Sponsored

কাবিন নামা অনলাইন চেক করার নিয়ম জেনে নিন

0
92

কাবিন নামা অনলাইন চেক করার জন্য আপনাকে marriage.gov.bd এই ওয়েবসাইট ভিজিট করতে হবে। যদি আপনার বিবাহের কাবিননামা অনলাইনে রেজিস্ট্রেশন করা থাকে শুধুমাত্র তাহলেই আপনি অনলাইন থেকে কাবিননামা চেক করতে পারবেন। কাবিন নামা অনলাইন চেক করার নিয়ম বিস্তারিতভাবে নিচে উল্লেখ করা হলো। 

কাবিন নামা অনলাইন চেক

বর্তমানে সারা বিশ্বে প্রযুক্তির ব্যাপক ব্যবহার বৃদ্ধি পেয়েছে। এর ধারাবাহিকতায় বাংলাদেশেও প্রায় সকল সরকারি সেবা অনলাইন ভিত্তিক করা হচ্ছে। অন্যান্য সরকারি সেবার মত কাবিননামাও বর্তমানে অনলাইন এর মাধ্যমে চেক করা যায়। তবে, এটি এখনো প্রাথমিক পর্যায়ে আছে। এখনো এটি অটোমেটেড হয়নি। 

তাই, বর্তমানে নিজের কাবিননামা নিজেকে অনলাইনে রেজিস্টার করতে হয়। যদি আপনার কাবিননামা অনলাইনে রেজিস্টার করা থাকে, তাহলে আপনার হাতে থাকা স্মার্টফোন কিংবা ল্যাপটপের সাহায্যে যেকোনো সময় যে কোন জায়গা থেকে খুব সহজেই আপনি কাবিন নামা অনলাইন চেক করতে পারবেন এবং তা ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। 

পূর্বেই বলা হয়েছে যে কাবিন নামা অনলাইনে চেক করার জন্য আপনার কাবিননামা অনলাইনে রেজিস্টার করা থাকতে হবে। অনলাইনে কাবিননামা রেজিস্টার করার জন্য সর্বপ্রথম আপনাকে এই লিংকে “কাবিন নামা ফরম ডাউনলোড” প্রবেশ করে কাবিন নামা ফরম ডাউনলোড করতে হবে।এরপর সেখানে যে সকল তথ্য চাওয়া হবে সেগুলো যথাযথভাবে পূরণ করতে হবে।

ফর্মে থাকা তথ্যগুলো যথাযথভাবে বুঝতে না পারেন সে ক্ষেত্রে, অভিজ্ঞ কোন কাজির সহায়তা নিতে পারেন। তবে অবশ্যই ফর্মে থাকা তথ্যগুলো নির্ভুল এবং সত্য হতে হবে। উপরে উল্লেখিত ফরমের সাথে  কাবিননামার মূল কপি, স্বামী-স্ত্রী দুজনের এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধনের কপি এবং দুজন সাক্ষীর জাতীয় পরিচয়পত্রের কপি স্থানীয় কাজী অফিসে জমা দিতে হবে। এরপর তারা আপনার কাবিননামাটি অনলাইনে রেজিস্টার করে দিবে রেজিস্ট্রার সম্পন্ন হয়ে গেলে আপনি কাবিন নামা অনলাইন চেক করতে পারবেন।

কাবিন নামা ফরম ডাউনলোড

আপনি যদি অনলাইন থেকে কাবিন নামা ফরম ডাউনলোড করতে চান, সেক্ষেত্রে আপনাকে প্রথম প্রথমে marriage.gov.bd এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে। এই ওয়েবসাইটে প্রবেশ করলে নিচের চিত্রের মত একটি ইন্টারফেস দেখতে পাবেন। 

সেখানে “কাবিননামা ফরম” লিখিত মার্ক করা অংশে ক্লিক করলেই আপনি কাবিন নামা ফরম ডাউনলোড করতে পারবেন। অথবা চাইলে আপনি এই লিংকে “কাবিন নামা ফরম ডাউনলোড” ক্লিক করেও কাবিন নামা ফরম ডাউনলোড করতে পারেন। 

কাবিন নামা ছবি

কাবিননামা ছাড়া বিবাহ করলে তা সরকারি ডাটাবেজে নিবন্ধিত হয় না। তাই বিবাহের জন্য কাবিননামা খুবই গুরুত্বপূর্ণ। যারা বিয়ে করেছেন তারা নিশ্চয়ই কাবিননামা দেখেছেন এবং স্বাক্ষর করেছেন পক্ষান্তরে যারা এখনো বিবাহ করেনি তারা কিন্তু কাবিননামা দেখে থাকলে থাকতেও পারে, কিন্তু এখনো স্বাক্ষর করার সুযোগ হয়নি তাদের। যাই হোক, আপনি যদি কাবিননামা দেখে না থাকেন, তাহলে নিচে উল্লেখিত “কাবিন নামা ছবি” দেখে নিতে পারেন কাবিননামা দেখতে এরকমই।

কাবিন নামা অনলাইন কপি

আপনি যদি কাবিননামার কপি পেতে চান, সেক্ষেত্রে আপনাকে সংশ্লিষ্ট কাজী অফিসে গিয়ে এরপরে তা সংগ্রহ করতে হবে। বর্তমানে এই পদ্ধতিতে কাবিননামা সংগ্রহ করা হয়ে থাকে। তবে যদি আপনি পূর্বে আপনার কাবিননামা অনলাইনে রেজিস্ট্রেশন করে থাকেন, তাহলে অনলাইন থেকে কাবিননামা দেখে নিতে পারবেন। 

শুধু তাই নয় বরং চাইলে আপনি এটি ডাউনলোড এবং প্রিন্ট করে ব্যবহার করতে পারবেন। কিভাবে কাবিননামা অনলাইনে রেজিস্ট্রেশন করতে হয় তাই ইতোমধ্যেই বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে আপনি যদি উপরে উল্লেখিত তথ্য বলে মনোযোগের সাথে পড়ে থাকেন নিশ্চয়ই তা জানতে পেরেছেন। 

দেনমোহর আর কাবিন কি এক

না দেনমোহর আর কাবিন এক নয়। দেনমোহর হল স্ত্রীর প্রাপ্য যা স্বামীর জন্য প্রদান করা বাধ্যতামূলক। শুধু তাই নয় স্ত্রীকে স্পর্শ করার পূর্বেই দেনমোহর প্রদান করতে হয়। তবে, পরবর্তীতে প্রদান করার প্রতিশ্রুতি সাপেক্ষে স্ত্রীর সাথে বসবাস করা যেতে পারে। দেনমোহর বিবাহ বৈধ হওয়ার জন্য অত্যাবশ্যক। 

পক্ষান্তরে, কাবিননামা হলো বিবাহের লিখিত একটি চুক্তি। দেশের নিয়ম অনুযায়ী কাবিননামা বা নিকাহনামা করতে হয়। এতে করে, সরকারি খাতায় বিবাহ রেজিস্ট্রি করা হয় যার মাধ্যমে সরকার তার নাগরিকের ব্যাপারে তথ্য রাখতে পারে। 

আপনি যদি দেনমোহর ধার্য না করেন, সে ক্ষেত্রে বিবাহ সম্পন্ন হবে না। পক্ষান্তরে যদি আপনি কোন কারনে কাবিননামা করতে না পারেন তাহলে শরীয়ত অনুসারে বিবাহ সম্পন্ন হয়ে যাবে। সুতরাং দেনমোহর কাবিননামার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ এবং আবশ্যিক। 

কাবিন নামা উত্তোলন

কাবিন নামা অনলাইন চেক এবং উত্তোলন করা যায় যদি তা অনলাইনে রেজিস্টার করা থাকে। কিন্তু যদি আপনার কাবিননামা অনলাইনে রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে সংশ্লিষ্ট কাজী অফিসে গিয়ে আপনাকে কাবিননামা উত্তোলন করতে হবে। 

সাধারণত বিয়ের পরে তিন মাসের মধ্যে কাবিননামা উত্তোলন করা যায়। তবে ইমারজেন্সি প্রয়োজনে তিন থেকে সাত দিনের মধ্যেও কাবিননামা উত্তোলন করা যেতে পারে। মনে রাখবেন, যে কাজী আপনার বিবাহ পড়িয়েছে সে ব্যতীত অন্য কেউ কাবিননামা উত্তোলন করতে পারবে না। 

বিবাহের সময় বর এবং কনে উভয়কে একটি করে রশিদ দেওয়া হয়। সেখানে বর এবং কনের যাবতীয় তথ্য দেয়া থাকে। কত নাম্বার বইয়ের রেজিস্ট্রি করা হয়েছে এবং ভলিউম নাম্বার কত তা সেখানে উল্লেখ করা থাকে। এছাড়াও রশিদে বিবাহের তারিখও উল্লেখ করা হয়। 

কাবিন নামা উত্তোলন করার জন্য সেই রিসিট এবং কিছু টাকা সংশ্লিষ্ট কাজীকে দিতে হবে। এরপরে তিনি তিন থেকে সাত দিনের মধ্যে আপনাকে কাবিননামা প্রদান করবেন। কাবির নামে উত্তোলন করার জন্য ১,৫০০ টাকা থেকে ৩,০০০ পর্যন্ত খরচ হতে পারে। 

কাবিন নামা ফরম pdf

কাবিন নামা ফরম কিভাবে ডাউনলোড করতে হয় তাই তো মধ্যে উপরে তুলে ধরা হয়েছে। তাই আপনি সেখান থেকেই কাবিন নামা ফরম pdf ডাউনলোড করে নিতে পারবেন। অথবা চাইলে আপনি এখানে “কাবিন নামা ফরম pdf” ক্লিক করেও ডাউনলোড করে নিতে পারেন। 

Search
Categories
Read More
Visa
নতুন নিয়মে এস্তোনিয়া ওয়ার্ক পারমিট ভিসা
এস্তোনিয়া ওয়ার্ক পারমিট ভিসা পেতে চাইলে অবশ্যই আপনাকে কাজে দক্ষ এবং অভিজ্ঞ হতে হবে। তাহলে...
By nurislam 2024-11-02 04:20:27 0 107
Education
AMIE ভর্তি তথ্যাবলী | AMIE Admission System ২০২৪
AMIE কি? AMIE হল ইঞ্জিনিয়ারিং ইনষ্টিটিউশন, বাংলাদেশ (IEB) পরিচালিত একটি পরীক্ষার নাম, যে...
By nurislam 2024-11-02 01:57:41 0 108
Education
ইঞ্জিন নিয়ে করা চাকরির পরীক্ষা ও ভাইভার কমন প্রশ্ন ২০২৪
পাওয়ার, ইলেক্ট্রিক্যাল, মেকানিক্যাল, অটোমোবাইল সহ সম্পর্কিত সকল বিভাগ engeneering পরীক্ষার...
By nurislam 2024-11-02 03:54:54 0 72
Education
স্কুল, কলেজ ও মাদ্রাসার বেতন কমানোর জন্য আবেদন পত্র লেখার নিয়ম
বেতন কমানোর জন্য আবেদন সঠিকভাবে করতে পারলে অবশ্যই কর্তৃপক্ষ আপনার বেতন কমানোর ব্যাপারে...
By nurislam 2024-11-02 03:21:41 0 77
Education
সরকারী চাকরীর প্রস্তুতি ২০২৪|Govt Job Preparation in Bangla 2024
প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই ও বোনেরা। কেমন আছেন আপনারা? আশা করছি ভাল আছেন। সকলেই বলে থাকে বর্তমান...
By nurislam 2024-11-02 02:10:28 0 102