Sponsored

বাংলা এবং ইংরেজিতে সিভি লেখার নিয়ম

0
503

সিভি লেখার নিয়ম জেনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে যদি আপনি একজন চাকরি প্রত্যাশী হয়ে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সঠিকভাবে সিভি লেখার নিয়ম জেনে নিতে হবে। আপনার সিভি যদি প্রফেশনাল না হয় তাহলে কিন্তু কখনোই আপনি ইন্টারভিউ এর জন্য ডাক পাবেন না। নিচে বাংলা এবং ইংরেজিতে সিভি লেখার নিয়ম তুলে ধরা হয়েছে।

সিভি লেখার নিয়ম | cv লেখার নিয়ম

সিভি লেখার নির্দিষ্ট কিছু নিয়ম কানুন রয়েছে। আপনি যদি এই নিয়ম কানুন গুলো যথাযথভাবে অনুসরণ করেন তাহলে, সেটি একটি প্রফেশনালে সিভি হবে। পক্ষান্তরে যদি আপনি নিয়ম নিয়ম গুলো যথাযথভাবে অনুসরণ না করেন তাহলে কিন্তু তা প্রফেশনাল  সিভি হবে না। যাইহোক চলুন দেখে নেয়া যাক, সিভি লেখার নিয়ম।

১. শিরোনাম (Heading): সিভির শুরুতেই আপনার নাম বড় ও স্পষ্টভাবে শিরোনাম হিসেবে উল্লেখ করুন। এটি হবে আপনার পরিচয়ের প্রথম ধাপ, তাই নিয়োগকারী যাতে সহজেই এটি পড়তে পারে, সেদিকে খেয়াল রাখতে হবে।

২. ব্যক্তিগত তথ্য (Personal Information): আপনার ব্যক্তিগত তথ্য সিভির একটি গুরুত্বপূর্ণ অংশ। এতে আপনার পূর্ণ নাম, জন্মতারিখ, জাতীয়তা, বর্তমান এবং স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে। নিয়োগকারীকে আপনার সম্পর্কে স্পষ্ট ধারণা দেওয়ার জন্য অবশ্যই এই তথ্যগুলো সঠিক এবং যথাযথ হতে হবে। এক্ষেত্রে কোন ধরনের ছলচাতুরির কিংবা মিথ্যা তথ্যের আশ্রয় নেয়া যাবে না। 

৩. যোগাযোগের ঠিকানা (Contact Info): যেকোনো চাকরির জন্য আবেদন করার সময় আপনার সঠিক যোগাযোগের ঠিকানা দেওয়া অত্যন্ত জরুরি। এখানে আপনার ফোন নম্বর, ইমেইল এবং লিঙ্কডইন প্রোফাইলের লিংক দিতে পারেন। মনে রাখবেন, যোগাযোগের সব মাধ্যম যেন সঠিক এবং আপডেটেড হয়। কেননা, নিয়োগকর্তা যদি আপনার সাথে স্মুদলি কমিউনিকেশন করতে না পারে তাহলে কিন্তু ভাইবার জন্য ডাক পাওয়ার সম্ভাবনা কমে যেতে পারে।

৪. ছবি (Photo): সদ্য তোলা পাসপোর্ট সাইজের একটি ছবি সিভিতে এটাচ করতে হবে। ছবি তোলার ক্ষেত্রে অবশ্যই, এডিটিং পরিহার করবেন, ন্যাচারাল ছবি ব্যবহার করাই উত্তম। ইডিটেড ছবি ব্যবহার করলে নিয়োগকর্তা এটিকে ভালোভাবে নাও নিতে পারে, তাই ন্যাচারাল ছবি ব্যবহার করতে হবে। 

৫. ক্যারিয়ারের উদ্দেশ্য (Career Objectives): সিভির শুরুতেই আপনার ক্যারিয়ারের উদ্দেশ্য (Career Objectives) উল্লেখ করুন। এটি একটি ছোট অনুচ্ছেদ হতে পারে, যেখানে আপনি আপনার পেশাগত লক্ষ্য এবং কীভাবে আপনি আপনার অভিজ্ঞতা ও দক্ষতা ব্যবহার করে প্রতিষ্ঠানকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন তা ব্যাখ্যা করবেন। এবং কি কারণে আপনাকে তাদের নিয়োগ করা উচিত সে বিষয়ে সম্পর্কে স্পষ্ট ধারণা দিবেন। 

৬. কাজের অভিজ্ঞতা (Work Experience): কাজের অভিজ্ঞতা সিভির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। আপনার পূর্বের চাকরির অভিজ্ঞতা, কাজের দায়িত্ব এবং অর্জনসমূহ বিস্তারিতভাবে উল্লেখ করুন। যদি আপনার অভিজ্ঞতা কম থাকে, তাহলে যেকোনো ইন্টার্নশিপ, ফ্রিল্যান্স কাজ, অথবা স্বেচ্ছাসেবী কাজ এখানে উল্লেখ করতে পারেন।

৭. শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification): আপনার শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) সঠিকভাবে উল্লেখ করুন। কোন প্রতিষ্ঠান থেকে কোন বছর আপনি ডিগ্রি অর্জন করেছেন, তা অবশ্যই উল্লেখ করবেন। যদি আপনার শিক্ষাগত অর্জন উল্লেখযোগ্য হয়, তবে তা বিশেষভাবে হাইলাইট করতে পারেন।

৮. দক্ষতা ও প্রশিক্ষণ (Skills & Training): আপনার কী কী দক্ষতা রয়েছে এবং কোন কোন প্রশিক্ষণ সম্পন্ন করেছেন, তা এখানে উল্লেখ করবেন। উদাহরণস্বরূপ, নেতৃত্বের দক্ষতা, সমস্যা সমাধানের ক্ষমতা, এবং সময় ব্যবস্থাপনার দক্ষতা উল্লেখ করতে পারেন।

৯. কম্পিউটার দক্ষতা (Computer Skills): বর্তমানে কম্পিউটার পরিচালনায় দক্ষ হওয়া চাকরির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তাই যদি আপনি কম্পিউটার পরিচালনায় দক্ষ হয়ে না থাকেন সে ক্ষেত্রে অবশ্যই একটি কোর্স করে দক্ষতা অর্জন করে নিবেন। এরপর আপনি কোন কোন সফটওয়্যার, বা টুলস ব্যবহার করতে পারেন সেগুলোর তালিকা সিভিতে উল্লেখ করতে হবে। উদাহরণস্বরূপ, এক্সেল, মাইক্রোসফট অফিস, গ্রাফিক্স ডিজাইন টুলস, অথবা প্রোগ্রামিং ভাষার জ্ঞান থাকলে তা উল্লেখ করুন।

১০. ভাষাগত দক্ষতা (Language Proficiency): কোন কোন ভাষায় আপনি কথা বলতে এবং লিখতে সক্ষম, তা এখানে উল্লেখ করুন। উদাহরণস্বরূপ, বাংলা ও ইংরেজি ছাড়াও অন্য ভাষার উপর দক্ষতা থাকলে তা উল্লেখ করা প্রয়োজন।

১১. শখ ও আগ্রহ (Hobbies & Interests): আপনার ব্যক্তিত্ব সম্পর্কে একটি ভালো ধারণা দিতে আপনার শখ ও আগ্রহ (Hobbies & Interests) সিভিতে অন্তর্ভুক্ত করা যেতে পারে। তবে এটি যেন সংক্ষিপ্ত এবং প্রাসঙ্গিক হয় সেদিকে অবশ্যই নজর রাখতে হবে.। 

১২. কার্যক্রম ও অর্জন (Activities & Achievements): আপনার পেশাগত এবং ব্যক্তিগত অর্জনসমূহের তালিকা সিভিতে উল্লেখ করুন। কোন কার্যক্রমে অংশগ্রহণ করেছেন এবং কোন গুরুত্বপূর্ণ অর্জন আপনার রয়েছে, তা সঠিকভাবে উল্লেখ করুন। এটি আপনাকে অন্যান্য প্রার্থীর থেকে আলাদা করতে পারে। অনেক সময় নিয়োগকর্তাগণ এ বিষয়টি বিশেষভাবে বিবেচনা করে থাকে। 

১৩. সূত্র (References): শেষে আপনার সিভিতে কমপক্ষে দুইজন রেফারেন্স দিন, যারা আপনার সম্পর্কে ইতিবাচক মতামত দিতে পারে। যদি তাদের সাথে যোগাযোগ করা হয়, তারা যেন আপনাকে চেনে এবং আপনার ব্যাপারে পজেটিভ কথা বলে। আপনার রেফারেন্স হিসেবে পূর্বের বস বা শিক্ষককে উল্লেখ করতে পারেন। তবে অবশ্যই তাদের অনুমতি নিয়ে রেফারেন্স ব্যবহার করবেন।

cv লেখার নিয়ম ইংরেজিতে

উপরে উল্লেখিত সিভি লেখার নিয়ম অনুসরণ করে আপনি ইংরেজিতে সিভি লিখতে পারবেন। ইংরেজি সিভি লেখার ক্ষেত্রে শুধুমাত্র আপনাকে বাংলার জায়গায় ইংরেজিতে লিখতে হবে পার্থক্য এতোটুকুই। নিচে ইংরেজিতে সিভি লেখার ফরমেট দেয়া হবে সেটি ডাউনলোড করে কাস্টমাইজ করে খুব সহজে আপনি ব্যবহার করতে পারবেন। 

cv লেখার নিয়ম ssc

অনেক সময় এসএসসি পরীক্ষায় সিভি লেখার নিয়ম আসে। এসএসসি পরীক্ষার জন্য সিভিল লেখার নিয়ম ইতোমধ্যেই উপরে উল্লেখ করা হয়েছে। আপনি যদি উপরে উল্লেখিত সিভি লেখার নিয়ম যথাযথভাবে আত্মস্থ করতে পারেন, তাহলে এসএসসি পরীক্ষার সহ যে কোন ক্লাসের পরীক্ষায় যদি সিভি লেখার নিয়ম প্রশ্ন আকারে দেয়া হয় তাহলে খুব সহজেই তা লিখতে পারবেন।  

cv লেখার নিয়ম class 9

উপরে উল্লেখিত সিভি লেখার নিয়ম অনুসরণ করে খুব সহজে আপনি ক্লাস নাইনের পরীক্ষায় সিভি লেখার নিয়ম লিখতে পারবেন। উপরে যে সিভি লেখার নিয়ম উল্লেখ করা হয়েছে তা আত্মস্থ করার চেষ্টা করুন। বিশেষ করে উপরে উল্লেখিত সিভিতে যে পয়েন্টগুলো উল্লেখ করা হয়েছে সেগুলো যদি আপনি মনে রাখতে পারেন, তাহলে আশা করা যায় পরীক্ষায় ভালোভাবে সিভি লেখার নিয়ম লিখতে পারবেন। 

একটি cv দিয়ে অনেক cv লেখার নিয়ম

আর্টিকেলটির এই অংশে সিভি লেখার একটি ফরমেট শেয়ার করা হবে। আপনি এই ফর্মেটটি ডাউনলোড করে কাস্টমাইজ করার মাধ্যমে খুব সহজেই যেকোনো চাকুরীর জন্য সিভি লিখতে পারবেন। কেননা নিচে যে ফাইলটি তুলে ধরা হয়েছে এটি সম্পূর্ণ কাস্টমাইজেবল। শুধু আপনার তথ্যগুলো সেখানে যথাযথভাবে উল্লেখ করতে হবে। এর পরে তা প্রিন্ট করে খুব সহজেই ব্যবহার করতে পারবেন। 

চাকরির cv লেখার নিয়ম

সিভি মূলত চাকরিতে এপ্লাই করার জন্যই ব্যবহার করা হয়। তবে কখনো কখনো ভিন্ন পারপাসে সিভি লেখার প্রয়োজন পড়তে পারে। যেমন পরীক্ষায় যদি সিভি লিখতে বলা হয় সেক্ষেত্রে প্রফেশনাল সিভি লিখে দেখাতে হতে পারে। যাইহোক ইতোমধ্যেই উপরে বাংলা এবং ইংরেজিতে কাস্টমাইজেবল সিভি ফাইল দেয়া হয়েছে সেগুলো ডাউনলোড করার পরে কাস্টমাইজ করে যে কোন চাকরির জন্য ব্যবহার করতে পারবেন। 

Search
Categories
Read More
Education
AMIE ভর্তি তথ্যাবলী | AMIE Admission System ২০২৪
AMIE কি? AMIE হল ইঞ্জিনিয়ারিং ইনষ্টিটিউশন, বাংলাদেশ (IEB) পরিচালিত একটি পরীক্ষার নাম, যে...
By nurislam 2024-11-02 01:57:41 0 552
Govt Info
পাসপোর্ট চেক করার নিয়ম | পাসপোর্ট হয়েছে কিনা চেক করুন
পাসপোর্ট চেক করার সঠিক নিয়ম সম্পর্কে এই আর্টিকেলটিতে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে। নিম্ন...
By nurislam 2024-11-02 03:52:04 0 473
Math
ত্রিকোণমিতির সূত্র সমূহ | ত্রিকোণমিতির সূত্র
ত্রিকোণমিতির সূত্র সমূহ গণিতের বিভিন্ন সমস্যার সমাধানে সাহায্য করে এবং বিজ্ঞানের বিভিন্ন...
By nurislam 2024-11-07 12:10:34 0 592
Math
স্ক্রু গজ কাকে বলে | স্ক্রু গজ এর সূত্র
স্ক্রু গজ কাকে বলে: স্ক্রু গজ হলো একটি সূক্ষ্ম পরিমাপের যন্ত্র যা কোনো বস্তু বা তারের অতি সূক্ষ্ম...
By nurislam 2024-11-10 17:44:30 0 497
Education
ডিপ্লোমা ইন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ২০২২ প্রবিধান বইয়ের তালিকা | DIPLOMA INChemical 2022 PROVIDHAN BOOK LIST
সুপ্রিয় শিক্ষা বন্ধুরা, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের...
By nurislam 2024-11-02 01:53:33 0 536