্র?
উত্তরঃ রমজান মাস।
প্রশ্নঃ কোন নবী পানির ওপর দিয়ে হেঁটেছিলেন?
উত্তরঃ হযরত মুসা (আঃ)।
প্রশ্নঃ ইসলামে ঈদের নামাজ কত রাকাত?
উত্তরঃ ২ রাকাত।
প্রশ্নঃ কাবা শরীফ কতবার পুনর্নির্মাণ করা হয়েছে?
উত্তরঃ ১২ বার।
- Education
- Health
- Lifestyle
- Job
- Visa
- Govt Info
- Career
- Tech
- Admission
- Paragraph
- currency rate
- Class 5
- Class 6
- Class 7
- Class 8
- Class 9
- Class 10
- Class 11-12
- General knowledge
- English Speaking
- composition
- Art
- Causes
- Crafts
- Film
- Fitness
- Food
- Games
- Gardening
- Health
- Home
- Literature
- Music
- Networking
- Other
- Party
- Religion
- Shopping
- Sports
- Theater
- Wellness