Sponsored

বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ (৯২ তম দীর্ঘমেয়াদি কোর্স) Apply Now

0
545

(৯২তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্স) এর জন্য যোগ্যতা :

বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ (৯২ তম দীর্ঘমেয়াদি কোর্স) Apply Now বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ (৯২ তম দীর্ঘমেয়াদি কোর্স) Apply Now
  • ১) বয়স: ০১ জুলাই ২০২৪ তারিখে ১৬ হতে ২১ বছর (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)। সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের জন্য ১৮-২৩ বছর।
  • ২) শারীরিক যোগ্যতা (ন্যূনতম)। ** বিশেষ দ্রষ্টব্য: উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্রবাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবে।
ক্রমিক শারীরিক যোগ্যতা পুরুষ প্রার্থীদের জন্য মহিলা প্রার্থীদের জন্য
উচ্চতা ১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি) ১.৫৫ মিটার (৫ ফুট ১ ইঞ্চি)
ওজন* ৫৪ কিলোগ্রাম (১২০ পাউন্ড) ৪৬.০০ কিলোগ্রাম (১০০ পাউন্ড)
বুকের মাপ স্বাভাবিক – ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি) প্রসারণ – ০.৮১ মিটার (৩২ ইঞ্চি) স্বাভাবিক-০.৭১ মিটার (২৮ ইঞ্চি) | প্রসারণ – ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি)

৩) শিক্ষাগত যোগ্যতা (ন্যূনতম(ক) জাতীয় মাধ্যম: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট/সমমান পরীক্ষায় যেকোনো একটিতে জিপিএ ৫.০০ ও অন্যটিতে ন্যূনতম জিপিএ ৪.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে। (খ) ইংরেজি মাধ্যম: ‘ও’ লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম ৩টিতে ‘এ’ গ্রেড ও তিনটিতে ‘বি’ গ্রেড এবং ‘এ’ লেভেলে ন্যূনতম ‘বি’ গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে। অথবা,

‘ও’ লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম দুইটিতে ‘এ’ গ্রেড তিনটিতে ‘বি’ গ্রেড ও একটিতে ‘সি’ গ্রেড এবং ‘এ’ লেভেল এ দুইটি বিষয়ের মধ্যে একটিতে ‘এ’ গ্রেড ও একটিতে ‘বি’ গ্রেড পেয়ে উত্তীর্ণ থাকতে হবে।

গ) ২০২৩ সালের এইচএসসি/ ‘এ’ লেভেল পরীক্ষার্থীগণ আবেদন করতে পারবেন। এক্ষেত্রে প্রার্থীদের অবশ্যই এসএসসি পরীক্ষায় জিপিএ-৫.০০ এবং ‘ও’ লেভেল পরীক্ষায় ৬টি বিষয়ের মধ্যে ন্যূনতম ৩টিতে ‘এ’ গ্রেড ও ৩টিতে ‘বি’ গ্রেড/সমমান ফলাফল থাকতে হবে।

৪)বৈবাহিক অবস্থা: প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে। ৫) জাতীয়তা: প্রার্থীকে থেকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশী নাগরিক হতে হবে।

Source Image From: https://joinbangladesharmy.army.mil.bd/

৯২ তম বি এম এ দীর্ঘমেয়াদী কোর্সে নিয়োগ প্রার্থীর অযোগ্যতা:
  • ৭) সেনা/নৌ/বিমানবাহিনী অথবা যেকোনো সরকারি চাকরি হতে বরখাস্ত ,অপসারিত, স্বেচ্ছায় পদত্যাগ গ্রহণ।
  • আইএসএসবি (ISSB) পরীক্ষায় দুইবার স্ক্রিন্ড আউট অথবা দু’ বার প্রত্যাখ্যান (একবার স্ক্রিন্ড আউট এবং একবার প্রত্যাখ্যাত প্রার্থীরা আবেদন করতে পারবেন। )
  • ৮) যে কোন ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন না।
  • ৯) সেনা/নৌ এবং বিমান বাহিনীর আপিল মেডিকেল বোর্ড কর্তৃক অযোগ্য বিবেচিত হলে।
  • ১০) প্রতিটি চোখের দৃষ্টিক্ষীণতা ও দূরদৃষ্টি ২.৫ ডাইঅপ্টার এর বেশি এবং বিষমদৃষ্টি ১.০ ডাইঅপ্টার এর বেশি।
  • ১১) প্রার্থীর বয়স ১৮ বছর হওয়ার পূর্বে ল্যাসিক(LASIK) অপারেশন গ্রহণযোগ্য নয়। ল্যাসিক(LASIK) অপারেশনের তারিখ হতে চোখ পরীক্ষার তারিখের মধ্যে ন্যূনতম ৩ (তিন) মাস অতিবাহিত হতে হবে।
  • ১২) দৈত নাগরিকত্ব: বাংলাদেশ ব্যতীত অন্য কোন দেশে স্থায়ীভাবে বসবাসের অনুমতি থাকলে সে সকল প্রার্থী আবেদন করার জন্য অযোগ্য বলে বিবেচিত হবে।

বাংলাদেশ সেনাবাহিনী (৯২ তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্স ) এর প্রার্থীদের অনলাইনে আবেদনের পদ্ধতি:

  • ১৩) ২৫ আগস্ট ২০২৩ হতে ২১ অক্টোবর ২০২৩ তারিখ পর্যন্ত শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে।
  • ১৪) আবেদনকারী প্রার্থীগণকে https://joinbangladesharmy.army.mil.bd ওয়েবসাইটে প্রবেশ করে Home Page এর উপরে ডান কোনায় APPLY NOW তে ক্লিক করে বর্ণিত কোর্সে APPLY করতে হবে।
  • ১৫) আবেদনকারী প্রার্থীগণ টেলিটক, Trust Bank t-cash, VISA / Master Card, Bkash, Nagad, Rocket ইত্যাদির মাধ্যমে ১,০০০ (এক হাজার) টাকা (অফেরৎযোগ্য) আবেদন ফি প্রদান করতে হবে। আবেদন প্রক্রিয়াতেই ওয়েব সাইটে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি প্রদান করা যায় এবং তাৎক্ষণিকভাবে প্রাথমিক সাক্ষাৎকারের কল-আপ লেটার পাওয়া যায়।
  • ১৬) অনলাইনে আবেদন করতে যে কোন প্রকার অসুবিধা হলে ওয়েবসাইটে দেখানো হেল্প ডেস্ক নম্বরে (+৮৮০১৭১৩১৬১৯৭৯) সরাসরি যোগাযোগ করা যাবে।

বাংলাদেশ সেনাবাহিনী (৯২ তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্স ) এর প্রার্থীদের নির্বাচন পদ্ধতি

  • ১৭) প্রাথমিক নির্বাচনী (স্বাস্থ্য ও মৌখিক): প্রাথমিক নির্বাচনী (স্বাস্থ্য ও মৌখিক) পরীক্ষা আগামী ২৯ অক্টোবর ২০২৩ হতে ০৯ নভেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত বিভিন্ন সেনানিবাসে অনুষ্ঠিত হবে। কোন প্রার্থী পরীক্ষার দিন উপস্থিত হতে অপারগ হলে বর্ণিত সময়ের মধ্যে যে কোন দিন উপস্থিত হয়ে উক্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তবে পরীক্ষার তারিখ পরিবর্তনের বিষয়টি পূর্বেই সরাসরি নিজ নিজ পরীক্ষা কেন্দ্রে জানাতে হবে ।
  • ১৮) লিখিত পরীক্ষা: প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে বাংলা, ইংরেজী, সাধারণ গণিত এবং সাধারণ জ্ঞান বিষয়ে সাক্ষাৎকার পত্রে উল্লেখিত স্থানে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষা আগামী ২৪ নভেম্বর ২০২৩ (শুক্রবার) তারিখ ০৯০০ ঘটিকায় অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষার ফলাফল ডিসেম্বর ২০২৩ মাসের ১ম সপ্তাহে https://joinbangladesharmy.army.mil.bd ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
  • ১৯) আন্তঃ বাহিনী নির্বাচন পর্ষদ (ISSB) পরীক্ষা: লিখিত পরীক্ষায় যোগ্য প্রার্থীদের ঢাকা সেনানিবাসে অবস্থিত আইএসএসবি’র ওয়েবসাইট www.issb-bd.org এ প্রকাশ করা হবে। এই পরীক্ষা চার দিনে সম্পন্ন হবে এবং যাবতীয় ব্যয় সরকার কর্তৃক বহন করা হবে।
  • ২০) চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা: আইএসএসবি পরীক্ষার পর প্রার্থীদেরকে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে ।
  • ২১) চূড়ান্ত নির্বাচন এবং যোগদান নির্দেশিকা প্রদান: স্বাস্থ্য পরীক্ষায় চূড়ান্ত যোগ্যতা অর্জন সাপেক্ষে প্রার্থীদেরকে সেনাসদর, এজি’র শাখা (পিএ পরিদপ্তর) কর্তৃক চূড়ান্তভাবে নির্বাচিত করা হবে এবং যোগদান নির্দেশিকা প্রদান করা হবে।
বিএমএ প্রশিক্ষণ:

২২) চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীগণ বিএমএ’তে ৩ (তিন) বৎসরের প্রশিক্ষণ গ্রহণ করবেন এবং প্রশিক্ষণ সমাপনান্তে কমিশন লাভ করবেন।

উক্ত পদে প্রাপ্ত সুযোগ সুবিধা (বেতন/ভাতা)

২৩) বেতন/ভাতা: সরকার কর্তৃক নির্ধারিত সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী অফিসার ক্যাডেটগণ বেতন ও ভাতা প্রাপ্ত হবেন। পরবর্তীতে কমিশন্ড অফিসার হিসেবে প্রযোজ্য বেতন ভাতা ও অন্যান্য আনুষঙ্গিক সুবিধা প্রাপ্ত হবেন।

২৪) উক্ত পদে অন্যান্য সুযোগ সুবিধা ও বিশেষত্ব:

  • ক) বিদেশে প্রশিক্ষণ: প্রশিক্ষণের বিভিন্ন পর্যায়ে এবং কমিশন প্রাপ্তির পর মেধাবী ক্যাডেট এবং অফিসারগণ বিদেশে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন ।
  • খ) উচ্চতর শিক্ষা: ব্যক্তিগত যোগ্যতার ভিত্তিতে স্নাতকোত্তর, এমফিল ও পিএইচডি ডিগ্রী অর্জনের সুযোগ পাবেন।
  • গ) বাসস্থান: নিরাপদ ও মনোরম পরিবেশে মানসম্পন্ন ও সুসজ্জিত বাসস্থান প্রাপ্তির সুযোগ পাবেন ।
  • ঘ) চিকিৎসা: সামরিক হাসপাতালসমূহে উন্নতমানের চিকিৎসা সুবিধা ও দূরারোগ্য ব্যাধিতে উন্নত চিকিৎসার প্রয়োজন হলে বিধি মোতাবেক বিদেশে সুচিকিৎসার সুযোগ পাবেন ।
  • ঙ ) সন্তানদের অধ্যয়ন: নিজ সন্তানদের জন্য সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত স্কুল/কলেজ, ক্যাডেট কলেজ, আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজ (AFMC), মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি (MIST) এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ (BUP) এ শিক্ষা গ্রহণের সুযোগ পাবেন ।

বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ বক্তব্য পদের (বিশেষ নির্দেশনা):

  • ২৫) চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের বিএমএ’তে যোগদানের পূর্বে জাতীয় পরিচয়পত্র প্রস্তুত করার জন্য পরামর্শ দেয়া হলো।
  • ২৬) সামরিক মৌলিক প্রশিক্ষণের প্রয়োজনে প্রার্থীদেরকে বিএমএ’তে যোগদানের পূর্বে সাঁতার শেখার জন্য উপদেশ দেয়া হলো।
  • ২৭) ক্যাডেট কলেজ/বিএনসিসি/এমসিএসকে-এর ক্যাডেটদের স্ব স্ব কলেজ/রেজিমেন্টের মাধ্যমে আবেদন করতে হবে ।
  • ২৮) বিজ্ঞপ্তির যে কোন অংশ পরিবর্তনের ক্ষমতা সেনাবাহিনী সদর দপ্তর সংরক্ষণ করে।
  • ২৯) চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদান পত্র প্রদান/বাতিলের ক্ষমতা সেনাবাহিনী সদর দপ্তর সংরক্ষণ করে।

অনলাইনে আবেদন করতে ভিজিট করুনঃ

https://joinbangladesharmy.army.mil.bd আবেদনের শেষ তারিখ ২১ অক্টোবর ২০২৩ হেল্প ডেস্ক নম্বর: +৮৮০১৭১৩১৬১৯৭৯ ই-মেইল: joinarmy.helpdesk@gmail.com পরিচালক পার্সোনেল এ্যাডমিনিস্ট্রেশন পরিদপ্তর এ্যাডজুটেন্ট জেনারেল শাখা সেনাবাহিনী সদর দপ্তর, ঢাকা সেনানিবাস ।

Search
Categories
Read More
Math
ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত
যেকোনো ত্রিভুজের তিন কোণের সমষ্টি সর্বদা ১৮০° বা দুটি সমকোণ। এই আর্টিকেলটিতে, আমরা ত্রিভুজের...
By nurislam 2024-11-19 06:30:52 0 104
Math
গোলকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র
গোলক হলো এমন একটি জ্যামিতিক আকার যার সব পৃষ্ঠের বিন্দুগুলি কেন্দ্রে থেকে সমান দূরত্বে অবস্থান...
By nurislam 2024-11-13 17:35:15 0 366
Education
দৈনন্দিন জীবন ও বিজ্ঞান রচনা
ভূমিকা দৈনন্দিন জীবনের প্রতিটি কার্যক্রম, যেমন যোগাযোগ, স্বাস্থ্যসেবা, শিক্ষা, পরিবহন, এবং বিনোদন...
By nurislam 2024-11-02 01:58:51 0 519
Visa
রোমানিয়া ভিসার দাম কত জেনে নিন
রোমানিয়া ভিসার দাম বর্তমানে পাঁচ থেকে সাত লক্ষ টাকা। তবে যদি আপনি সরকারি ভাবে কিংবা আপনার নিজস্ব...
By nurislam 2024-11-02 04:36:06 0 560
Education
Auto Electricity & Electronic (67171) Exam Super Suggestion (part 2)
সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে পূর্ববর্তী পোস্টে ডিপ্লোমা ইন পাওয়ার টেকনোলজির সপ্তম...
By nurislam 2024-11-02 03:38:10 0 520