Sponsored

পরিযায়ী পাখির নামের তালিকা

0
514

শীতকালে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে পরিযায়ী পাখির দেখা মেলে। আমরা অনেকেই হয়তোবা পরিযায়ী পাখি দেখে থাকি। কিন্তু এই পরিযায়ী পাখি গুলোর নাম হয়তোবা অনেকেই জানিনা। এই আর্টিকেলটিতে পরিযায়ী পাখির নামের তালিকা তুলে ধরা হবে। 

পরিযায়ী পাখির নামের তালিকা

সারা বিশ্বে বিভিন্ন ধরনের পরিযায়ী পাখি দেখা যায়। এক এক ধরনের পরিযায়ী পাখি এক এক অঞ্চলে বসবাস করার জন্য পরিযান করে। কিছু প্রজাতির পরিযায়ী পাখি রয়েছে যেগুলো শীতকালে বাংলাদেশের বিভিন্ন হাওর অঞ্চলে আসে দীর্ঘদিন পর্যন্ত বসবাস করে থাকে। নিচে বিভিন্ন ধরনের এবং বিভিন্ন গোত্রের পরিযায়ী পাখির নামের তালিকা তালিকা তুলে ধরা হয়েছে। 

নাম Names
সুটি শিয়ারওয়াটার Sooty Shearwater
আডেলি পেঙ্গুইন Adélie Penguin
বার-টেইলড গডউইট Bar-tailed Godwit
পেক্টোরাল স্যান্ডপাইপার Pectoral Sandpiper
নর্দান হুইটিয়ার Northern Wheatear
নর্দান পিন্টেইল Northern Pintail
স্যান্ডহিল ক্রেন Sandhill Crane
স্নো গুজ Snow Goose
বার-হেডেড গুজ Bar-headed Goose
রেড নাট Red Knot
শর্ট-টেইলড শিয়ারওয়াটার Short-tailed Shearwater
কলিওপ হামিংবার্ড Calliope Hummingbird
গ্রেট রিড ওয়ার্বলার Great Reed Warbler
ইউরেশিয়ান রাইনেক Eurasian Wryneck
উইলো ওয়ার্বলার Willow Warbler
ওসপ্রে Osprey
আমুর ফ্যালকন Amur Falcon
গ্রেট স্নাইপ Great Snipe
পাইড হুইটিয়ার Pied Wheatear
হোয়াইট-ক্রাউন্ডড স্প্যারো White-crowned Sparrow

পরিযায়ী পাখি কাকে বলে

যে সকল পাখি প্রজনন করার জন্য, খাদ্যের খোঁজে, তীব্র গরম কিংবা শীত থেকে বাঁচতে অথবা অন্য কোনো কারণে এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণ করে সেই সকল পাখিকেই পরিযায়ী পাখি বলা হয়। বিভিন্ন ধরনের পরিযায়ী পাখি রয়েছে। 

যেসকল পাখি স্বল্প দূরত্বে পরিযান করে সেগুলোকে স্বল্পদৈর্ঘ্য পরিযান পাখি বলা হয়। আর যে সকল পাখি এর চেয়ে অধিক দূরত্বে ভ্রমণ করে সেগুলোকে বলা হয় মধ্যদৈর্ঘ্য পরিযান পাখি আর যে সকল পাখি কয়েক হাজার মাইল পরিভ্রমণ করে সেগুলোকে বলা হয় দীর্ঘদৈর্ঘ্য পরিযান পাখি। 

বাংলাদেশের পরিযায়ী পাখির নামের তালিকা

পরিযায়ী পাখি বলতে আমরা শুধু সেই পাখিগুলোকেই বুঝে থাকি যেগুলো বাইরে থেকে বাংলাদেশে আসে। কিন্তু বাংলাদেশেরও এমন কিছু পরিযায়ী পাখি রয়েছে যেগুলো বিভিন্ন মৌসুমে বিভিন্ন অঞ্চলে গিয়ে বসবাস করে। নিচে বাংলাদেশের পরিযায়ী পাখির নামের তালিকা তুলে ধরা হলো। 

নাম Names
লালঝুঁটি ভূতিহাঁস Red-crested pochard
বেগুনি কালেম Purple Swamphen
উত্তরে ল্যাঞ্জাহাঁস Northern Pintail
সিঁথিহাঁস Eurasian wigeon
মরচে–রং ভূতিহাঁস Ferruginous pochard l white-eyed pochard
পিয়াং-হাঁস Gadwall

পরিযায়ী পাখির ছবি

উপরে উল্লেখিত পরিযায়ী পাখির নামের তালিকায় পাখির ছবি তুলে ধরা হয়নি। আপনি যদি পরিযায়ী পাখির ছবি দেখে নিতে চান তাহলে নিচে উল্লেখিত পরিযায়ী পাখির ছবি গুলো দেখে নিতে পারেন। নিচে চিত্রসহ পরিযায়ী পাখির নামের তালিকা তুলে ধরা হয়েছে।

পরিযায়ী পাখির বৈশিষ্ট্য

পরিযায়ী পাখির বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে। যেই বৈশিষ্ট্য গুলোর সাহায্যে খুব সহজে আপনি পরিযায়ী পাখি শনাক্ত করতে পারবেন। এবং এই বৈশিষ্ট্য গুলোর কারণেই এই পাখিগুলো এত দূরত্বে ভ্রমণ করতে সক্ষম হয়। তো চলুন দেখে নেয়া যাক, পরিযায়ী পাখির বৈশিষ্ট্য সমূহ।

  • ঋতুর পরিবর্তন সম্পর্কে জ্ঞাত: পরিযায়ী পাখি ভিন্ন ভিন্ন সিজনে ভিন্ন ভিন্ন অঞ্চলে পরিভ্রমণ করে থাকে। তারা ঋতুর পরিবর্তন সম্পর্কে বিশেষ ভাবে জ্ঞাত। এই পাখিগুলো লক্ষণ দেখেই বুঝতে পারে যে অমুক সিজন আসতে চলেছে এবং অমুক অঞ্চলে গেলে আমরা নিরাপদে থাকতে পারবো। পাখির ঋতু পরিবর্তন সম্পর্কিত জ্ঞান খুবই বিস্ময়কর।
  • দিক নির্ণয়ের অসাধারণ দক্ষতা: পরিযায়ী পাখির দিক নির্ণয়ের অসাধারণ দক্ষতা রয়েছে। তারা হাজার হাজার মাইল পাড়ি দিয়ে নির্দিষ্ট একটি অঞ্চলে চলে যায় সেখানে বসবাস করে আবার সেই অঞ্চল থেকে তাদের আগের বাসস্থানে ফিরে যায়। ধারণা করা হয় তারা সূর্যের গতিবিধি, তারকা এবং পৃথিবীর চুম্বকীয় আকর্ষণের উপর ভিত্তি করে দিক নির্ণয় করে থাকে। 
  • দীর্ঘ সময় শক্তি ধরে রাখার ক্ষমতা: পরিযায়ী পাখি এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে যাওয়ার জন্য দীর্ঘদিন ভ্রমণ করে থাকে। এই দীর্ঘ ভ্রমণে তারা তাদের শক্তি ধরে রাখতে পারে এবং কখনোই নার্ভাস হয়ে পড়ে না। ভ্রমণ করার পূর্বে পরিযায়ী পাখিগুলো তাদের দেহে খাদ্য জমা করে রাখে। কোন কোন পরিযায়ী পাখি রয়েছে যারা ভ্রমণ করার পূর্বে অধিক আহার করে এবং তাদের শরীরকে দ্বিগুণ করে ফেলে। দীর্ঘ ভ্রমন পথে শরীরের জমে থাকা চর্বি তাদের চলার পথে জ্বালানি হিসেবে কাজ করে। 
  • উচ্চ সহনশীলতা: পরিযায়ী পাখিগুলো উচ্চ সহনশীল। তারা দীর্ঘ ভ্রমণ পথে বিভিন্ন অঞ্চল এবং বিভিন্ন জলবায়ুর মধ্য দিয়ে পরিভ্রমণ করে থাকে। এসবের মধ্যে তারা নিজেদেরকে মানিয়ে নিতে পারে এবং নিরাপদে তাদের কাঙ্খিত গন্তব্যে পৌঁছে যায়। এর পাশাপাশি অন্যান্য পাখির চেয়ে এই পাখিগুলো দীর্ঘসময়ের উড়তে পারে। 
  • অসাধারণ স্মৃতিশক্তি: পরিযায়ী পাখিগুলো অসাধারণ স্মৃতিশক্তির অধিকারী হয়ে থাকে। তারা দীর্ঘ ভ্রমন করে কয়েক হাজার মাইল দূরে অবস্থান করে, এবং সেখানে অবস্থান করা শেষ হয়ে গেলে পরবর্তীতে তারা আবার তাদের পূর্বের বাসস্থানে ফিরে যায়। এবং এটা তারা করে একেবারেই নির্ভুল ভাবে। অর্থাৎ তারা কখনোই পথ হারিয়ে অন্য কোথাও চলে যায় না।

পরিযায়ী পাখি বছরের কোন সময় দেখা যায়

বাংলাদেশে সাধারণত শীতকালে পরিযায়ী পাখি দেখা যায়। তবে সব পাখি যে শুধু শীতকালেই পরিযান করে বিষয়টি এরকম নয়। বিভিন্ন ঋতুতে বিভিন্ন প্রজাতির পাখি পরিযান করে থাকে। বসন্ত, শরৎ এবং শীত কালে পরিযায়ী পাখিরা সাধারণত পরিযান করে থাকে। বিভিন্ন অঞ্চলে বসন্তকালে পরিযায়ী পাখিরা সাধারণত প্রজনন করার জন্য স্বল্প দূরত্বে পরিযান করে থাকে। আবার কিছু কিছু বাকি শরৎ কালে স্বল্প সময়ের জন্য পরিযান করে। 

তবে অধিকাংশ পাখি পরিযান করে শীতকালে। বাংলাদেশের যে সকল পরিযায়ীপাখি দেখতে পাওয়া যায় সেগুলো মূলত শীতকালের পরিযায়ী পাখি। এগুলো পোলার অঞ্চল থেকে বা অধিক ঠান্ডাযুক্ত স্থান থেকে নিজেদেরকে সুরক্ষিত রাখার জন্য কম ঠান্ডা যুক্ত স্থানে পরিযান করে থাকে।

১০ টি পরিযায়ী পাখির নাম

ইতোমধ্যেই উপরে পরিযায়ী পাখির নামের তালিকা উল্লেখ করা হয়েছে। চাইলে আপনি সেখান থেকেই পরিযায়ী পাখিগুলোর নাম দেখে নিতে পারেন। যাই হোক আপনি যদি স্পেসিফিক ভাবে ১০ টি পরিযায়ী পাখির নাম জেনে নিতে চান তাহলে নিম্ন বর্ণিত ১০ টি পরিযায়ী পাখির নামের তালিকা দেখে নিন। 

Search
Categories
Read More
Education
ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ২০২২ প্রবিধান বইয়ের তালিকা | diploma inCivil 2022 Providhan Book List
সুপ্রিয় শিক্ষা বন্ধুরা, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে আপনার...
By nurislam 2024-11-02 02:14:52 0 547
Education
TiG ও Mig ওয়েল্ডিং কী? Tig ও Mig এর মধ্যে পার্থক্য
আসসালামু আলাইকুম। SolveBin.com এর নতুন একটি আর্টিকেলে আপনাদের সবাইকে স্বাগতম করছি।...
By nurislam 2024-11-02 02:12:35 0 549
Education
দৈনন্দিন জীবন ও বিজ্ঞান রচনা
ভূমিকা দৈনন্দিন জীবনের প্রতিটি কার্যক্রম, যেমন যোগাযোগ, স্বাস্থ্যসেবা, শিক্ষা, পরিবহন, এবং বিনোদন...
By nurislam 2024-11-02 01:58:51 0 521
Math
গোলকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র
গোলক হলো এমন একটি জ্যামিতিক আকার যার সব পৃষ্ঠের বিন্দুগুলি কেন্দ্রে থেকে সমান দূরত্বে অবস্থান...
By nurislam 2024-11-13 17:35:15 0 369
Math
স্ক্রু গজ কাকে বলে | স্ক্রু গজ এর সূত্র
স্ক্রু গজ কাকে বলে: স্ক্রু গজ হলো একটি সূক্ষ্ম পরিমাপের যন্ত্র যা কোনো বস্তু বা তারের অতি সূক্ষ্ম...
By nurislam 2024-11-10 17:44:30 0 485