AMIE ভর্তি তথ্যাবলী | AMIE Admission System ২০২৪
AMIE কি?
AMIE হল ইঞ্জিনিয়ারিং ইনষ্টিটিউশন, বাংলাদেশ (IEB) পরিচালিত একটি পরীক্ষার নাম, যে পরিক্ষায় উত্তীর্ণ হলে আইইবি’র এসোসিয়েট মেম্বারশিপ দেওয়া হয় এবং একই সাথে ইঞ্জিনিয়ারিং এ গ্রাজুয়েশন কমপ্লিটের সার্টিফিকেট দেওয়া হয়, যার মাধ্যমে আপনি নিজেকে একজন Engineer হিসাবে গড়ে তুলতে এবং পরিচয় প্রদানের সুযোগ পেয়ে থাকেন। AMIE (Section A and B ) পাশকে B.Sc Engineering এর সমমান হিসেবে স্বীকৃত দেওয়া হয়েছে এবং B.Sc Engineering যোগ্যতার সকল সরকারী বা বেসকারী বা আধা সরকারী চাকুরী সমূহে AMIE পাশ প্রকৌশলী আবেদনের সুযোগ পেয়ে থাকেন । AMIE Admission Rules and Regulation for 2024. How to get IEB Membership in 2024.
AMIE কোর্সে ভর্তি সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যাবলী :
- প্রত্যেক বছরের দুইটি সেশনে ভর্তি নেয়া হয়। ফেব্রুয়ারী’ এবং ‘আগষ্ট’ মাসে ।
- “ফেব্রুয়ারী” সেশনে মাসের ১-২৮ তারিখ পর্যন্ত এবং “আগষ্ট” সেশনে ১-৩১ তারিখ পর্যন্ত সম্পূর্ণ মাসব্যাপী ভর্তি নেয়া হয়।
- ডিপ্লোমা (Diploma) থেকে পাশকৃত এএমআইই (AMIE) কোর্সে ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের নূন্যতম সিজিপিএ (CGPA)-৩.০০ থাকতে হবে ।
- এইচ.এস.সি (বিজ্ঞান বিভাগ থেকে) পাশকৃত এএমআইই (AMIE) কোর্সে ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের নূন্যতম জিপিএ (GPA) -৪.০০ থাকতে হবে এবং ইংরেজী, গণিত, রসায়ন, পদার্থ- এ ৪টি বিষয়ের প্রত্যেকটিতে অবশ্যই নূন্যতম জিপিএ (GPA) ৩.০০ পয়েন্ট থাকতে হবে । তাছাড়াও এইচ.এস.সি (HSC) পাশের বছর থেকে নূন্যতম ২ বছরের বিরতি থাকতে হবে এবং আইইবি’র (IEB) কোন একজন সদস্যের অধীনে টেকনিক্যাল জব (Technical Job) সার্টিফিকেট থাকতে হবে ।
- ভর্তির সময় পাসপোর্ট সাইজের ২ কপি ছবি , S.S.C সার্টিফিকেট এর ফটোকপি, ডিপ্লোমা বা H.S.C পাশের Certificate, Grade Sheet / একাডেমিক Transcript- ইত্যাদি আইইবি’র Member / Fellow সদস্যের দ্বারা সত্যায়িত কপি ভর্তি ফরমের সাথে জমা দিতে হবে ।
- যে কোন বিভাগ থেকে ডিপ্লোমা (Diploma) সম্পন্ন করার পর আইইবি ( IEB ) পরিচালিত এএমআইই ( AMIE ) কোর্সের সিভিল (Civil), মেকানিক্যাল (Mechanical), ইলেকট্রিক্যাল (Electrical) ও কেমিক্যাল (Chemical) এ ৪টি বিভাগের যে কোনটিতে ভর্তি হতে পারবে । ভর্তি ফি ও বার্ষিক চাঁদা মার্কেন্টাইল ব্যাংক (Markentail Bank Limited) এর আইইবি শাখা বা মার্কেন্টাইল ব্যাংক এর যে কোন শাখায় আইইবি’র জমা রশিদ (Pay Slip) এর মাধ্যমে টাকা জমা দিয়ে আইইবি’র যে কোন কেন্দ্রে ভর্তি হওয়া যাবে ।
- AMIE Admisson Process and Admission Cost 2023. ভর্তি ফি: (৭,৫০০/- + বার্ষিক চাঁদা: ১,০০০/-+ ছাত্র কল্যাণ তহবিল (বাৎসরিক): ৫০/-) সর্বমোট: ৮,৫৫০/-
- ভর্তি ফরম যথাযথভাবে পূরণ করে ভর্তি ফরমে যার যার শিক্ষা প্রতিষ্ঠান থেকে / চাকুরীর স্থল থেকে/ ব্যক্তিগতভাবে পরিচিত এমন ২ জন আইইবি’র Member/ Fellow সদস্যের রিকমেন্ডেশন নিতে হবে ।
- আগস্ট ২০১৫ শর্তে মোতাবেক ভর্তি থেকে সেকশন ‘এ’ তে ১১ টি বিষয় এবং সেকশন বি’ তে ১১ টি বিষয় এই মোট ২২ টি বিষয়ের উপর পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে ।
- ফেব্রুয়ারি ২০১৫ টার্মে বা তার পূর্বে যারা ভর্তি হয়েছে তারা সেকশন ‘এ’ তে- ৮ টি এবং সেকশন ‘বি’ তে ৮ টি বিষয় মোট ১৬ টি বিষয়ের উপর পরীক্ষায় অংশগ্রহণ করবে ।
- সিভিল মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল ও কেমিক্যাল প্রতিটি বিভাগে মোট ২২ টি বিষয় অন্তর্ভূক্ত রয়েছে । ‘পার্ট-এ’ তে ১১টি বিষয় ও ‘পার্ট-বি’ তে ১১টি বিষয় । ‘পার্ট-এ’ সম্পূর্ণ করার পরে ‘পার্ট-বি’ সম্পূর্ণ করতে হবে । → প্রতি সেমিস্টারে সর্বোচ্চ চার (৪) সাবজেক্ট পরীক্ষা দেওয়া যাবে ।
- ‘এ-পার্ট’ শেষে আইইবিতে ৪০ ঘন্টার কম্পিউটার ট্রেনিং এবং ‘বি-পার্ট’ শেষে তিন মাস ইন্ডাস্ট্রিয়াল এটাচমেন্ট সম্পন্ন করতে হবে ।
- এএমআইই (AMIE) কোর্সে সেমিষ্টার (প্রতি ৬ মাসে একটি সেমিস্টার) পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হয় । ভর্তির ১ বছর পর প্রথম পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং পরবর্তীতে ৬ মাস অন্তর অন্তর পরীক্ষা অনুষ্ঠিত হবে ।
- এএমআইই কোর্সে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের মেয়াদ Registration Validity ১৫ বছর পর্যন্ত থাকবে। শিক্ষার্থীরা এই ১৫ বছরের সময়কে কাজে লাগাতে পারবে।
- এএমআইই ভর্তির সময় প্রত্যেক শিক্ষার্থীকে মূল সনদ পত্র প্রদর্শন করতে হবে । এখানে বলে নেয়া ভালো যে, মূল সনদপত্র জমা নেয়া হবে না। শুধু মাত্র ভেরিফিকেশন বা সত্যতা যাচাই করার জন্য মূল সনদ পত্রের প্রয়োজন হবে।
- ভর্তি সংক্রান্ত যাবতীয় বিষয়াদির জন্য শিক্ষার্থীদের আইইবি (IEB) ভবনের নিচ তলায় ভর্তিতথ্য কেন্দ্রে যোগাযোগ করার জন্য আহ্বান করা হচ্ছে । ভর্তি সংক্রান্ত যে কোন প্রয়োজনে কল করুন:
AMIE তে কেন পড়বেন ?
Diploma Engineering পাশকৃত ছাত্র/ছাত্রীদের Dhaka University of Engineering and Technology (DUET) ব্যাতিত একমাত্র Public Institute IEB -এ AMIE কোর্সের মাধ্যমে Graduate Engineer হওয়ার অপূর্ব সুযোগ ।আন্তর্জাতিক মান সম্মত ডিগ্রী (IEB certified engineer) অর্জন ।
AMIE থেকে বিএসসি পাস করা ইঞ্জিনিয়াররা IEB মেম্বারশিপ ও ইঞ্জিনিয়ারিং কোড পাবে । AMIE থেকে পড়াশুনা করে আপনি BCS দিতে পারবেন। HSC (বিজ্ঞান) বিভাগ পাশকৃত ছাত্র/ছাত্রী দের AMIE তে পড়ে একজন সার্টিফাইড ইঞ্জিনিয়ার হওয়ার সুযোগ। AMIE থেকে পড়াশুনা করে Higher Study (MSc ) -এর সুযোগ পাবেন ।
আশা করছি এই আর্টিকেল টিতে, AMIE তে BSc ইঞ্জিনিয়ারিং পড়ার সমস্ত তথ্য উপস্থাপন করেছি। তারপরও যদি কোথাও , তথ্যের শুন্যতা মনে করে থাকেন তা আমাদেরকে জানান। আমরা পরবর্তী আপডেটে তা সংযোজন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
- Education
- Health
- Lifestyle
- Job
- Visa
- Govt Info
- Career
- Tech
- Art
- Causes
- Crafts
- Dance
- Drinks
- Film
- Fitness
- Food
- Games
- Gardening
- Health
- Home
- Literature
- Music
- Networking
- Other
- Party
- Religion
- Shopping
- Sports
- Theater
- Wellness