১ বিলিয়ন সমান কত টাকা জেনে নিন
১ বিলিয়ন সমান ১০০ কোটি টাকা (১০০,০০,০০,০০০)। যদি আপনি ১ বিলিয়ন মার্কিন ডলার টাকায় রূপান্তর করেন, তাহলে টাকার অংক দাঁড়াবে ১,১৯৫ কোটি ১০ লাখ টাকা (১,১৯,৫১০,০০,০০০ টাকা)। ১ বিলিয়ন সমান কত মিলিয়ন, কত লক্ষ এবং কত হাজার? তা নিচে তুলে ধরা হবে।
১ বিলিয়ন সমান কত টাকা
১ বিলিয়ন সমান কত টাকা? তা জেনে রাখা উচিত। বিশেষ করে যদি আপনি একজন শিক্ষার্থী কিংবা চাকুরী প্রত্যাশী হয়ে থাকেন, সেক্ষেত্রে ১ বিলিয়ন সমান কত টাকা? এই প্রশ্নের সঠিক উত্তর জেনে নেয়া আপনার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কেননা বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিংবা চাকুরীর পরীক্ষায় এ ধরনের প্রশ্ন করা হয়ে থাকে।
১ বিলিয়ন টাকা = ১০০ কোটি টাকা। ১ বিলিয়ন টাকা = ১০০ কোটি টাকা কিভাবে হয় তার নিচে অঙ্কের সাহায্যে বিস্তারিত ভাবে উল্লেখ করা হয়েছে।
১ মিলিয়ন = ১০ লাখ
১০০ মিলিয়ন = ১ বিলিয়ন
সুতরাং ১ বিলিয়ন সমান ১০০ কোটি
১ বিলিয়ন = ১০০ কোটি (১০০,০০,০০,০০০)
১ বিলিয়ন সমান কত
মিলিয়ন, বিলিয়ন কিংবা ট্রিলিয়ন, এই পরিভাষাগুলোর সংখ্যা জেনে নেয়া উচিত। আপনি যদি এগুলো জেনে রাখেন তাহলে তা ভবিষ্যতে বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় কাজে লাগবে। এখানে, ১ বিলিয়ন সমান কত? তা তুলে ধরা হবে। ১ বিলিয়ন সমান ১০০ কোটি (১০০,০০,০০,০০০)। কিভাবে ১ বিলিয়ন সমান ১০০ কোটি হয় তা নিচে অংকের মাধ্যমে তুলে ধরা হয়েছে।
১ মিলিয়ন = ১০ লাখ (১০,০০,০০০)
১০ মিলিয়ন = ১ কোটি (১,০০,০০,০০০)
১০০ মিলিয়ন = ১ বিলিয়ন (১,০০,০০,০০,০০০)
সুতরাং ১ বিলিয়ন সমান ১০০ কোটি
১ বিলিয়ন = ১০০ কোটি (১০০,০০,০০,০০০)
১ বিলিয়ন সমান কত লক্ষ
অনেক সময় বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই ধরনের প্রশ্ন করা হয় যে, ১ বিলিয়ন সমান কত লক্ষ? যদি আপনার এই প্রশ্নের উত্তর জানা থাকে তাহলে খুব সহজেই তাৎক্ষণিকভাবে উত্তর দিতে পারবেন।
পক্ষান্তরে যদি আপনার এই প্রশ্নের সঠিক উত্তর জানা না থাকে তাহলে, আপনি বিব্রতকর অবস্থায় পড়ে যেতে পারেন। যাইহোক চলুন দেখে নেয়া যাক, ১ বিলিয়ন সমান কত লক্ষ? ১ বিলিয়ন সমান ১০০০ লক্ষ ( ১ হাজার লক্ষ)। নিচে অংকের মাধ্যমে বিস্তারিত তুলে ধরা হলো।
১ মিলিয়ন = ১০ লক্ষ(১০,০০,০০০)
১ বিলিয়ন = ১০০০ মিলিয়ন (১০০০,০০,০০,০০০)
১০০০ মিলিয়ন = ১০০০ × ১০ লক্ষ
১০০০ মিলিয়ন = ১০০০ × ১০,০০,০০০
১০০০ মিলিয়ন = ১০০০ লক্ষ (১০০,০০,০০,০০০)
১০০০ মিলিয়ন = ১ বিলিয়ন
সুতরাং, ১ বিলিয়ন সমান ১০০০ লক্ষ।
১ বিলিয়ন ডলার সমান কত টাকা
যেহেতু ডলার আন্তর্জাতিক মুদ্রা তাই বাংলাদেশসহ বিশ্বের সব দেশেই সাধারণত ডলারে কারেন্সি হিসাব করা হয়। তারাই ধারাবাহিকতায় বাংলাদেশ আন্তর্জাতিক সকল লেনদেনের হিসাব ডলার এ করা হয়। আর তাই সঠিক হিসাব রাখার সুবিধার্থে ডলার থেকে টাকায় কনভার্ট করার প্রয়োজন পড়ে।
কিভাবে বড় অংকের ডলার অর্থাৎ ১ বিলিয়ন ডলার বা তার চেয়ে বেশি পরিমাণ ডলার টাকায় রূপান্তর করতে চান তাহলে নিম্ন বর্ণিত পদ্ধতি অনুসরণ করতে পারেন। এতে করে যে কোন পরিমাণের ডলার খুব সহজেই আপনি টাকায় রূপান্তর করতে পারবেন না।
যাইহোক এখন প্রশ্ন হল, ১ বিলিয়ন ডলার সমান কত টাকা? ১ বিলিয়ন ডলার সমান বর্তমানে ১,১৯,৫১০,০০০ (১ কোটি ১৯ লাখ ৫১ হাজার টাকা)। টাকার এই হিসাব যেকোনো সময় পরিবর্তন হতে পারে। কেননা ডলারের বিপরীতে টাকার দাম প্রায়শই ওঠানামা করে। এখানে টাকার রেট ১১৯.৫১ টাকা হারে হিসেব করা হয়েছে।
১ বিলিয়ন ডলার = ১০০০ মিলিয়ন ডলার (১০,০০,০০০ ডলার)
১ মিলিয়ন ডলার = ১০,০০,০০০ ডলার (১০ লাখ)
১ মিলিয়ন ডলার = ১০,০০,০০০ × ১১৯.৫১ টাকা
সুতরাং ১,১৯,৫১০,০০০ (১ কোটি ১৯ লাখ ৫১ হাজার টাকা)
১ বিলিয়ন সমান কত মিলিয়ন
১ বিলিয়ন সমান ১০০০ মিলিয়ন। নিচে ১ বিলিয়ন সমান ১০০০মিলিয়ন কিভাবে হয় তা অংকের মাধ্যমে উল্লেখ করা হয়েছে।
১ বিলিয়ন = ১০০ কোটি
আমরা জানি, ১ কোটি = ১০ মিলিয়ন, তাই:১০০কোটি=১০০×১০মিলিয়ন=১০০০মিলিয়ন১০০কোটি=১০০×১০মিলিয়ন=১০০০মিলিয়ন
১ বিলিয়ন সমান কত হাজার
হাজার এবং বিলিয়নের মাঝে বিস্তর পার্থক্য বিদ্যমান। তাই, ভাইবা বোর্ডে কিংবা প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে ক্যান্ডিডেট কে কনফিউশনে ফেলার জন্য “১ বিলিয়ন সমান কত হাজার” এই ধরনের প্রশ্ন করা হয়ে থাকে। তাই, আপনার উচিত হবে এ প্রশ্নের সে পরিবর্তন জেনে নেয়া।
যাইহোক আমরা এখন এই প্রশ্ন হিসেবে উত্তর জেনে নেব। ১ বিলিয়ন সমান ১০,০০,০০,০০০ হাজার (১০০ কোটি হাজার)। নিচের অংকের সাহায্যে বিস্তারিত উল্লেখ করা হলো।
১ বিলিয়ন = ১,০০০ মিলিয়ন ( ১,০০০,০০,০০০)
১ মিলিয়ন = ১০ লাখ = ১০০০ × ১০০০ হাজার
১ বিলিয়ন = ১০০০ মিলিয়ন = ১০০০ × ১০০০ × ১০০০ হাজার
১০০০×১০০০=১০,০০,০০০১০০০×১০০০=১০,০০,০০০
হাজার
তাই, ১ বিলিয়ন = ১০,০০,০০,০০০ হাজার (১০০ কোটি হাজার)
- Education
- Health
- Lifestyle
- Job
- Visa
- Govt Info
- Career
- Tech
- Art
- Causes
- Crafts
- Dance
- Drinks
- Film
- Fitness
- Food
- Games
- Gardening
- Health
- Home
- Literature
- Music
- Networking
- Other
- Party
- Religion
- Shopping
- Sports
- Theater
- Wellness