IEB স্বীকৃত বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের তালিকা ও প্রোগ্রামসমূহ ২০২৪

Photo of author

By Nur Islam

আসসালামু আলাইকুম। একজন ইঞ্জিনিয়ার এর জন্য IEB (আইইবি) মেম্বারশিপ কতটুকু গুরুত্বপূর্ণ তা আর বলার অপেক্ষা রাখে না! কেননা, একমাত্র IEB (আইইবি) মেম্বারশিপের মাধ্যমে আপনি ইঞ্জিনিয়ার কোড পেতে পারেন। IEB (আইইবি) অনুমোদিত ইউনিভার্সিটি থেকে পাস্ করলেই শুধু মাত্র IEB কোডই পাবেন নাহ, সাথে থাকবে নিজেকে দেশে-বিদেশে ইঞ্জিনিয়ার হিসেবে উপস্থাপন করার সুযোগ।

IEB (আইইবি) স্বীকৃত বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের নাম তালিকা ও ভর্তি পদ্ধতি, বাংলাদেশের কোন কোন বিশ্ববিদ্যালয়ে IEB মেম্বারশিপ পাওয়া যায়? IEB অনুমোদিত বাংলাদেশের কোন কোন ইউনিভার্সিটি রয়েছে? IEB অনুমোদিত প্রোগ্রাম গুলো কী কী? প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পড়লে কি IEB মেম্বারশিপ পাওয়া যায় ? ইত্যাদি সম্পর্কে আপনাদের বিস্তারিত জানানোর জন্যই আজকের এই পর্বটি।

Table of Contents

IEB অনুমোদিত বাংলাদেশের সকল বিদ্যালয়ের সমূহের নাম

IEB (আইইবি) থেকে অনুমোদিত বাংলাদেশের ৩৩ টি বিশ্ববিদ্যালয়ে নির্দিষ্ট বিষয়ের উপর বিএসসি ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ রয়েছে। আপনি শুধুমাত্র IEB (আইইবি) অনুমোদিত এই নির্দিষ্ট ৩৩ টি বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি(BSc) ইঞ্জিনিয়ারিং পাশ করার পর আইবি মেম্বারশিপের (IEB membership) জন্য সরাসরি আবেদন করতে পারবেন। যে সকল বিশ্ববিদ্যালয় আইএবির অনুমোদন রয়েছে এবং বিশ্ববিদ্যালয় গুলোতে চলমান পোগ্রাম সম্পর্কে নিচে তালিকা দেয়া হলো:

ieb অনুমোদিত প্রাইভেট বিশ্ববিদ্যালয়

“এই আর্টিকেলটিতে জুলাই ২০২৪ পর্যন্ত এখন আপডেট যে তথ্যগুলো পাওয়া গিয়েছে, তার আলোকে আর্টিকেলটি আপনাদের সামনে উপস্থাপন করা হলো। এবং কয়েক মাস পর পর এই আর্টিকেলটি আপডেট করা হবে।”

১) বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় | Bangladesh University of Engineering and Technology (BUET)

বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (BUET) এর অধীনে IEB অনুমোদিত সাতটি (৭টি) প্রোগ্রাম চালু রয়েছে। আপনারা এই সাতটি (৭টি) প্রোগ্রাম থেকে বিএসসি (BSc ) ইঞ্জিনিয়ার শেষ করার পর আইবি মেম্বারশিপের জন্য আবেদন করতে পারবেন। স্বীকৃত প্রোগ্রাম বা ডিপার্টমেন্টগুলো হলো:

B.Sc in Mechanical Engineering (ME)
B.Sc in Electrical and Electronics Engineering (EEE)
BSc in Chemical Engineering (ChE)
B.Sc in Computer Science and Engineering (CSE)
B.Sc in Metallurgical Engineering
B.Sc in Naval Arch. & Marine Engineering
B.Sc in Civil Engineering (CE)

BUET IEB Approved Program List 2023.

২)ঢাকা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি । Dhaka University of Engineering and Technology (DUET)

বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) অধীনে IEB অনুমোদিত সকল প্রোগ্রাম চালু রয়েছে। আপনারা ডুয়েট থেকে যেকোনো প্রোগ্রামে বিএসসি (BSc ) ইঞ্জিনিয়ার শেষ করার পর আইবি মেম্বারশিপের জন্য আবেদন করতে পারবেন। স্বীকৃত প্রোগ্রাম বা ডিপার্টমেন্টগুলো হলো:

Department of Civil Engineering (CE)
Department of Electrical and Electronic Engineering (EEE)
Department of Mechanical Engineering (ME)
Department of Computer Science and Engineering (CSE)
Department of Textile Engineering (TE)
Department of Architecture Engineering (AE)
Department of Industrial and Production Engineering (IPE) Department of Materials and Metallurgical Engineering (MME) Department of Chemical Engineering (CE)
Department of Food Engineering (FE)

৩) অ্যাসোসিয়েট মেম্বার ইনস্টিটিউশন ওফঃ ইঞ্জিনিয়ার্স । Associate Member Institution of Engineers (AMIE)

অ্যাসোসিয়েট মেম্বার ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স (AMIE ) এর অধীনে IEB (আইইবি) অনুমোদিত চারটি (৪টি) প্রোগ্রাম চালু রয়েছে। আপনারা এই চারটি (৪টি) প্রোগ্রাম থেকে বিএসসি (BSc ) ইঞ্জিনিয়ার শেষ করার পর আইবি মেম্বারশিপের জন্য আবেদন করতে পারবেন। স্বীকৃত প্রোগ্রাম বা ডিপার্টমেন্টগুলো হলো:

Civil Engineering (CE)
Electrical and Electronics Engineering (EEE)
Mechanical Engineering (ME)
Chemical Engineering (ChE)

AMIE Admission Rules and Process in 2023.

৪) চিটাগাং ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি | Chittagong University of Engineering and Technology (CUET)

চিটাগাং ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (চুয়েট) এর অধীনে IEB (আইইবি) অনুমোদিত তিনটি (৩টি) প্রোগ্রাম চালু রয়েছে। আপনারা এই তিনটি (৩টি) প্রোগ্রাম থেকে বিএসসি (BSc ) ইঞ্জিনিয়ার শেষ করার পর আইবি মেম্বারশিপের জন্য আবেদন করতে পারবেন। স্বীকৃত প্রোগ্রাম বা ডিপার্টমেন্টগুলো হলো:

Electrical and Electronics Engineering (EEE)
Mechanical Engineering (ME)
Civil Engineering (CE)

৫) খুলনা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি। Khulna University of Engineering and Technology (KUET)

খুলনা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির (কুয়েট) অধীনে IEB অনুমোদিত সকল প্রোগ্রাম চালু রয়েছে। আপনারা CUET (কুয়েট) থেকে যেকোনো প্রোগ্রামে বিএসসি (BSc ) ইঞ্জিনিয়ার শেষ করার পর আইবি মেম্বারশিপের জন্য আবেদন করতে পারবেন। স্বীকৃত প্রোগ্রাম বা ডিপার্টমেন্টগুলো হলো:

  • Bachelor of Science in Civil Engineering (CE)
  • Bachelor of Science in Electrical & Electronic Engineering (EEE)
  • Bachelor of Science in Mechanical Engineering (ME)
  • Bachelor of Science in Computer Science & Engineering (CSE)
  • Bachelor of Science in Electronics & Communication Engineering (ECE)
  • Bachelor of Science in Industrial Engineering and Management (IEM)
  • Bachelor of Science in Leather Engineering (LE)
  • Bachelor of Science in Textile Engineering (TE)
  • Bachelor of Science in Building Engineering & Construction Management (BECM)
  • Bachelor of Science in Biomedical Engineering (BME)
  • Bachelor of Science in Materials Science and Engineering (MSE)
  • Bachelor of Science in Energy Science & Engineering (ESE)
  • Bachelor of Science in Mechatronics Engineering (MTE)
  • Bachelor of Science in Chemical Engineering (ChE)

৬) রাজশাহী ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি । Rajshahi University of Engineering and Technology (RUET)

রাজশাহী ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির (রুয়েট) অধীনে IEB অনুমোদিত প্রোগ্রাম বা ডিপার্টমেন্টগুলো হলো:

অত্র প্রতিষ্ঠানে চলমান সকল ডিপার্টমেন্ট।

ieb membership university of bangladesh in cse

৭) International University of Business Agriculture and Technology (IUBAT)

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিসনেস এগ্রিকালচার এন্ড টেকনোলজির (IUBAT) অধীনে IEB অনুমোদিত প্রোগ্রাম বা ডিপার্টমেন্টগুলো হলো:

  • সিভিল ইঞ্জিনিয়ারিং – Civil Engineering (CE)
  • কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং – Computer Science and Engineering (CSE)
  • ইলেকট্রিকাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং – Electrical and Electronic Engineering (EEE)

৮) আহসানুল্লাহ ইউনিভার্সিটি অফ সাইন্স এন্ড টেকনোলজি। Ahsanullah University of Science and Technology (AUST)

আহসানুল্লাহ ইউনিভার্সিটি অফ সাইন্স এন্ড টেকনোলজির (AUST) অধীনে IEB অনুমোদিত প্রোগ্রাম বা ডিপার্টমেন্টগুলো হলো:

Civil Engineering (CE)
Industrial and Production Engineering (IPE)
Textile Engineering (TE)
Computer Science and Engineering (CSE)
Electrical and Electronic Engineering (EEE)

৯) আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় । Ahsanullah University of Science and Technology (ASTU)

আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় র (ASTU) অধীনে IEB অনুমোদিত প্রোগ্রাম বা ডিপার্টমেন্টগুলো হলো:

ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (EEE)
সিভিল ইঞ্জিনিয়ারিং (CE)
কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (CSE)

১০) বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইল । Bangladesh University of Textiles (BUTEX)

বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইল (BUTEX) -র অধীনে IEB অনুমোদিত প্রোগ্রাম বা ডিপার্টমেন্টগুলো হলো:

শুধুমাত্র Textile Engineering (TE)

ieb membership private university of bangladesh in civil

১১) ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি । Islamic University of Technology (IUT)

ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি (IUT) -র অধীনে IEB অনুমোদিত প্রোগ্রাম বা ডিপার্টমেন্টগুলো হলো:

  • Mechanical Engineering (ME)
  • Computer Science and Engineering (CSE)}
  • Civil and Environmental Engineering (CEE)
  • Electrical and Electronics Engineering (EEE)

১২) শাহজালাল ইউনিভার্সিটি অফ সাইন্স এন্ড টেকনোলজি । Shahjalal University of Science and Technology (SUST)

শাহজালাল ইউনিভার্সিটি অফ সাইন্স এন্ড টেকনোলজি (SUST) -র অধীনে IEB অনুমোদিত প্রোগ্রাম বা ডিপার্টমেন্টগুলো হলো:

BSc in Civil and Environmental Engineering (CEE)
BSc in Computer Science and Engineering (CSE)
IBSc in Industrial and Production Engineering (IPE)
BSc in Chemical Engineering and Polymer Science (CEP)

১৩) আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ । American International University-Bangladesh (AIUB)

American International University-Bangladesh (AIUB) -র অধীনে IEB অনুমোদিত প্রোগ্রাম বা ডিপার্টমেন্টগুলো হলো:

  • Computer Science and Engineering (CSE)
  • Computer Engineering (CoE)
  • Electrical and Electronic Engineering (EEE)
  • Electronic and Communication Engineering (ECE)

১৪) ব্র্যাক ইউনিভার্সিটি। Brac University (BracU)

ব্র্যাক ইউনিভার্সিটি (BracU) -র অধীনে IEB অনুমোদিত প্রোগ্রাম বা ডিপার্টমেন্টগুলো হলো:

  • ইলেকট্রিকাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (EEE)
  • কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (CSE)
  • ইলেকট্রনিক এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ECE)

১৫) ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি । Dhaka International University (DIU)

Dhaka International University (DIU) -র অধীনে IEB অনুমোদিত প্রোগ্রাম বা ডিপার্টমেন্টগুলো হলো:

শুধুমাত্র BSc inকম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (CSE)

১৬) ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি । East West University (EWU)

East West University (EWU) -র অধীনে IEB অনুমোদিত প্রোগ্রাম বা ডিপার্টমেন্টগুলো হলো:

ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ICE)
ইলেকট্রিকাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (EEE)
কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (CSE)
ইলেকট্রনিক এন্ড টেলিকম্যুনিকেশন ইঞ্জিনিয়ারিং (ETE)

১৭) ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। Independent University of Bangladesh (IUB)

Independent University of Bangladesh (IUB) -র অধীনে IEB অনুমোদিত প্রোগ্রাম বা ডিপার্টমেন্টগুলো হলো:

Electrical and Electronic Engineering (EEE)
Computer Engineering (CEn)
Electronic and Telecommunication Engineering (ETE)
Computer Science and Engineering (CSE)

১৮) মিলিটারি ইনস্টিটিউট অফ সাইন্স এন্ড টেকনোলজি । Military Institute of Science and Technology (MIST)

Military Institute of Science and Technology (MIST) -র অধীনে IEB অনুমোদিত প্রোগ্রাম বা ডিপার্টমেন্টগুলো হলো:

Mechanical Engineering
Computer Science and Engineering
Civil Engineering
Electrical, Electronic and Communication Engineering
Aeronautical Engineering

4 thoughts on “IEB স্বীকৃত বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের তালিকা ও প্রোগ্রামসমূহ ২০২৪”

  1. Hi! This is kind of off topic but I need some
    guidance from an established blog. Is it tough to set up your own blog?
    I’m not very techincal but I can figure things out pretty fast.
    I’m thinking about making my own but I’m not
    sure where to start. Do you have any ideas or suggestions?
    Cheers

    Reply
  2. Very informative article! Thank you for providing the list of IEB recognized universities in Bangladesh and their programs for 2024. It will be very helpful for students who are planning to pursue higher education.

    Reply
  3. It is really wonderful and a prestigious degree for us. I feel blessed to be an IEBian. In here mentioned article, thats will be very helpful for known about IEB recognized universities in Bangladesh and their programs.

    Reply
  4. Wow, thank you so much for providing this comprehensive list of IEB recognized universities in Bangladesh and their programs for 2024. This is really helpful for students like me who are looking for quality education. Keep sharing such valuable resources!

    Reply

Leave a Comment