Sponsored

পর্দা পালন সম্পর্কিত পবিত্র কুরআনের ৭টি আয়াত

0
575

পর্দা পালন সম্পর্কিত পবিত্র কুরআনের ৭টি আয়াত আছে। আল্লাহ এই আয়াতগুলোর মাধ্যমে মানবজাতির জন্য পর্দা পালনের দিকনির্দেশনা এবং গুরুত্ব বুঝিয়েছেন। মানবজাতির এক অপরিহার্য অংশ হচ্ছে নারী। নারী অসংখ্য বৈপরিত্বের আধার। তারা তার মাঝে যেমন লুকিয়ে আছে স্নেহ, মায়া, মমতা ও আদর-সোহাগ এবং ভ্যালোবাসার মতো অসংখ্য- অগণিত কল্যানকর গুণাবলী। তেমনি তার মাঝে লুকিয়ে আছে দোষ-ক্রুটি ও অকল্যাণকর বহু কিছু। নারীজাতির এই অকল্যাণের প্রতি ইঙ্গিত করেই হাদীস শরীফে বর্ণিত হয়েছে: “আমি আমার উম্মতের জন্য নারীঘটিত ফেতনাকে সবচেয়ে বিপদজনক মনে করি”

পবিত্র কুরআনের সাতটি আয়াতে নারীদের পর্দার পূর্ণ বিবরণ তুলে ধরা হয়েছে। পবিত্র কুরআনে পর্দা সম্পর্কে যেভাবে বিশদ ও বিস্তারিত আলোচনা করা হয়েছে, সেভাবে অন্য কোন পর্দা সংক্রান্ত কুরআনের আয়াতগুলো বাংলা অর্থসহ উল্লেখ করা হলো:

প্রথম আয়াত: নারীদের পর্দা পালন সম্পর্কে কুরআনের আয়াত

যখন তোমরা পরস্ত্রীর কাছে কোন কিছু চাইবে তখন পর্দার আড়াল থেকে চাইবে। এটা তোমাদের অন্তরের জন্য এবং তাদের অন্তরের জন্য অধিকতর পবিত্রতার কারণ।

দ্বিতীয় এবং তৃতীয় আয়াত: নারীদের পর্দা সম্পর্কিত পবিত্র কুরআনের দলিল সমূহ

হে নবী র স্ত্রীগণ! তোমরা অন্য নারীদের মতো নও; যদি তোমরা আল্লাহকে ভয় কর, তবে পর পুরুষের সাথে কোমল ও আকর্ষণীয় ভঙ্গিতে কথা বলো না. কেননা যাদের অন্তরে বেধে রয়েছে তারা কুবাসনা পোষন করবে এবং তোমরা “সংযতস্বরে” কথা বলো। তোমরা আপন গৃহে অবস্থান করো, জাহিলি যুগের মেয়েদের মত নিজেদেরকে প্রকাশ করো না। (সূরা আহযাব: ৩২,৩৩। )

চতুর্থ আয়াত: নারীদের পর্দা পালন সম্পর্কে কুরআনের বিধান

হে নবী! আপনি আপনার স্ত্রীগণকে ও কন্যা-গণকে এবং মু’মিনের স্ত্রীদেরকে বলুন, তারা যেন তাদের চাদরের এক তৃতীয়াংশ নিজেদের উপর টেনে নেয় এতে তাদেরকে সহজে চেনা যাবে। ফলে তাদেরকে উদ্যোক্ত করা হবে না, আর আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু। (সূরা আহযাব: ৫৯.)

পঞ্চম আয়াত: পুরুষের পর্দা নিয়ে পবিত্র কুরআনের দলিল এবং সূরা

হে নবী! আপনি মু’মিন পুরুষদের কে বলে দিন, তারা যেন তাদের দৃষ্টি অবনত রাখে এবং যৌনাঙ্গ হেফাজত করে। এতে তাদের জন্য রয়েছে পবিত্রতা। তারা যা করে নিশ্চয়ই আল্লাহ তা অবহিত করেছেন। (সূরা নূর: ৩০।)

ষষ্ঠ আয়াত: পর্দা পালন সম্পর্কে পবিত্র কুরআনের একটি বড় সতর্কবার্তা

হে নবী! আপনি মুমিন নারীদেরকে বলে দিন; তারা যেন তাদের দৃষ্টি অবনত রাখে এবং তাদের লজ্জাস্থান হেফাজত করে। তারা যেন তাদের সাধারণত প্রকাশমান সৌন্দর্য ব্যতীত অন্যান্য সৌন্দর্য প্রকাশ না করে এবং ওড়না দিয়ে তাদের বক্ষদেশ ঢেকে রাখে এবং তাদের স্বামী, পিতা, শ্বশুর, পুত্র, স্বামীরপুত্র, ভাতা, ভগ্নিপুত্র , নিজেদের স্ত্রীলোক, অধিকারভুক্ত দাসী এবং যৌন কামনা মন্দ পুরুষ ও বালক নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ তাদের ব্যতীত অন্য কারো কাছে নিজেদের সৌন্দর্য প্রকাশ না করে। এবং তারা যেন তাদের গোপন সাজসজ্জা প্রকাশ করার জন্য জোরে পদচারণা না করে তাহলে অবশ্যই তোমরা সফল হবে। (সূরা নূর: ৩১।)

সপ্তম আয়াত : পর্দা নিয়ে পবিত্র কুরআনের আয়াত

অতিশয় বৃদ্ধা নারী যাদের বিয়ে হওয়ার কোন সম্ভাবনা নেই, তাদের জন্য অতিরিক্ত কাপড় (যা দিয়ে তারা চেহারা ঢেকে রাখে/ নিকাব) খুলে রাখাতে কোন অন্যায় হবে না। তবে তারা তাদের সৌন্দর্যের স্থানগুলো উন্মুক্ত রাখবেনা! অবশ্য সতর্কতা অবলম্বন করা তাদের জন্য অতি উত্তম। নিশ্চই মহান আল্লাহ তায়ালা সর্বদ্রষ্টা ও সর্বজ্ঞানী।

আমরা সকলেই পর্দার ব্যাপারে সচেতন থাকবো, যাতে কোনোভাবেই পর্দার বরখেলাপ না হয়। একমাত্র পর্দার মাধ্যমে একজন নারী তার সৌন্দর্যকে ঢেকে রাখতে পারেন এবং পর্দা যে অমূল্য তা বুঝাতে পারেন। যে সকল পরিবারের পর্দা নেই সেসব পরিবারের দিকে একটু সজাগ দৃষ্টি মেলে দেখুন। তাদের চাল-চলন ও জীবন পদ্ধতি দেখে আপনি নিজেই বলবেন অবশ্যই পর্দার মধ্যে রয়েছে অনেক বড় গুণ।

বর্তমান যুগে উলামায়ে কেরাম পর্দার কথা বললে তাদেরকে সেকেলে ও বিকৃত চিন্তার অধিকারী বলে গাল দেওয়া হয়। কিন্তু, যখন পর্দাহীনতা ও ফ্রি লাইফ স্টাইল এর বিষফল প্রকাশ হয়ে পড়বে; তখন তাদের কথা মূল্য বুঝে আসবে। আমরা পর্দা পালনে এবং পর্দার রক্ষনে সচেতন হয়ে উঠি এবং পর্দা পালনে মানুষকে উৎসাহিত করি। অবশ্যই পর্দা নারীর অধিকার ও নারীর ঐতিহ্যের ভূষণ। আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করুক।

আমিন।

Search
Categories
Read More
Lifestyle
জমি না কিনে কিভাবে বাড়ি বানাবো? কার্যকর উপায় জানুন
জমি না কিনে বাড়ি বানানোর সহজ উপায় হলো ভাসমান বাড়ি, হাউস বোট অথবা মডিউলার হোম তৈরি...
By nurislam 2024-11-02 04:15:43 0 536
Math
ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত
যেকোনো ত্রিভুজের তিন কোণের সমষ্টি সর্বদা ১৮০° বা দুটি সমকোণ। এই আর্টিকেলটিতে, আমরা ত্রিভুজের...
By nurislam 2024-11-19 06:30:52 0 108
Education
রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র
রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র: রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য সহজ সূত্র ব্যবহার করা হয়।...
By nurislam 2024-11-05 02:38:44 0 626
Education
রম্বসের কর্ণ নির্ণয়ের সূত্র
রম্বসের কর্ণ নির্ণয়ের সূত্র: রম্বস একটি বিশেষ ধরনের চতুর্ভুজ, যার চারটি বাহু সমান এবং বিপরীত...
By nurislam 2024-11-05 02:46:07 0 620
Lifestyle
Islamic Foundation Ramadan Calendar 2024 PDF
সম্মানিত ধর্মপ্রান মুসলিম ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। প্রতি বছরের মতো এই বছরও চলে আসলো...
By nurislam 2024-11-02 02:03:07 0 531