আজ আমরা, ৮ম শ্রেণীর English for today বইয়ের Unit: 1, Lesson: 2 (Nakshi Kantha) এই লেসনটি অধ্যায়ন করবো। আশা করি সম্পূর্ণ ক্লাসটি মনোযোগ সহকারে দেখলে তোমরা এই লেসনটি সহজেই বুঝতে পারবে। এই লেসনে থাকা প্রশ্নোত্তরগুলো, পল্লী কবি জসীমউদ্দীন এর কবিতাংশ এবং নকশীকাঁথা সংক্রান্ত প্যাসেজটি বাংলা অনুবাদ ও ব্যাখ্যাসহকারে অধ্যয়ন করব। তো চলো শুরু করা যাক।
Nakshi Kantha: Key words
quilt: কম্বল/তোশক , artistic: শৈল্পিক, commercially: বাণিজ্যিকভাবে, traditional: ঐতিহ্যবাহী, demand: চাহিদা, pattern: নকশা
Questions and answers
A. Look at the picture and the questions. Then ask and answer the questions with your partner. (চিত্রটির দিকে তাকাও এবং প্রশ্নগুলো দেখো। এরপর তা তুমি তোমার সহপাঠী নিকট প্রশ্নগুলো করো এবং উত্তর দাও।)
1. What do you see in the picture? (তুমি চিত্রে কি দেখতে পাচ্ছো? )
Ans: I see a quilt in the picture. আমি চিত্রে একটি কম্বল/তোশক দেখতে পাচ্ছি।
2. What is it called? (এটাকে কি বলে)
Ans: It is called Nakshi Kantha. (এটাকে নকশী কাঁথা বলে)
3. Have you seen it before? Where? [তুমি কি এটা পূর্বে কখনো দেখেছো, (যদি দেখে থাকো তাহলে) কোথায় দেখেছো]
Ans: Yes, I have seen it before in my grand mother’s house. (হ্যাঁ। এটি আমি আমার নানু বাড়িতে দেখেছি)
4. What do we do with it? (আমরা এটা দিয়ে কি করি)
Ans: We use it as bed sheet/quilt . (আমরা এটি বিছানার চাদর/কম্বল হিসেবে ব্যবহার করি)
Field of the embroidered quilt by Jasimuddin
B. Excerpt from The field of the embroidered quilt by Jasimuddin: (জসীমউদ্দীন এর “নকশী কাঁথার মাঠ” থেকে উদ্ধৃতি )
Spreading the embroidered quilt,
সূচিকর্ম করা কাঁথা মেলে,
She works the livelong night,
সে কাজ করে রাতভর,
As if her poet were
যেন তার কবি রয়েছে,
On his bereaved plight.
বেদনাময় এক পথের উপর।
Many a joy and many a sorrow
অনেক আনন্দ, অনেক দুঃখ,
Is written on her breast;
তার বুকে লেখা আছে,
The story of Rupai’s life is there,
রূপাইয়ের জীবনের গল্প,
Line by line expressed.
সারি সারি রেখায় আঁকা আছে।
“How will he bear the pain, mother?
“মা, সে কেমন করে সহ্য করবে ব্যথা?
On this quilt lies all of mine
এই কাঁথায় আছে আমার সব,
All my pain and my grief,
আমার সমস্ত দুঃখ আর যন্ত্রণা,
Embroidered line by line.
সারি সারি রেখায় সূচিত করা।
So lay it on my grave, mother.
তাহলে আমার কবরের উপর এটি বিছিয়ে দিও, মা।
This picture of my grief,
এই দুঃখের ছবি,
That his and mine upon its breast
যাতে তার ও আমার বেদনা,
May mingling find relief.
একসাথে মিশে প্রশান্তি পায়।
অনুবাদ: ই. এম. মিলফোর্ড
Meaning of the Paragraph in Bengali
C. Now read the text to know about nakshi kantha. (নকশি কাঁথা সম্পর্কে জানতে নিম্ন বর্ণিত লেখাগুলো পড়ো)
Nakshi kantha is a kind of embroidered quilt. নকশি কাঁথা একটি ধরনের সূচিকর্ম করা কাঁথা। The name was taken from the Bengali word, ‘naksha’ which means artistic pattern. নামটি নেয়া হয়েছে বাংলা শব্দ ‘নকশা’ থেকে (যার অর্থ শৈল্পিক নকশা) । It is a kind of traditional craft and is said to be indigenous to Bangladesh and West Bengal in India. এটা এক ধরনের ঐতিহ্যবাহী হস্তশিল্প এবং বলা হয় বাংলাদেশ ও ভারতের পশ্চিম বঙ্গের আদিবাসীদের হস্তশিল্প। The art has been practised in rural Bengal for centuries. এই হস্তশিল্পটি শতাব্দীর পর শতাব্দি ধরে গ্রাম বাংলায় চর্চিত হয়ে আসছে। The name’Nakshi Kantha’ became popular after the poet Jasimuddin’s poem ‘ Nakshi KantharMath’ was published in 1929. ১৯২৯ সালে কবি জসীম উদ্দিনের কবিতা “নকশীকাঁথার মাঠ” প্রকাশিত হওয়ার পর নকশি কাঁথা নামটি জনপ্রিয় হয়ে উঠে।
Traditional kanthas are made for family use. ঐতিহ্যবাহী কাঁথা তৈরি হয় পারিবারিক ব্যবহারের জন্য। Old or new cloth and thread are used to make these quilts. পুরাতন অথবা নতুন কাপড় এবং সুতা ব্যবহৃত হয় এই কাঁথা গুলো তৈরিতে। Mymensingh, Jamalpur, Rajshahi, Faridpur, Bogra and Jessore are most famous for this craft. ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া এবং যশোর এই হস্তশিল্পের জন্য জন্য অধিক প্রসিদ্ধ। Now it is produced commercially. এখন এগুলো বাণিজ্যিকভাবে উৎপাদন করা হয়। You can find them in many expensive handicraft shops in cities. আপনি এই কান্থা গুলোকে শহরের অনেক দামী হস্তশিল্পের দোকানে খুঁজে পাবেন। The quilts are now in great demand because of the colourful patterns and designs embroidered on them. বর্ণিল নকশা এবং তাদের সূচিকর্ম করা ডিজাইনের কারণে এই নকশি কাঁথা গুলোর চাহিদা এখন অনেক বেশি।
Complete the sentences
D. Complete the sentences with clues given. (নিচে দেয়া সংকেত গুলো দিয়ে বাক্যটি সম্পন্ন কর)
Bengali (বাংলা), patterns (নকশা ), embroidery (সূচিকর্ম), years (বছর/বহু বছর), fashion (ফ্যাশন / পোশাকের ধরন), art (শিল্প), rural (গ্রামীণ), designs (নকশা ), quilt (কম্বল/তোশক), naksha (নকশা)
Answer :
- Naksha means artistic patterns. (নকশা মানে শিল্প সমৃদ্ধ নকশা।)
- The name was taken from a Bengali word Naksha. (নামটি বাংলা শব্দ নকশা থেকে নেওয়া হয়েছে।)
- The art has been practised in rural Bengal for years. (এই শিল্পটি বছরের পর বছর গ্রামীণ বাংলায় চর্চা হয়ে আসছে।)
- Nakshi kanthas are now sold in fashion shops. (নকশি কাঁথা এখন ফ্যাশন দোকানগুলিতে বিক্রি হয়।)
- Nakshi kanthas are in great demand because of their colourful patterns and designs. (নকশি কাঁথা তাদের রঙিন প্যাটার্ন এবং ডিজাইনের কারণে প্রচুর চাহিদা রয়েছে।)
- Nakshi kanthas are a kind of quilt. (নকশি কাঁথা একটি ধরনের কাঁথা।)
Interrogative sentences on activity E
E. Write down five questions for the completed statements in activity E above. (উপরের কার্যকলাপ E তে সম্পন্ন করা বাক্যগুলোর জন্য পাঁচটি প্রশ্ন লিখ।)
One is done for you. (তোমার জন্য একটি করে দেখানো হলো)
What does naksha mean? (নকশা মানে কি?)
Answer :
- Where was the word ‘naksha’ taken from? (‘নকশা’ শব্দটি কোথা থেকে নেওয়া হয়েছে?)
- Where has the art been practised? (এই শিল্পটি কোথায় চর্চা করা হয়েছে?)
- Where are the nakshi kanthas sold now? (নকশি কাঁথা এখন কোথায় বিক্রি হয়?)
- Why are nakshi kanthas in great demand? (নকশি কাঁথা কেন প্রচুর চাহিদায় রয়েছে?)=
- What are Nakshi Kanthas? (নকশি কাঁথা কী?)
Question
F. Do you like a nakshi kantha or an ordinary kantha! Why? (তুমি কি নকশি কাঁথা পছন্দ করো নাকি সাধারন কাঁথা? কেন?)
Ans: I like Nakshi Kantha because its design is very charming. Nakshi Kantha is comfortable to wear. (আমি নকশি কাঁথা পছন্দ করি কারণ এর ডিজাইন খুবই আকর্ষণীয়। নকশি কাঁথা পরতে আরামদায়ক।)
Interrogative sentences on activity B
G. Work in pairs. Ask and answer all the questions. Now write 3-4 more questions on the text given in activity B above. জোড়ায় জোড়ায় এই কাজগুলো কর। সকল প্রশ্নগুলো জিজ্ঞাসা কর এবং উত্তর দাও।এক্টিভিটি B দেয়া টেক্সট গুলোর উপরে ভিত্তি করে আরো তিন থেকে চারটি প্রশ্নবোধক বাক্য লেখ।
Answer :
- Why are Traditional Kanthas made for? (ঐতিহ্যবাহী কাঁথা কেন তৈরি করা হয়?)
- What things are needed to make Nakshi Kanthas? (নকশি কাঁথা তৈরি করতে কী কী প্রয়োজন?)
- Where are the Nakshi Kanthas sold now? (নকশি কাঁথা এখন কোথায় বিক্রি হয়?)
- When did Nakshi Kanthas become famous? (নকশি কাঁথা কখন জনপ্রিয় হয়?)
Paragraph writing
H. Write a paragraph describing how the nakshi kantha is made. Start like this: Old or new cloth and coloured thread are needed. First the cloth is folded, then……….. (নকশি কাঁথা কীভাবে তৈরি করা হয় তা বর্ণনা করে একটি অনুচ্ছেদ লিখ। এভাবে শুরু করো: পুরানো বা নতুন কাপড় এবং রঙিন সূতা প্রয়োজন। প্রথমে কাপড়টি ভাঁজ করা হয়, তারপর……….)
Answer : Old or new cloth and coloured thread are needed. First, the cloth is folded and layered, then stitched with a running stitch. Colourful threads create artistic patterns like flowers and birds. After careful embroidery, the edges are sewn neatly, making the Nakshi Kantha ready for use.
বাংলা অনুবাদ: (Old or new cloth and coloured thread are needed.পুরাতন বা নতুন কাপড় এবং রঙিন সূতা দরকার। First, the cloth is folded and layered, then stitched with a running stitch. প্রথমে কাপড়টি ভাঁজ করে স্তর তৈরি করা হয়, তারপর রানিং স্টিচ দিয়ে সেলাই করা হয়। Colourful threads create artistic patterns like flowers and birds. রঙিন সূতা ফুল ও পাখির মতো শিল্প সমৃদ্ধ নকশা তৈরি করে। After careful embroidery, the edges are sewn neatly, making the Nakshi Kantha ready for use. সতর্কতার সহিত সেলাই করার পর , প্রান্তগুলো সুন্দরভাবে সেলাই করা হয়, যা নকশি কাঁথাকে ব্যবহারের জন্য প্রস্তুত করে। )
উপসংহার
আশা করি ক্লাসটি তোমার অনেক ভালো লেগেছে। যদি এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে তোমার বন্ধু বান্ধবের সাথে এটি শেয়ার করতে পারো এতে করে তারাও খুব সহজেই এই লেসনটি অনুধাবন করতে পারবে।