Sponsored

জমি না কিনে কিভাবে বাড়ি বানাবো? কার্যকর উপায় জানুন

0
542

জমি না কিনে বাড়ি বানানোর সহজ উপায় হলো ভাসমান বাড়ি, হাউস বোট অথবা মডিউলার হোম তৈরি করা। জমি না কিনে বাড়ি বানানোর পদ্ধতি সমূহ সম্পর্কে এই আর্টিকেলটিতে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে। 

জমি না কিনে কিভাবে বাড়ি বানাবো

জমি না কিনেও বাড়ি করার বেশ কিছু উপায় রয়েছে। যে উপায়গুলো অবলম্বন করে জমি না কিনেই করতে পারবেন বাড়ি। আপনি যদি, জমি না কিনে কিভাবে বাড়ি বানাবো? এ প্রশ্নের সঠিক উত্তর জেনে নিতে চান, তাহলে নিম্ন বর্ণিত তথ্যগুলো মনোযোগের সাথে পড়তে থাকুন। 

ভাসমান বাড়ি: জমি না কিনে বাড়ি বানানোর সব থেকে কার্যকর উপায় হলো ভাসমান বাড়ি তৈরি করা। ভাসমান বাড়ি বলতে, নদী কিংবা অন্য কোন জলাশয়ের উপরে বাড়ি করা। সঠিকভাবে প্লানিং করে খুব সহজেই আপনি পানির উপরে ভাসমান বাড়ি করতে পারবেন। 

ভাসমান বাড়ি তৈরি করতে চাইলে সর্বপ্রথম আপনাকে একটি জলাশয় কিংবা নদীর সুইটেবল অংশ সিলেক্ট করতে হবে, যেখানে আপনি খুব সহজেই বাড়ি করে থাকতে পারবেন, এবং কোন ধরনের সমস্যায় পড়বেন না। 

বাড়ি তৈরি করার জায়গা নির্ণয় করা হয়ে গেলে আপনাকে সময় নির্ধারণ করতে হবে কখন বাড়ি করতে চান। জলাশয় কিংবা নদীর উপরে বাড়ি করার উপযুক্ত সময় হল শীতকাল। এই সময় আকাশ পরিস্কার থাকে জলাশয়ে পানিও কম থাকে, তখন আপনি খুব সহজেই বাড়ি নির্মাণ করতে পারবেন। পক্ষান্তরে যদি বর্ষাকালে নির্মাণ করতে চান, তাহলে কিন্তু আপনি বিভিন্ন ধরনের জটিলতার সম্মুখীন হতে পারেন। 

এরপর আপনাকে বাড়ি তৈরি করার ডিজাইন নির্ধারণ করতে হবে আপনি কোন ধরনের বাড়ি তৈরি করতে চাচ্ছেন আপনার বাড়িতে ঘর কয়টি থাকবে এবং সেগুলো কিভাবে তৈরি করবেন, বাড়ি তৈরি করার ক্ষেত্রে কোন কোন মেটেরিয়াল ব্যবহার করবেন সেগুলো নির্ধারণ করতে হবে। 

সবকিছু ঠিকঠাক থাকলে বাড়ি তৈরি করার কাজ শুরু করে দিতে পারেন। বাড়ি তৈরি করা হয়ে গেলে সম্ভব হলে সেখানে ইলেকট্রিসিটির ব্যবস্থা করবেন অথবা সোলার প্যানেল ব্যবহার করে ইলেকট্রিসিটির চাহিদা পূরণ করতে হবে। সুপরিকল্পনা করে সুন্দরভাবে বাড়ি তৈরি করে খুব সহজে আপনি সেখানে বসবাস করতে পারবেন। 

হাউস বোট: জমি না কিনে বাড়ি করার আরেকটি কার্যকর উপায় হল হাউস বোট। বাংলাদেশের বেশ কিছু নৃতাত্ত্বিক যাযাবর গোষ্ঠী রয়েছে যারা হাউস বোটই সারা বছর বসবাস করে। বিভিন্ন সময় দেখে থাকবেন, নদীর ধারে ১৫-২০ টি হাউস বোটে যাযাবর গোষ্ঠী বসবাস করছে। তারা সারা বছর সেখানেই বসবাস করে। চাইলে আপনিও জমি না কিনে হাউস বোট তৈরি করে সেখানে বসবাস করতে পারেন। 

বিভিন্নভাবে হাউস বোট তৈরি করা যায়। আপনার বাজেট যদি ভালো থাকে সেক্ষেত্রে আপনি লাক্সারাস হাউস বোট তৈরি করতে পারেন আর বাজেট কম হলে মোটামুটি মানের হাউস বোট তৈরি করেছে এখানে বসবাস করতে পারেন। 

আপনি দেখে থাকবেন বিভিন্ন রিসোর্টে কিংবা ভ্রমণ স্পটে এই ধরনের হাউস বোট দেখতে পাওয়া যায়।  হাউস বোট তৈরি করার পূর্বে আপনাকে বাজেট নির্ধারণ করতে হবে আপনি কোন মানের এবং কত টাকার মধ্যে হাউস বোট তৈরি করতে চাচ্ছেন। 

এরপর আপনাকে একটি সুইটেবল জায়গা নির্ধারণ করতে হবে। কেননা সেখান থেকে যেন আপনি প্রয়োজনীয় খাদ্যদ্রব্য সহ অন্যান্য জিনিসপত্র ক্রয় করতে পারেন খুব সহজেই। তাই জায়গা খুবই গুরুত্বপূর্ণ। 

তবে চাইলে আপনি এক মাস কিংবা ১৫ দিনের খাদ্যদ্রব্য শহর থেকে কিনে নিয়ে আপনার ইচ্ছামত জায়গায় গিয়ে বসবাস করতে পারেন। যেহেতু হাউস বোট সম্পূর্ণ চলমান তাই যেখানে ইচ্ছা সেখানেই থাকতে পারবেন। সে ক্ষেত্রে নিরাপত্তার বিষয়টি সবসময় আপনাকে প্রাধান্য দিতে হবে, তা না হলে যে কোন সময় যেকোনো ধরনের বিপদের সম্মুখীন হতে পারেন। 

মডিউলার হোম: জমি না কিনে বাড়ি করতে চাইলে আপনি মডিউলার হোম তৈরি করতে পারেন। এটি জমি না কিনে বাড়ি করার খুবই চমৎকার একটি উপায় হতে পারে। পতিত কিংবা মালিকবিহীন কোন জমিতে খুব সহজে আপনি মডিউলার হোম স্থাপন করতে পারবেন। যদি কখনো কোন ধরনের সমস্যা দেখা দেয় তাহলে আপনি আবার সেই মডিউলার হোম সেখান থেকে সরিয়ে অন্য জায়গায় প্রতিস্থাপন করতে পারবেন। 

চাইলে আপনি জমি ভাড়া নিয়েও মডিউলার হোম তৈরি করতে পারেন এবং মেয়াদ শেষে সেখান থেকে অন্য কোন জায়গায় স্থানান্তরিত করতে পারবেন। মডিউলার হোম তৈরি করার ক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম একটি ভালো মানের ডিজাইন পছন্দ করতে হবে। বিভিন্ন ধরনের এবং বিভিন্ন দামের মডিউলার হোম পাওয়া যায়। আপনি আপনার বাজেট অনুযায়ী যে কোন একটি মডিউলার হোম পছন্দ করতে পারেন। 

মডিউলার হোম পছন্দ করা হয়ে গেলে তা ক্রয় করার জন্য অর্ডার করতে হবে। অর্ডার করলে কর্তৃপক্ষ তা আপনার কাছে ডেলিভারি করবে এবং তারা তাদের লোক দিয়ে সম্পূর্ণ বাড়িটি আপনার ডিজাইন অনুযায়ী প্রতিস্থাপন করে দিবে। চাইলে আপনি যেকোনো সময় সেই বাড়ি অন্য কোনখানে স্থানান্তর করতে পারবেন। 

চলমান বাড়ি: জমি না কিনে বাড়ি করার আরেকটি কনসেপ্ট হলো টাইনি হাউস অন হুইল বা চলমান বাড়ি। চাইলে আপনি চাকার উপরে চলমান বাড়ি তৈরি করতে পারবেন। এ ধরনের বাড়ি করার জন্য আপনার কোন ধরনের জমির প্রয়োজন হবে না। যেখানে ইচ্ছা সেখানে আপনি আপনার বাড়ি নিয়ে যেতে পারবেন। 

জমি না কিনে বাড়ি বানানোর সহজ পদ্ধতি

জমি না কিনে বাড়ি বানানোর সহজ পদ্ধতি হলো বাবার জমিতে বাড়ি করা! আপনার যদি জমি ক্রয় করার মত সামর্থ না থাকে সেক্ষেত্রে বাবার জমিতে বাড়ি করার বিকল্প কি? যাই হোক, একটু মজা করলাম আর কি! জমি না কিনে বাড়ি বানানোর আরো কিছু সহজ পদ্ধতি নিচে বিস্তারিতভাবে উল্লেখ করা হলো। 

কনটেইনার হোম: জমি না কিনে শুধুমাত্র একটি কন্টেইনার কিনে সরকারি কোনো জমিতে বাড়ি বানাতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে বাড়ি বানানোর অনুমতি নিতে হবে। তারা যদি নির্দিষ্ট সময় পর্যন্ত আপনাকে সেখানে থাকতে দেয়, তাহলে এরপরে সেখান থেকে চলে যেতে হবে। 

তবে দুশ্চিন্তার কোনো কারণ নেই, কেননা আপনি যাওয়ার সময় সাথে করে আপনার “কনটেইনার হোম” খুব সহজেই নিয়ে যেতে পারবেন। এবং যেকোনো জায়গায় পুনরায় সেটি প্রতিস্থাপন করে বসবাস করতে পারবেন। সুতরাং জমি না কিনে বাড়ি বানানোর এই পদ্ধতিটিও কিন্তু মন্দ নয়। চাইলে আপনি এটি এপ্লাই করতে পারেন। 

কন্টেইনার হোম তৈরি করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে ভালো মানের একটি অব্যবহৃত বা পরিত্যক্ত কন্টেইনার ক্রয় করতে হবে। এরপর আপনার ইন্টেরিয়র ডিজাইন কেমন হবে তা পরিকল্পনা করতে হবে, সেই অনুপাতে প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করতে হবে এবং অভিজ্ঞ লোকের সাহায্যে কনটেইনার হোম সঠিকভাবে প্রতিস্থাপন করতে হবে। 

চরে বাড়ি করা: জমি না কিনে বাড়ি বানাতে চাইলে চরে বাড়ি করতে পারেন। বিভিন্ন নদীতে স্থায়ীভাবে চর জেগে ওঠে, সেখান থেকে আপনি আপনার পছন্দমত যে কোন একটি চরে বাড়ি করতে পারেন।চরে বাড়ি করার বেশ কিছু সুবিধা এবং অসুবিধা উভয় রয়েছে। যেহেতু আপনি জমি না কিনে বাড়ি করতে চাচ্ছেন তাই সেগুলো মেনে নিয়েই সেখানে থাকতে হবে। 

চরে বাড়ি করার যে সকল অসুবিধায় রয়েছে সেগুলোর মধ্যে অন্যতম একটি অসুবিধা হলো এটি যে কোন সময় আবার নদীতে বিলীন হয়ে যেতে পারে। অথবা বন্যার মৌসুমে চর ডুবে যেতে পারে। তাই সবসময় আপনাকে সমাধান থাকতে হবে এবং বিকল্প সমাধান রাখতে হবে। তাই চরে বাড়ি করতে চাইলে, টেম্পোরারি কোন বাড়ি করতে পারেন স্থায়ীভাবে বিল্ডিং বাড়ি করা সমীচীন নয়। 

ট্যান্ট হাউজ: ট্যান্ট হাউজ হতে পারে জমি না কিনে বাড়ি বানানোর আরেকটি চমৎকার বিকল্প। শুধুমাত্র তাবুর মাধ্যমে খুব সুন্দর বাড়ি তৈরি করা সম্ভব। বিশেষ করে যারা যাযাবর গোষ্ঠী রয়েছে তারা এই ধরনের ট্যান্ট হাউজে বছরের পর বছর বসবাস করে আসছে। চাইলে আপনিও জমি না কিনে শুধুমাত্র তাবু ক্রয় করে ট্যান্ট হাউজ বানিয়ে বসবাস করতে পারেন। 

সহজে বহনযোগ্য হওয়ায় যেকোনো সময় যে কোন জায়গায় যেতে পারবেন এবং শুধুমাত্র এক জায়গায় একঘেয়েমি ভাবে বসবাস করতে হবে না। তাই যদি আপনি জমি না কিনে বাড়ি করতে চান তাহলে ট্যান্ট হাউজের কনসেপ্টটি মাথায় রাখতে পারেন। 

আন্ডার গ্রাউন্ড হোম: সঠিক পরিকল্পনা করে দক্ষ শ্রমিকের মাধ্যমে আন্ডারগ্রাউন্ড হোম তৈরি করে সেখানে বসবাস করতে পারেন আন্ডারগ্রাউন্ড হোম তৈরি করার জন্য জমি ক্রয় করার কোন প্রয়োজন নেই। যেখানে আপনি বাড়ি করতে চাচ্ছেন, সেটা যদি সরকারি কোন জমি হয় তাহলে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিতে হবে তা না হলে আপনি আইনি জটিলতায় পড়তে পারেন। 

জমি না কিনে কিভাবে বাড়ি বানাবো পিক

জমি না কিনে কিভাবে বাড়ি বানানো যায় সে সংক্রান্ত বেশ কিছু পিকচারের নিচে তুলে ধরা হবে। নিম্ন বর্ণিত পিকচার গুলো দেখে খুব সহজে আপনি জমি না কিনে বাড়ি বানানোর ধারণা পেয়ে যাবেন। তো চলুন দেখে নেয়া যাক, জমি না কিনে কিভাবে বাড়ি বানানো সংক্রান্ত কিছু পিকচার।

জমি না কিনে কিভাবে বাড়ি বানাবো ছবি

জমি না কিনে কিভাবে বাড়ি বানানো যায় সে সংক্রান্ত বেশ কিছু পিকচার ইতোমধ্যেই উপরে তুলে ধরা হয়েছে। আরো কিছু পিকচার তুলে ধরা হবে আশা করি নিম্ন বর্ণিত পিকচার গুলো আপনার পছন্দ হবে। তো চলুন দেখে নেয়া যাক, জমি না কিনে কিভাবে বাড়ি বানাবো সে সংক্রান্ত ছবি সমূহ। 

জমি না কিনে কিভাবে বাড়ি বানাবো ফটো

ইতিপূর্বে উল্লেখিত জমি না কিনে বাড়ি বানানোর সংক্রান্ত পিকচার গুলো দেখে আশা করি সেখান থেকে আপনি মোটামুটি ধারণা পেয়েছেন জমি নাকিনে কিভাবে বাড়ি করা যায় এবং সেগুলো দেখতে কেমন হতে পারে। তবে যদি উপরে উল্লেখিত পিকচার গুলো আপনার পছন্দ না হয়ে থাকে তাহলে নিম্ন বর্ণিত পিকচার গুলো মনোযোগ সহকারে দেখুন। আশাকরি নিম্ন বর্ণিত পিকচার গুলোর মধ্য থেকে খুব সহজে আপনি আপনার পছন্দের ফটোগুলো পেয়ে যাবেন। 

Search
Categories
Read More
Education
ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ২০২২ প্রবিধান বইয়ের তালিকা | Diplomain mechanical engineering 2022 ProBidhan Book List
সুপ্রিয় শিক্ষা বন্ধুরা, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে...
By nurislam 2024-11-02 01:46:04 0 580
Education
ডিপ্লোমা ইন মাইনিং এন্ড মাইন ইঞ্জিনিয়ারিং ২০২২ প্রবিধান বইয়ের তালিকা |Diploma in Mining And Mine Survey engineering 2022 ProBidhan Book List
সুপ্রিয় শিক্ষা বন্ধুরা, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মাইনিং এন্ড মাইন ইঞ্জিনিয়ারিং...
By nurislam 2024-11-02 03:35:33 0 476
Govt Info
আর এস খতিয়ান অনুসন্ধান | www.land.gov bd আর এস খতিয়ান
আর এস খতিয়ান অনুসন্ধান করার জন্য নিম্ন বর্ণিত পদ্ধতি অনুসরণ করতে পারেন। এই আর্টিকেলটিতে বর্ণিত...
By nurislam 2024-11-02 03:32:58 0 543
Education
মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর ভূমিকা রচনা pdf
বিভিন্ন শ্রেণীর একাডেমিক পরীক্ষায় "মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর ভূমিকা রচনা" লিখতে বলা হয়ে...
By nurislam 2024-11-20 16:51:14 0 65
Math
পরিবৃত্ত কাকে বলে | পরিবৃত্তের ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র
গণিতে, পরিবৃত্ত (Circumcircle) হলো একটি বৃত্ত যা একটি বহুভুজের সব শীর্ষবিন্দুকে স্পর্শ করে।...
By nurislam 2024-11-21 16:55:28 0 26