Sponsored

TiG ও Mig ওয়েল্ডিং কী? Tig ও Mig এর মধ্যে পার্থক্য

0
563

আসসালামু আলাইকুম।

SolveBin.com এর নতুন একটি আর্টিকেলে আপনাদের সবাইকে স্বাগতম করছি। যারা ডিপ্লোমাতে অধ্যায়রত আছেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন তাছাড়াও যারা পাওয়ার, ইলেক্ট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স থেকে বিভিন্ন চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তাদের জন্য ওয়েল্ডিং থিওরি অনেক গুরুত্বপূর্ণ একটি পার্ট।

ওয়েল্ডিং এর গুরুত্বপূর্ণ থিওগুলোর মধ্যে একটি হচ্ছে টিগ (Tig) ও মিগ (Mig) এই দুইটি ওয়েল্ডিং পদ্ধতি। আজ আমি আপনাদেরকে টিগ (Tig) ওয়েল্ডিং এবং মিগ (Mig) ওয়েল্ডিং সম্পর্কে জানাবো। টিগ (Tig) ওয়েল্ডিং এবং মিগ (Mig) ওয়েল্ডিং এর মধ্যে পার্থক্য গুলো কি কি? টিগ (Tig) ওয়েল্ডিং এবং মিগ (Mig) ওয়েল্ডিং এর বৈশিষ্ট্য? ইত্যাদি আজকের পর্বটিতে জানতে পারবেন।

টিগ (Tig) ওয়েল্ডিং কাকে বলে? (What is Tig Welding ?)

Tig এর পূর্ণরূপ হলো : Tungsten Inert Gas। একে Gas Tungsten Arc Welding (GTAW) বলা হয়। Tig ওয়েল্ডিং পদ্ধতিতে ক্ষয়হীন টাংস্টেন ইলেক্ট্রোড ব্যবহার করা হয়। ওয়েল্ডিং করার সময় জোড়ার স্থানকে রক্ষা করার জন্য নিষ্ক্রিয় গ্যাসের অবিরাম প্রবাহ ব্যবহার করা হয় । প্রয়োজন অনুসারে এতে ফিলার মেটাল ব্যবহার করা হয়।

টিগ (Tig) ওয়েল্ডিং এর বৈশিষ্ট্য গুলো কী কী ?

Tig ওয়েল্ডিং এর বৈশিষ্ট্য গুলো নিচে দেয়া হলো:

  • Tig এর পূর্ণরূপ Tungsten Inert Gas Welding.
  • Tig ওয়েল্ডিং-এ ক্ষয়হীন ইলেকট্রোড ব্যবহার করা হয় ।
  • Tig ওয়েল্ডিং-এ ফিলার মেটাল ব্যবহারের প্রয়োজন হয় ।
  • Tig ওয়েল্ডিং-এ এসি-ডিসি (AC-DC) উভয় সরবরাহে ব্যবহার করা যায়।
  • Tig ওয়েল্ডিং-এ পোলারিটি দরকার হয় না।
  • Tig ওয়েল্ডিং- এর দ্রুতি কম ।

মিগ (Mig)ওয়েল্ডিং কাকে বলে? Mig ওয়েল্ডিং সম্পর্কে লিখ?

Mig ওয়েল্ডিং: Mig এর পূর্ণরূপ Metal Inert Gas (MIG)। একে Gas Metal Are Welding (GMAW) বলা হয় । Mig ওয়েল্ডিং পদ্ধতিতে ক্ষয়িষ্ণু মেটাল ইলেক্ট্রোড ব্যবহার করা হয় । ওয়েল্ডিং করার সময় জোড়ার স্থানকে রক্ষা করার জন্য নিষ্ক্রিয় গ্যাসের আবরণ ব্যবহার করা হয় । Mig ওয়েল্ডিং পদ্ধতিতে ফিলার মেটাল ব্যবহার করা হয়না ।

মিগ (Mig) ওয়েল্ডিং এর বৈশিষ্ট্য গুলো কী কী ?

Mig ওয়েল্ডিং এর বৈশিষ্ট্য গুলো নিচে দেয়া হলো:

  • Mig ওয়েল্ডিং এর পূর্ণরূপ: Metal Inert Gas Welding.
  • Mig ওয়েল্ডিং-এ ক্ষয়িষ্ণু ইলেকট্রোড ব্যবহার করা হয় ।
  • Mig ওয়েল্ডিং-এ ফিলার মেটাল ব্যবহারের প্রয়োজন নেই ।
  • Mig ওয়েল্ডিং ডিসি (DC) সরবরাহে ব্যবহার করা যায় ।
  • Mig ওয়েল্ডিং-এ পোলারিটি দরকার হয় ।
  • Mig ওয়েল্ডিং-এর দ্রুতি বেশি ।

TIG ও MIG ওয়েল্ডিং এর মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য কী কী?

TIG (টিগ) ও MIG (মিগ) ওয়েল্ডিং এর মধ্যে উল্লেখযোগ্য পার্থক্যগুলো নিম্নে ছক আকারে দেয়া হলো:

Tig (টিগ) ওয়েল্ডিং Mig (মিগ) ওয়েল্ডিং
১) TIG (টিগ) ওয়েল্ডিং এর Full Form: Tungsten Inert Gas Welding. (টাংস্টেন নিষ্ক্রিয় গ্যাস ওয়েল্ডিং।) ১) Mig (মিগ) ওয়েল্ডিং এর Full Form: Metal Inert Gas Welding.
২) TIG (টিগ) ওয়েল্ডিং  ক্ষয়হীন ইলেকট্রোড (electrode) করা হয় । ২) Mig (মিগ) ওয়েল্ডিং এ ক্ষয়িষ্ণু ইলেকট্রোড (electrode) ব্যবহার করা হয় ।
৩) ফিলার মেটাল (metal) ব্যবহারের দরকার হয় । ৩) ফিলার মেটাল ব্যবহারের দরকার নেই ।
৪) এসি-ডিসি (AC-DC) উভয় সরবরাহে ব্যবহার করা যায়। ৪) শুধু ডিসি (DC) সরবরাহে ব্যবহার করা যায় ।
৫) পোলারিটি (Polarity) প্রয়োজন হয় না। ৫) পোলারিটি (Polarity) প্রয়োজন হয় ।
৬) Tig (টিগ) ওয়েল্ডিং Mig ওয়েল্ডিং এর থেকে, দ্রুতি কম । ৬) Mig (মিগ) ওয়েল্ডিং , Mig ওয়েল্ডিং এর তুলনায় দ্রুতি বেশি ।
৭) ইলেকট্রোড ও টর্চকে ঠান্ডা রাখার জন্য পানি সরবরাহ অবশ্যই রাখা প্রয়োজন । ৭) ইলেকট্রোড ও টর্চকে ঠান্ডা রাখার জন্য পানি ও বায়ু উভয় সরবরাহ রাখা প্রয়োজন ।
৮) 6 মিমি এর চেয়ে অধিক পুরুত্বের ক্ষেত্রে ব্যবহার করা যায় না । ৮) 6 মিমি. থেকে 50 মিমি. পর্যন্ত ব্যবহার করা যায় ।

আশা করি এ আর্টিকেলটি পড়ে আপনাদের টিগ (Tig) ওয়েল্ডিং এবং মিগ (Mig) ওয়েল্ডিং সম্পর্কে যে সকল প্রশ্নগুলো ছিল এগুলো সঠিকভাবে জানাতে পেরেছি। তারপরও যদি আপনাদের কোথাও কোন বুঝতে অসুবিধা হয়, তাহলে এখনই আমাদের ফেইসবুক গ্রুপ এ পোস্ট করে জানাতে পারেন। ইনশাল্লাহ আমাদের গ্রুপের অ্যাডমিন খুব শীঘ্রই আপনার পোস্টটি Approved করবে এবং অভিজ্ঞ সকলে আপনার প্রশ্নের উত্তর দেয়ার চেষ্টা করবে। সম্পূর্ণ লেসনটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।

Search
Categories
Read More
Math
সমবাহু ত্রিভুজ কাকে বলে | সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র
সমবাহু ত্রিভুজ কাকে বলে  সমবাহু ত্রিভুজ (Equilateral Triangle) হলো এমন একটি ত্রিভুজ যার...
By nurislam 2024-11-07 12:18:13 0 628
Education
১ বিলিয়ন সমান কত টাকা জেনে নিন
১ বিলিয়ন সমান ১০০ কোটি টাকা (১০০,০০,০০,০০০)। যদি আপনি ১ বিলিয়ন মার্কিন ডলার টাকায়...
By nurislam 2024-11-02 04:03:13 0 511
Education
Auto Electricity & Electronic (67171) Exam Super Suggestion (part 2)
সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে পূর্ববর্তী পোস্টে ডিপ্লোমা ইন পাওয়ার টেকনোলজির সপ্তম...
By nurislam 2024-11-02 03:38:10 0 536
Lifestyle
পর্দা পালন সম্পর্কিত পবিত্র কুরআনের ৭টি আয়াত
পর্দা পালন সম্পর্কিত পবিত্র কুরআনের ৭টি আয়াত আছে। আল্লাহ এই আয়াতগুলোর মাধ্যমে মানবজাতির জন্য...
By nurislam 2024-11-02 01:48:44 0 592
Education
কেন্দ্রমুখী বল এর সূত্র
কেন্দ্রমুখী বল এর সূত্র: কেন্দ্রমুখী বল হলো একটি সেন্ট্রাল ফোর্স যা একটি বস্তুকে কেন্দ্রে ঘূর্ণন...
By nurislam 2024-11-03 16:40:58 0 606