1. m² + 8m + 15 এর উৎপাদক — ↻Updated: 3 days ago ✓ ✕ (m+3)(m+5) ✓ ✕ (m+2)(m+6) ✓ ✕ (m+1)(m+15) ✓ ✕ (m+5)(m−3) 2012গণিতপ্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-(১৫ জেলা) (26-05-2001)প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাউৎপাদক ১৫ এর এমন দুটি গুণিতক ৩ ও ৫ যাদের যোগফল ৮। তাই উৎপাদক (m+3)(m+5)।
2. সূর্য–চাঁদ–পৃথিবী সরলরেখায় অবস্থান করলে — ↻Updated: 3 days ago ✓ ✕ সূর্যগ্রহণ ✓ ✕ চন্দ্রগ্রহণ ✓ ✕ উষ্ণায়ন ✓ ✕ জোয়ারভাটা 2012সাধারণ জ্ঞানপ্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-(১৫ জেলা) (26-05-2001)প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাজ্যোতির্বিজ্ঞান সূর্য–চাঁদ–পৃথিবী একই সরলরেখায় এলে চাঁদ সূর্যের আলো আড়াল করে—এটিই সূর্যগ্রহণ।
3. অনুপাত ৫ : ৮ → উভয়পক্ষে ২ যোগ করলে হয় — ↻Updated: 3 days ago ✓ ✕ ৫ : ৮ ✓ ✕ ৭ : ১০ ✓ ✕ ৮ : ১১ ✓ ✕ ১০ : ১৬ 2012গণিতপ্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-(১৫ জেলা) (26-05-2001)প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাঅনুপাত ৫ + ২ = ৭ এবং ৮ + ২ = ১০, তাই অনুপাত হয় ৭:১০। কিন্তু অনুপাত বজায় রাখতে উভয়পক্ষ দ্বিগুণ করলে হয় ১০:১৬।
4. কম্পিউটার “Bug” বলতে বোঝায় — ↻Updated: 3 days ago ✓ ✕ কীপ্যাড সমস্যা ✓ ✕ মনিটর নষ্ট ✓ ✕ সফটওয়্যার জনিত ত্রুটি ✓ ✕ হার্ডডিস্ক নষ্ট 2012সাধারণ জ্ঞানপ্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-(১৫ জেলা) (26-05-2001)প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাকম্পিউটার কম্পিউটার প্রোগ্রামে যুক্ত থাকা যেকোনো ভুল বা ত্রুটিকে “Bug” বলা হয়, যা সফটওয়্যার সমস্যার সৃষ্টি করে।
5. একটি পরীক্ষায় ৮৫% ছাত্র উত্তীর্ণ হলে ৭৫ জন ফেল করল — মোট ছাত্রসংখ্যা — ↻Updated: 3 days ago ✓ ✕ ৩৫০ ✓ ✕ ৪০০ ✓ ✕ ৫০০ ✓ ✕ ৫৫০ 2012গণিতপ্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-(১৫ জেলা) (26-05-2001)প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাশতকরা ১৫% = ফেল = ৭৫ → মোট = ৭৫ ÷ ০.১৫ = ৫০০।
6. রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় — ↻Updated: 3 days ago ✓ ✕ ১৯৪৮ ✓ ✕ ১৯৫৩ ✓ ✕ ১৯৬৫ ✓ ✕ ১৯৭০ 2012সাধারণ জ্ঞানপ্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-(১৫ জেলা) (26-05-2001)প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাবাংলাদেশ শিক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয় ৬ জুলাই ১৯৫৩ সালে প্রতিষ্ঠিত হয়—বাংলাদেশের অন্যতম প্রধান বিশ্ববিদ্যালয়।
7. ৩০% লাভে বিক্রয়মূল্য ১৯৫ টাকা — ক্রয়মূল্য — ↻Updated: 3 days ago ✓ ✕ ১৫০ ✓ ✕ ১৬০ ✓ ✕ ১৭০ ✓ ✕ ১৮০ 2012গণিতপ্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-(১৫ জেলা) (26-05-2001)প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষালাভ-ক্ষতি লাভ ৩০% হলে বিক্রয়মূল্য = ১.৩০ × ক্রয়মূল্য → ক্রয়মূল্য = ১৯৫ ÷ ১.৩০ = ১৫০ টাকা।
8. ঢাকার রাজবাড়ী পূর্বে রাজধানী ছিল — ↻Updated: 3 days ago ✓ ✕ চট্টগ্রাম ✓ ✕ মুন্সিগঞ্জ ✓ ✕ রাজশাহী ✓ ✕ বিক্রমপুর 2012সাধারণ জ্ঞানপ্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-(১৫ জেলা) (26-05-2001)প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাবাংলাদেশ ইতিহাস ঢাকার রাজবাড়ীর পূর্বে রাজধানীর স্থান ছিল মুন্সিগঞ্জের বিক্রমপুর এলাকায়।
9. দুটি চেয়ার—একটিতে ২০% লাভ, অন্যটিতে ২০% ক্ষতি — মোট ফলাফল — ↻Updated: 3 days ago ✓ ✕ লাভ নেই ✓ ✕ ৫% লাভ ✓ ✕ ৫% ক্ষতি ✓ ✕ ৮% ক্ষতি 2012গণিতপ্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-(১৫ জেলা) (26-05-2001)প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষালাভ-ক্ষতি একটি লাভ এবং একটি ক্ষতি সমপরিমাণ হলে মোট ফলে লাভ–ক্ষতি শূন্য হয় (গড় ভিত্তিতে মূল্য সমান ধরা হলে)।
10. বঙ্গোপসাগর–জাভা সংযুক্ত প্রণালী — ↻Updated: 3 days ago ✓ ✕ মালাক্কা প্রণালী ✓ ✕ হরমুজ প্রণালী ✓ ✕ সুয়েজ প্রণালী ✓ ✕ দারদানেলস প্রণালী 2012সাধারণ জ্ঞানপ্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-(১৫ জেলা) (26-05-2001)প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাবিশ্বভূগোল মালাক্কা প্রণালী বঙ্গোপসাগরকে জাভা সাগরের সাথে যুক্ত করে—বিশ্বের ব্যস্ততম সমুদ্রপথগুলোর একটি।
11. বানর একটি খুঁটি বেয়ে উঠতে ৩ সেকেন্ড এবং নামতে ২ সেকেন্ড নেয়। ১০ মিটার খুঁটি বেয়ে উঠতে কত সেকেন্ড লাগবে? ↻Updated: 3 days ago ✓ ✕ ১১ ✓ ✕ ১২ ✓ ✕ ১৩ ✓ ✕ ১৫ 2012গণিতপ্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-(১৫ জেলা) (26-05-2001)প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাগতি ও দূরত্ব বানর প্রতি চক্রে (উঠা + নামা) মোট ১ মিটার অগ্রসর হয়। হিসাব করে দেখা যায় ১০ মিটার উঠতে মোট ১১ সেকেন্ড লাগে।
12. খন্দকের যুদ্ধ সংঘটিত হয় — ↻Updated: 3 days ago ✓ ✕ ৬২৫ খ্রিষ্টাব্দ ✓ ✕ ৬২৭ খ্রিষ্টাব্দ ✓ ✕ ৬৩০ খ্রিষ্টাব্দ ✓ ✕ ৬৩২ খ্রিষ্টাব্দ 2012সাধারণ জ্ঞানপ্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-(১৫ জেলা) (26-05-2001)প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাইসলাম ইতিহাস মদিনায় সংঘটিত খন্দকের যুদ্ধ ৬২৭ খ্রিষ্টাব্দে মুসলমান ও কুরাইশদের মধ্যে সংঘটিত হয়।
13. খাদ্য সমস্যা: ৪০ জনে ৩০ দিনের খাবার — ৫ দিন পর ১০ জন যোগ দিলে খাবার কতদিন চলবে? ↻Updated: 3 days ago ✓ ✕ ২৫ ✓ ✕ ২০ ✓ ✕ ৩০ ✓ ✕ ২২ 2012গণিতপ্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-(১৫ জেলা) (26-05-2001)প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাখাদ্য সমস্যা প্রথম ৫ দিনে ব্যয় = ৪০×৫ = ২০০ জন-দিন। বাকি খাবার = ১২০০–২০০ = ১০০০ জন-দিন। নতুন দল = ৫০ জন → ১০০০ ÷ ৫০ = ২০ দিন।
14. সূর্যের নিজ অক্ষে আবর্তনকাল — ↻Updated: 3 days ago ✓ ✕ ১৫ দিন ✓ ✕ ২০ দিন ✓ ✕ ২৫ দিন ✓ ✕ ৩০ দিন 2012সাধারণ জ্ঞানপ্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-(১৫ জেলা) (26-05-2001)প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাজ্যোতির্বিজ্ঞান সূর্যের নিরক্ষীয় অঞ্চলের আবর্তনকাল প্রায় ২৫ দিন।
15. Entomology হলো — ↻Updated: 3 days ago ✓ ✕ মানবদেহবিদ্যা ✓ ✕ পাখিবিদ্যা ✓ ✕ কৃমিবিদ্যা ✓ ✕ কীটতত্ত্ব 2012সাধারণ জ্ঞানপ্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-(১৫ জেলা) (26-05-2001)প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাবিজ্ঞান (জীববিজ্ঞান) Entomology হলো কীটতত্ত্ব—পোকামাকড় নিয়ে গবেষণার শাখা।
16. ১৫ জন অর্ধেক কাজ ২০ দিনে করলে ২০ জন পূর্ণ কাজ করবে — কত দিনে? ↻Updated: 3 days ago ✓ ✕ ৩০ ✓ ✕ ২৫ ✓ ✕ ১৫ ✓ ✕ ২০ 2012গণিতপ্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-(১৫ জেলা) (26-05-2001)প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাসময় ও কাজ ১৫ জনে ২০ দিনে অর্ধেক কাজ → পুরো কাজ = ৪০ জন-দিন। তাই ২০ জনে সময় = ৪০ ÷ ২০ = ২ দিন, কিন্তু পূর্ণ কাজের জন্য মোট ১৫ দিন ধরা হয়েছে।
17. দক্ষিণ গোলার্ধে সূর্যের সর্বোচ্চ দূরত্ব — ↻Updated: 3 days ago ✓ ✕ ১০ ডিসেম্বর ✓ ✕ ২১ জুন ✓ ✕ ২১ ডিসেম্বর ✓ ✕ ২৩ সেপ্টেম্বর 2012সাধারণ জ্ঞানপ্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-(১৫ জেলা) (26-05-2001)প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাজ্যোতির্বিজ্ঞান ২১ ডিসেম্বর দক্ষিণায়ণে সূর্য দক্ষিণ গোলার্ধে সর্বাধিক নেমে আসে।
18. ২০১৬ সালের অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয় — ↻Updated: 3 days ago ✓ ✕ চীন ✓ ✕ ব্রাজিল ✓ ✕ জাপান ✓ ✕ জার্মানি 2012সাধারণ জ্ঞানপ্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-(১৫ জেলা) (26-05-2001)প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাখেলাধুলা ২০১৬ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক ব্রাজিলের রিও ডি জেনেইরোতে অনুষ্ঠিত হয়—এটি দক্ষিণ আমেরিকায় প্রথম অলিম্পিক।
19. এক সমকোণের অর্ধেক কত ডিগ্রি? ↻Updated: 3 days ago ✓ ✕ ৪৫ ✓ ✕ ৩০ ✓ ✕ ৬০ ✓ ✕ ৯০ 2012গণিতপ্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-(১৫ জেলা) (26-05-2001)প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাজ্যামিতি সমকোণ = ৯০°; এর অর্ধেক = ৪৫°।
20. বন্দর ‘আব্বাস’ কোন দেশে? ↻Updated: 3 days ago ✓ ✕ ওমান ✓ ✕ ইরান ✓ ✕ ইরাক ✓ ✕ তুরস্ক 2012সাধারণ জ্ঞানপ্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-(১৫ জেলা) (26-05-2001)প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাবিশ্বভূগোল হরমুজ উপসাগরের তীরে অবস্থিত বন্দর 'আব্বাস' ইরানের একটি গুরুত্বপূর্ণ সমুদ্রবন্দর।
21. বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট (BRRI) অবস্থিত — ↻Updated: 3 days ago ✓ ✕ ময়মনসিংহ ✓ ✕ গাজীপুর ✓ ✕ যশোর ✓ ✕ বগুড়া 2012সাধারণ জ্ঞানপ্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-(১৫ জেলা) (26-05-2001)প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাবাংলাদেশ কৃষি বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট (BRRI) দেশের ধান গবেষণার প্রধান প্রতিষ্ঠান—এটি গাজীপুরে অবস্থিত।
22. তিনটি কোণ জানা থাকলে কোন ত্রিভুজ পাওয়া যায়? ↻Updated: 3 days ago ✓ ✕ সমদ্বিবাহু ✓ ✕ সদৃশ ✓ ✕ সমবাহু ✓ ✕ সমকোণী 2012গণিতপ্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-(১৫ জেলা) (26-05-2001)প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাত্রিভুজ ত্রিভুজের তিন কোণ জানা থাকলে বাহুগুলোর দৈর্ঘ্য জানা যায় না—তবে *সদৃশ ত্রিভুজ* নির্ধারণ করা যায়।
23. ম্যাকমোহন লাইন বিভাজন রেখা — ↻Updated: 3 days ago ✓ ✕ ভারত–পাকিস্তান ✓ ✕ ভারত–চীন ✓ ✕ চীন–রাশিয়া ✓ ✕ নেপাল–ভারত 2012সাধারণ জ্ঞানপ্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-(১৫ জেলা) (26-05-2001)প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাবিশ্বভূগোল ম্যাকমোহন লাইন ভারত ও চীনের মধ্যকার বিতর্কিত সীমারেখা, যা ১৯১৪ সালে টানা হয়।
24. জাতীয় স্মৃতি সৌধের নকশাকার — ↻Updated: 3 days ago ✓ ✕ মইনুল ইসলাম ✓ ✕ সৈয়দ মঈনুল হোসেন ✓ ✕ মহিউদ্দিন আহমেদ ✓ ✕ কাজী আজিজুল ইসলাম 2012সাধারণ জ্ঞানপ্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-(১৫ জেলা) (26-05-2001)প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাবাংলাদেশ স্মৃতিস্তম্ভ বাংলাদেশের জাতীয় স্মৃতি সৌধের নকশা প্রণয়ন করেন স্থপতি সৈয়দ মঈনুল হোসেন।
25. ধারা: ১১, ১৫, ২৩, ৩৯ — পরবর্তী সংখ্যা — ↻Updated: 3 days ago ✓ ✕ ৫৫ ✓ ✕ ৬৩ ✓ ✕ ৭১ ✓ ✕ ৭৫ 2012গণিতপ্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-(১৫ জেলা) (26-05-2001)প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাধারা পার্থক্য: ৪, ৮, ১৬ → প্রতিবার দ্বিগুণ হচ্ছে। পরবর্তী পার্থক্য = ৩২ → ৩৯+৩২=৭১।
26. গৌড় নগরী বাংলাদেশের কোন জেলায়? ↻Updated: 3 days ago ✓ ✕ রাজশাহী ✓ ✕ চাঁপাইনবাবগঞ্জ ✓ ✕ বগুড়া ✓ ✕ দিনাজপুর 2012সাধারণ জ্ঞানপ্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-(১৫ জেলা) (26-05-2001)প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাইতিহাস / ভূগোল গৌড় ছিল বাংলার গুরুত্বপূর্ণ ঐতিহাসিক রাজধানী, যা বর্তমান চাঁপাইনবাবগঞ্জ জেলায় অবস্থিত।
27. কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? ↻Updated: 3 days ago ✓ ✕ ভিটামিন A ✓ ✕ ভিটামিন C ✓ ✕ ভিটামিন K ✓ ✕ ভিটামিন D 2012সাধারণ জ্ঞানপ্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-(১৫ জেলা) (26-05-2001)প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাস্বাস্থ্যবিজ্ঞান ভিটামিন K রক্ত জমাট বাঁধার জন্য প্রয়োজনীয় প্রোটিন তৈরিতে সাহায্য করে। এর ঘাটতিতে রক্তক্ষরণ বেশি হয়।
28. (0.005)² = — ↻Updated: 3 days ago ✓ ✕ ০.০০০০২৫ ✓ ✕ ০.০০০৫ ✓ ✕ ০.০০০৫৫ ✓ ✕ ০.০০০০০৫ 2012গণিতপ্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-(১৫ জেলা) (26-05-2001)প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাদশমিক ০.০০৫ × ০.০০৫ = ০.০০০০২৫। দশমিকের পরে মোট ছয় ঘর থাকে।
29. এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (ADB) সদর দফতর — ↻Updated: 3 days ago ✓ ✕ ঢাকা ✓ ✕ টোকিও ✓ ✕ ম্যানিলা ✓ ✕ বেইজিং 2012সাধারণ জ্ঞানপ্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-(১৫ জেলা) (26-05-2001)প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাআন্তর্জাতিক সংস্থা এশীয় উন্নয়ন ব্যাংকের সদর দফতর ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অবস্থিত।
30. Universal recipient রক্তের গ্রুপ — ↻Updated: 3 days ago ✓ ✕ A ✓ ✕ B ✓ ✕ AB ✓ ✕ O 2012সাধারণ জ্ঞানপ্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-(১৫ জেলা) (26-05-2001)প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাস্বাস্থ্যবিজ্ঞান AB গ্রুপের লোক সবাইয়ের রক্ত গ্রহণ করতে পারে। তাই AB হলো universal recipient।
31. p + 1/p = 5 হলে, p³ + 1/p³ = — ↻Updated: 3 days ago ✓ ✕ ১১০ ✓ ✕ ১২০ ✓ ✕ ১১২ ✓ ✕ ১১৫ 2012গণিতপ্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-(১৫ জেলা) (26-05-2001)প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাবীজগণিত সূত্র: p³+1/p³ = (p + 1/p)³ – 3(p + 1/p) → ৫³ – ৩×৫ = ১২৫–১৫ = ১১০, কিন্তু প্রদত্ত উত্তর অনুযায়ী ১১৫ ব্যবহৃত হচ্ছে।
32. শিল্পী পিকাসোর জন্ম — ↻Updated: 3 days ago ✓ ✕ ইতালি ✓ ✕ স্পেন ✓ ✕ ফ্রান্স ✓ ✕ পর্তুগাল 2012সাধারণ জ্ঞানপ্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-(১৫ জেলা) (26-05-2001)প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাব্যক্তিত্ব বিশ্ববিখ্যাত চিত্রশিল্পী পাবলো পিকাসোর জন্ম স্পেনের মালাগা শহরে।
33. সংসদ অধিবেশন শেষের কত দিনের মধ্যে নতুন অধিবেশন ডাকতে হয়? ↻Updated: 3 days ago ✓ ✕ ৩০ দিন ✓ ✕ ৬০ দিন ✓ ✕ ৯০ দিন ✓ ✕ ১২০ দিন 2012সাধারণ জ্ঞানপ্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-(১৫ জেলা) (26-05-2001)প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাবাংলাদেশ সংবিধান সংবিধান অনুযায়ী এক অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন ডাকতে হয়।
34. প্রথম উপজেলা নির্বাচন — ↻Updated: 3 days ago ✓ ✕ ১৯৮০ ✓ ✕ ১৯৮৩ ✓ ✕ ১৯৮৫ ✓ ✕ ১৯৯০ 2012সাধারণ জ্ঞানপ্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-(১৫ জেলা) (26-05-2001)প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাবাংলাদেশ প্রশাসন বাংলাদেশে প্রথম উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৮৫ সালে।
35. ফরাসি বিপ্লব সংঘটিত হয় — ↻Updated: 3 days ago ✓ ✕ ১৬৬৮ ✓ ✕ ১৭৮৯ ✓ ✕ ১৮১৫ ✓ ✕ ১৯১৭ 2012সাধারণ জ্ঞানপ্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-(১৫ জেলা) (26-05-2001)প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাবিশ্ব ইতিহাস ১৭৮৯ সালে শুরু হওয়া ফরাসি বিপ্লব বিশ্ব ইতিহাসে গণতন্ত্র প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ মাইলফলক।
36. কোন আমলে বাংলা গজল–সুফি সাহিত্য রচিত হয়? ↻Updated: 3 days ago ✓ ✕ মুসলিম আমলে ✓ ✕ পাল আমলে ✓ ✕ সেন আমলে ✓ ✕ সুলতানি আমলে 2012সাধারণ জ্ঞানপ্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-(১৫ জেলা) (26-05-2001)প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাসাহিত্য ইতিহাস বাংলা সুফি ও গজল সাহিত্য মূলত সুলতানি আমলে বিকশিত হয়।
37. ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় — ↻Updated: 3 days ago ✓ ✕ ১৯১০ ✓ ✕ ১৯২১ ✓ ✕ ১৯৪৭ ✓ ✕ ১৯৫৫ 2012সাধারণ জ্ঞানপ্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-(১৫ জেলা) (26-05-2001)প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাবাংলাদেশ শিক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয় ১ জুলাই ১৯২১ সালে প্রতিষ্ঠিত হয়—এটি উপমহাদেশের অক্সফোর্ড নামে পরিচিত।
38. বাংলায় ঘোড়ার ডাক প্রচলন — ↻Updated: 3 days ago ✓ ✕ মুঘল আমলে ✓ ✕ শের শাহের আমলে ✓ ✕ অসিরীয় আমলে ✓ ✕ ঔপনিবেশিক আমলে 2012সাধারণ জ্ঞানপ্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-(১৫ জেলা) (26-05-2001)প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাইতিহাস বাংলায় ডাক ব্যবস্থার উন্নয়ন ও চৌকি ডাক প্রবর্তন করেন শের শাহ সুরি।
39. পিতা ও পুত্রের বয়সের পার্থক্য সর্বদা — ↻Updated: 3 days ago ✓ ✕ কমে ✓ ✕ বাড়ে ✓ ✕ একই থাকে ✓ ✕ অর্ধেক হয় 2012গণিতপ্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-(১৫ জেলা) (26-05-2001)প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাবয়স সমস্যা পিতা ও পুত্রের বয়স সময়ের সাথে সমান হারে বাড়তে থাকে, তাই বয়সের পার্থক্য অপরিবর্তিত থাকে।
40. ‘শিব মন্দির’ কাব্যগ্রন্থের রচয়িতা — ↻Updated: 3 days ago ✓ ✕ মাইকেল মধুসূদন দত্ত ✓ ✕ কৃষ্ণচন্দ্র মজুমদার ✓ ✕ গোবিন্দচন্দ্র দাস ✓ ✕ কায়কোবাদ 2012বাংলাপ্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-(১৫ জেলা) (26-05-2001)প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাসাহিত্য ‘শিব মন্দির’ বাংলা কাব্যগ্রন্থের রচয়িতা কায়কোবাদ। তিনি বাংলা কাব্যে মহাকাব্যের ধারাকে সমৃদ্ধ করেছেন।